কিশোরগঞ্জের করিমগঞ্জের জয়কা ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে করিমগঞ্জ থানা পুলিশের একটি টিম। শুক্রবার(১৫-০৮-২০২৫) ভোর ৫টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলায় করিমগঞ্জ থানার মামলার এজাহারনামীয় আসামি হওয়ায় ও নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হলেন- জয়কা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. জামাল উদ্দিন ফকির। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ এ তথ্য নিশ্চিত নিশ্চিত করেন।