ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মেঘনা নদীর মধ্যবর্তি পথে মায়ানমারে পাচারকালে ৬৪৫ ব্যাগ সিমেন্ট বোঝাই ফিশিং বোট জব্ধ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন টিম। এ ছাড়া ভোলা ও নোয়াখালীর সুবর্ণচর অঞ্চল থেকে ১২ জনকে আটক করা হয়। শুক্রবার, (১৪ নভেম্বর ২০২৫) সকাল পযর্ন্ত দুই দিনে নদী পথে নাশকতা রোধে অভিযান টহলে ছিল কোস্টগার্ডের বিশেষ টিম। কোস্টগার্ড সূত্র জানায় সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ৬৪৫ ব্যাগ সিমেন্ট মায়নমারে পাচারের সংবাদে ফিশিং ট্রলারসহ ও সিমেন্ট জব্ধ করে কোস্টগার্ড। ফিশিং বোর্টে ওই সব সিমেন্ট বহন করা হচ্ছিল। জেলে বেশে সিমেন্ট পাচারকরা ছিল অবৈধ। সিমেন্ট ও ফিশিং বোর্টের মূল্য প্রায় কোটি টাকা বলে সূত্র জানায় । কোস্টগার্ডের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোলার জেলা সদরের ঘুইংগারহাট এলাকা থেকে মটর সাইকেলযোগে মাদক পাচারকালে মটরসাইকেলসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত ১২ জন হচ্ছে, চরপাতা লামছিধলি গ্রামের মোঃ ইলিয়াস (৪৬), লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার পূর্ব চরলক্ষ্মী গ্রামের মোঃ লিটন (৪০), এই এলাকার মোঃ আব্দুল্লাহ (৩৯), চট্টগ্রামের সীতাকুন্ডের মোঃ সুমন (২৮), নোয়াখালি’র চরজব্বার থানার উড়ির চরের আলাউদ্দিন (৪৭), সুবর্ণচরের চর হাসেম গ্রামের মোঃ ইউছুফ (৪১), ওই গ্রামের আবুল কাশেম (৪৬), একই গ্রামের মোঃ আলমগীর, চর জাহাজমারা গ্রামের মোঃ মিরাজ (৪৩), চর বাউঙ্গা গ্রামের মোঃ হেলাল (৫০), চরবাটা গ্রামের মোঃ খলিল (৩৫), একই গ্রামের মোঃ ইব্রাহিম (৩৩)।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
মেঘনা নদীর মধ্যবর্তি পথে মায়ানমারে পাচারকালে ৬৪৫ ব্যাগ সিমেন্ট বোঝাই ফিশিং বোট জব্ধ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন টিম। এ ছাড়া ভোলা ও নোয়াখালীর সুবর্ণচর অঞ্চল থেকে ১২ জনকে আটক করা হয়। শুক্রবার, (১৪ নভেম্বর ২০২৫) সকাল পযর্ন্ত দুই দিনে নদী পথে নাশকতা রোধে অভিযান টহলে ছিল কোস্টগার্ডের বিশেষ টিম। কোস্টগার্ড সূত্র জানায় সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ৬৪৫ ব্যাগ সিমেন্ট মায়নমারে পাচারের সংবাদে ফিশিং ট্রলারসহ ও সিমেন্ট জব্ধ করে কোস্টগার্ড। ফিশিং বোর্টে ওই সব সিমেন্ট বহন করা হচ্ছিল। জেলে বেশে সিমেন্ট পাচারকরা ছিল অবৈধ। সিমেন্ট ও ফিশিং বোর্টের মূল্য প্রায় কোটি টাকা বলে সূত্র জানায় । কোস্টগার্ডের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোলার জেলা সদরের ঘুইংগারহাট এলাকা থেকে মটর সাইকেলযোগে মাদক পাচারকালে মটরসাইকেলসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত ১২ জন হচ্ছে, চরপাতা লামছিধলি গ্রামের মোঃ ইলিয়াস (৪৬), লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার পূর্ব চরলক্ষ্মী গ্রামের মোঃ লিটন (৪০), এই এলাকার মোঃ আব্দুল্লাহ (৩৯), চট্টগ্রামের সীতাকুন্ডের মোঃ সুমন (২৮), নোয়াখালি’র চরজব্বার থানার উড়ির চরের আলাউদ্দিন (৪৭), সুবর্ণচরের চর হাসেম গ্রামের মোঃ ইউছুফ (৪১), ওই গ্রামের আবুল কাশেম (৪৬), একই গ্রামের মোঃ আলমগীর, চর জাহাজমারা গ্রামের মোঃ মিরাজ (৪৩), চর বাউঙ্গা গ্রামের মোঃ হেলাল (৫০), চরবাটা গ্রামের মোঃ খলিল (৩৫), একই গ্রামের মোঃ ইব্রাহিম (৩৩)।