ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
নওগাঁর মহাদেবপুরে ভুয়া ভাউচারে স্বাক্ষর না করায় খোদ সভাপতিকেই বাদ দিয়ে দিলেন এক মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ। সভাপতি যে কোন ধরনের ভুয়া ভাউচারে স্বাক্ষর না করে সঠিক ভাউচার প্রস্তুতের পরামর্শ দেয়ায় মাদ্রাসার বিপুল সম্পদ আত্মসাতের পরিকল্পনা ভেস্তে যায় তার। এই ঘটনার পর সভাপতির বিরুদ্ধে কোন অভিযোগ না থাকলেও ভারপ্রাপ্ত অধ্যক্ষ অবৈধভাবে মাইকিং করে আশেপাশের কয়েক গ্রামের মানুষ ডেকে নতুন সভাপতির নাম প্রস্তাব করে তা রেজুলেশন আকারে নিয়ে অনুমোদনের জন্য বোর্ডে পাঠান।
সম্প্রতি উপজেলার হাতুড় ইউনিয়নের মির্জাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম ঘটিয়েছেন এমন কান্ড। স্থানীয়রা বলছেন এই সভাপতি বহাল থাকলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম কখনোই অধ্যক্ষ পদে নিয়োগ পাবেন না, এই আশঙ্কায় এতসব কান্ড ঘটিয়েছেন তিনি। এসংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাবার পর বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে বোর্ড কর্তৃপক্ষ।
সম্প্রতি শামসুল হককে সভাপতি ও খোরশেদ আলমকে অভিভাবক সদস্য মনোনীত করে ওই মাদ্রাসার চার সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়। পূর্ণাঙ্গ কমিটির সভাপতি নির্বাচনের জন্য গত ২৯ সেপ্টেম্বর এডহক কমিটি ও অন্যান্য সদস্যদের ২০ জনের উপস্থিতিতে ডাকা সভায় পূর্ণাঙ্গ কমিটির সভাপতি হিসেবে শামসুল হক, সোহেল রানা ও মাহফুজুর রহমানের নাম প্রস্তাব করা হয়। নিয়মানুযায়ী তিনজনের নাম পাঠানো হলে বোর্ড কর্তৃপক্ষ এদের মধ্যে থেকে যেকোন একজনকে সভাপতি পদে অনুমোদন দেয়। কিন্তু অধ্যক্ষ এটি বোর্ডে না পাঠিয়ে মাইকিং করে গ্রামবাসীদের ডেকে নতুন করে রেজুলেশন করে সভাপতি পদের তালিকায় ১ নম্বরে থাকা শামসুল হকের নাম বাদ দিয়ে ২ নম্বরে থাকা সোহেল রানা, মাহফুজুর রহমান ও নতুন করে আজিজার রহমানের নাম বোর্ডে পাঠান। মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। এই সভায় এডহক কমিটির অভিভাবক সদস্য খোরশেদ আলমকেও ডাকা হয়নি বলে জানান।
শামসুল হক অভিযোগ করেন যে, তার নাম রেজুলেশনের পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম শামসুলের ব্যক্তিগত খরচ হয়েছে বলে বেশ কয়েকটি ভুয়া ভাউচারে স্বাক্ষর করতে বলেন। যে যে খাতে খরচ হয়েছে তার সঠিক ভাউচার উপস্থাপনের পরামর্শ দেন তিনি। এরপরই অধ্যক্ষ এলাকায় মাইকিং করেন। তিনি বলেন, ভূয়া ভাউচারের মধ্যে ছিল ইতিপূর্বে এডহক কমিটি গঠন করতে খরচ হয়েছে ২৩ হাজার ৫০০ টাকা, দাখিল পাশ করা প্রতিষ্ঠান থেকে আলিম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী আনা বাবদ ২০ হাজার টাকা ইত্যাদি। এগুলো কোনটাই খরচ হয়নি।
এবিষয়ে শামসুল হক বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে লিখিত অভিযোগ দেন। বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি তদন্তের জন্য মহাদেবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন। জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম বলেন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের নির্দেশে তিনি বিষয়টি তদন্ত করছেন।
এডহক কমিটির বৈধ রেজুলেশন বাদ দিয়ে কেন গ্রামের লোকদের ডাকতে হলো জানতে চাইলে মোবাইল ফোনে তার কোন সদুত্তর দিতে পারেননি ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম। তিনি বলেন, শামসুল কোন কাগজে সই করছিলনা। এছাড়া সে পূর্ণাঙ্গ কমিটির সভাপতি হোক এটা প্রভাবশালী গ্রামবাসীরা চান না। গ্রামবাসীদের চাপেই তিনি এমনটি করেছেন। তবে বিষয়টি আইনসিদ্ধ হয়নি একথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন তিনি।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রোববার, ০২ নভেম্বর ২০২৫
