ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ঋতুচক্রে এখন হেমন্তকাল। শীতকাল আসতে এখনো একমাস বাকি। তার পরেও শীতের আগমনি বার্তা অনুভব হচ্ছে। দিনে গরম অনুভুতু হলেও রাতে শীত অনুভব হচ্ছে। শীত মানে লেপের ব্যবহার। সাড়া বছর লেপ বেঁধে রাখলেও শীত মৌসুমে লেপ নামাতেই হবে। শীত আর লেপ একসূত্রে গাঁথা। শীতের সঙ্গী লেপ কাঁথা। হাঁড়কাপানো শীতে লেপ মোক্ষম সঙ্গী। লেপ মুড়ি দিয়ে ঘুমাতে কে না চায়। তাই আগেভাগে লেপ বানাতে হবে। লেপের মূল কাঁচামাল হলো তুলা। শিমুল তুলার লেপের তুলনা নেই। আগের মতো শিমুল গাছ নেই। শিমুল তুলাও পাওয়া কঠিন। পাওয়া গেলেও উচ্চমূল্য। শীতের আগমনে মোহনগঞ্জে হাটবাজারে কারিগর/ ধুনকরদের ব্যস্ততা বাড়ছে। পৌরশহরের তুলাপট্টি ঘুরে দেখা যায় দোকানে দোকানে। চলছে লেপ তোষক তৈরির কাজ। তুলাকে মেশিনে ধুনিয়ে লেপ তৈরির উপযোগী করা হচ্ছে। কেও কেও আবার পুরাতন লেপ ভেঙে আগের তুলার সাথে নতুন তুলা মিশিয়ে লেপ তৈরি করাচ্ছেন। ব্যবসায়ীরা জানান, ধীরে ধীরে লেপ তোষক বানানোর কাজ চলছে। আগামী দিনগুলোতে লেপের চাহিদা বাড়বে বলে আশা রাখছি। গ্রামের বিভিন্ন হাটবাজারেও লেপ তোষকের দোকান রয়েছে। অনেক ধুনকর আছেন যারা বাড়ি বাড়ি গিয়ে লেপ তোষক তৈরির কাজ করে থাকেন।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বুধবার, ১২ নভেম্বর ২০২৫
ঋতুচক্রে এখন হেমন্তকাল। শীতকাল আসতে এখনো একমাস বাকি। তার পরেও শীতের আগমনি বার্তা অনুভব হচ্ছে। দিনে গরম অনুভুতু হলেও রাতে শীত অনুভব হচ্ছে। শীত মানে লেপের ব্যবহার। সাড়া বছর লেপ বেঁধে রাখলেও শীত মৌসুমে লেপ নামাতেই হবে। শীত আর লেপ একসূত্রে গাঁথা। শীতের সঙ্গী লেপ কাঁথা। হাঁড়কাপানো শীতে লেপ মোক্ষম সঙ্গী। লেপ মুড়ি দিয়ে ঘুমাতে কে না চায়। তাই আগেভাগে লেপ বানাতে হবে। লেপের মূল কাঁচামাল হলো তুলা। শিমুল তুলার লেপের তুলনা নেই। আগের মতো শিমুল গাছ নেই। শিমুল তুলাও পাওয়া কঠিন। পাওয়া গেলেও উচ্চমূল্য। শীতের আগমনে মোহনগঞ্জে হাটবাজারে কারিগর/ ধুনকরদের ব্যস্ততা বাড়ছে। পৌরশহরের তুলাপট্টি ঘুরে দেখা যায় দোকানে দোকানে। চলছে লেপ তোষক তৈরির কাজ। তুলাকে মেশিনে ধুনিয়ে লেপ তৈরির উপযোগী করা হচ্ছে। কেও কেও আবার পুরাতন লেপ ভেঙে আগের তুলার সাথে নতুন তুলা মিশিয়ে লেপ তৈরি করাচ্ছেন। ব্যবসায়ীরা জানান, ধীরে ধীরে লেপ তোষক বানানোর কাজ চলছে। আগামী দিনগুলোতে লেপের চাহিদা বাড়বে বলে আশা রাখছি। গ্রামের বিভিন্ন হাটবাজারেও লেপ তোষকের দোকান রয়েছে। অনেক ধুনকর আছেন যারা বাড়ি বাড়ি গিয়ে লেপ তোষক তৈরির কাজ করে থাকেন।