নওগাঁর মহাদেবপুরে ভুয়া ভাউচারে স্বাক্ষর না করায় খোদ সভাপতিকেই বাদ দিয়ে দিলেন এক মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ। সভাপতি যে কোন ধরনের ভুয়া ভাউচারে স্বাক্ষর না করে সঠিক ভাউচার প্রস্তুতের পরামর্শ দেয়ায় মাদ্রাসার বিপুল সম্পদ আত্মসাতের পরিকল্পনা ভেস্তে যায় তার। এই ঘটনার পর সভাপতির বিরুদ্ধে কোন অভিযোগ না থাকলেও ভারপ্রাপ্ত অধ্যক্ষ অবৈধভাবে মাইকিং করে আশেপাশের কয়েক গ্রামের মানুষ ডেকে নতুন সভাপতির নাম প্রস্তাব করে তা রেজুলেশন আকারে নিয়ে অনুমোদনের জন্য বোর্ডে পাঠান।
সম্প্রতি উপজেলার হাতুড় ইউনিয়নের মির্জাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম ঘটিয়েছেন এমন কান্ড। স্থানীয়রা বলছেন এই সভাপতি বহাল থাকলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম কখনোই অধ্যক্ষ পদে নিয়োগ পাবেন না, এই আশঙ্কায় এতসব কান্ড ঘটিয়েছেন তিনি। এসংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাবার পর বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে বোর্ড কর্তৃপক্ষ।
সম্প্রতি শামসুল হককে সভাপতি ও খোরশেদ আলমকে অভিভাবক সদস্য মনোনীত করে ওই মাদ্রাসার চার সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়। পূর্ণাঙ্গ কমিটির সভাপতি নির্বাচনের জন্য গত ২৯ সেপ্টেম্বর এডহক কমিটি ও অন্যান্য সদস্যদের ২০ জনের উপস্থিতিতে ডাকা সভায় পূর্ণাঙ্গ কমিটির সভাপতি হিসেবে শামসুল হক, সোহেল রানা ও মাহফুজুর রহমানের নাম প্রস্তাব করা হয়। নিয়মানুযায়ী তিনজনের নাম পাঠানো হলে বোর্ড কর্তৃপক্ষ এদের মধ্যে থেকে যেকোন একজনকে সভাপতি পদে অনুমোদন দেয়। কিন্তু অধ্যক্ষ এটি বোর্ডে না পাঠিয়ে মাইকিং করে গ্রামবাসীদের ডেকে নতুন করে রেজুলেশন করে সভাপতি পদের তালিকায় ১ নম্বরে থাকা শামসুল হকের নাম বাদ দিয়ে ২ নম্বরে থাকা সোহেল রানা, মাহফুজুর রহমান ও নতুন করে আজিজার রহমানের নাম বোর্ডে পাঠান। মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। এই সভায় এডহক কমিটির অভিভাবক সদস্য খোরশেদ আলমকেও ডাকা হয়নি বলে জানান।
শামসুল হক অভিযোগ করেন যে, তার নাম রেজুলেশনের পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম শামসুলের ব্যক্তিগত খরচ হয়েছে বলে বেশ কয়েকটি ভুয়া ভাউচারে স্বাক্ষর করতে বলেন। যে যে খাতে খরচ হয়েছে তার সঠিক ভাউচার উপস্থাপনের পরামর্শ দেন তিনি। এরপরই অধ্যক্ষ এলাকায় মাইকিং করেন। তিনি বলেন, ভূয়া ভাউচারের মধ্যে ছিল ইতিপূর্বে এডহক কমিটি গঠন করতে খরচ হয়েছে ২৩ হাজার ৫০০ টাকা, দাখিল পাশ করা প্রতিষ্ঠান থেকে আলিম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী আনা বাবদ ২০ হাজার টাকা ইত্যাদি। এগুলো কোনটাই খরচ হয়নি।
এবিষয়ে শামসুল হক বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে লিখিত অভিযোগ দেন। বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি তদন্তের জন্য মহাদেবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন। জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম বলেন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের নির্দেশে তিনি বিষয়টি তদন্ত করছেন।
এডহক কমিটির বৈধ রেজুলেশন বাদ দিয়ে কেন গ্রামের লোকদের ডাকতে হলো জানতে চাইলে মোবাইল ফোনে তার কোন সদুত্তর দিতে পারেননি ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম। তিনি বলেন, শামসুল কোন কাগজে সই করছিলনা। এছাড়া সে পূর্ণাঙ্গ কমিটির সভাপতি হোক এটা প্রভাবশালী গ্রামবাসীরা চান না। গ্রামবাসীদের চাপেই তিনি এমনটি করেছেন। তবে বিষয়টি আইনসিদ্ধ হয়নি একথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন তিনি।