মানিকগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে যাওয়া স্কুল বাস। এই ঘটনায় দগ্ধ হয় বাসচালক -সংবাদ
শুক্রবার,(১৪ নভেম্বর ২০২৫) ও দেশের বিভিন্ন এলাকার বেশ কয়েকটি স্থানে যানবাহনে আগুন দেয়ার খবর পাওয়া গেছে। এর আগে গত সোমবার রাজধানীর একাধিক স্থানে বাসে আগুন দেয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে রাজধানীজুড়ে বাড়ানো হয় পুলিশের টহল ও নজরদারি। মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ‘সর্বাত্মক প্রস্তুতি’ রয়েছে তাদের। এছাড়াও রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বেড়িবাঁধে বাসে ‘আগুন দিয়ে পালানোর সময়’ নদীতে পড়ে একজনের মৃত্যু
মানিকগঞ্জে স্কুলবাসে আগুন, চালক দগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় আবার রেলপথে আগুন
জেনেভা ক্যাম্প থেকে ৩৫টি হাতবোমা উদ্ধার
ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
বাসে ‘আগুন দিয়ে পালানোর সময়’ নদীতে পড়ে একজনের মৃত্যু
রাজধানীর মিরপুর বেড়িবাঁধে সড়কের পাশে রাখা একটি বাসে ‘আগুন দিয়ে পালানোর সময়’ স্থানীয়দের ধাওয়ায় তুরাগ নদে পড়ে একজনের মৃত্যু হওয়ার কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আরেকজনকে ধরে ফেলে পুলিশে দিয়েছেন স্থানীয়রা বলে জানান শাহ আলী থানার এসআই আনোয়ার হোসেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বেড়িবাঁধের তামান্না পার্কের সামনে ‘পার্ক করে’ রাখা কিরণমালা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের সময় এ ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি শাহ আলী থানা পুলিশ। এ থানার এসআই আনোয়ার বলেন, বাসে আগুন লাগিয়ে পালানোর সময় জনগণের ধাওয়ায় একজন তুরাগ নদীতে পড়ে যান। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। একই সময় স্থানীয়দের হাতে রুদ্র মুহাম্মদ (২০) নামে আরেকজন আটক হয়। পরে পুলিশ তাকে হেফাজতে নিয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী মো. শাকিল বলেন, বাসটিতে আগুন লাগানোর সময় স্থানীয়রা দুজনকে ধাওয়া দেয়। এ সময় একজনকে হাতেনাতে ধরে ফেলে, আরেকজন তুরাগ নদে ঝাঁপ দেয়। পরে তাকে পানি থেকে নিথর অবস্থায় তোলা হয়। স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, বাঁধের ওপরে দাঁড় করিয়ে রাখা গাড়িটির জানালার কাঁচ ভেঙে ভেতরে আগুন দেয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে গাড়ির ভেতরের সম্পূর্ণ আসন পুড়ে যায়। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে পানিতে ডুবে নিহত মারা যাওয়া ব্যক্তির পরিচয় দেয়া হয়, তার নাম সাইয়াফ (১৮)। তিনি নেভাল একাডেমি কলেজের শিক্ষার্থী। আর গ্রেপ্তার সানি ইংরেজি মিডিয়াম স্কুল একাডেমিয়ার শিক্ষার্থী।
মানিকগঞ্জে স্কুলবাসে আগুন, চালক দগ্ধ
আমাদের মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জের শিবালয় উপজেলায় থেমে থাকা একটি বাসে আগুন দেয়া হয়েছে। এ সময় বাসের ভেতরে থাকা চালক দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকার দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবালয় থানার ওসি (তদন্ত) মানবেন্দ্র বালো। দগ্ধ বাসের চালক তাবেজ খান মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা এলাকার আবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা বলছেন, রাতে বাসটি স্ট্যান্ডে পার্কিং করে ভেতরেই ঘুমিয়ে ছিলেন চালক। রাত দেড়টার দিকে একদল দুষ্কৃতিকারী বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং ভেতরে থাকা চালক মারাত্মকভাবে দগ্ধ হন। খবর পেয়ে শিবালয় থানা পুলিশ গিয়ে চালককে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। ওসি মানবেন্দ্র বালো বলেন, ‘ফলসাটিয়া এলাকায় থেমে থাকা একটি স্কুল বাসে আগুন দেয়া হয়েছে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। পরে বাসের ভেতর থেকে গুরুতর দগ্ধ অবস্থায় চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায় তারা।’ ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
### আশুলিয়ায় পিকআপ ভ্যানে আগুন
আমাদের সাভার প্রতিনিধি জানান, আশুলিয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন দেয়া হয়েছে। শুক্রবার ভোর ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার মেডলার গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে বলে জিরাবো মডার্ণ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম জানিয়েছেন। তবে এ ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা আবু সায়েম বলেন, ‘দুইজন ব্যক্তি মোটরসাইকেলে করে এসে পিকআপ ভ্যানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। ‘পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে তার আগেই স্থানীয়রা মূল আগুন নিভিয়ে ফেলে।’ এর আগে গত বুধবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়া হয়। ওই সময় বাস থেকে নামতে গিয়ে আহত হন চালক।
### বরগুনায় বাসে আগুন, আটক ৫
আমাদের বরগুনা প্রতিনিধি জানান, বরগুনার আমতলী উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তা নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার বাঁধঘাট চৌরাস্তা এলাকায় ‘স্বর্ণা পরিবহন’ নামের বাসে আগুন দেয়া হয় বলে আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান। বাসের ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটির প্রায় ৭০-৮০ ভাগ পুড়ে গেছে বলে আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. আবু হানিফ জানিয়েছেন।
### ব্রাহ্মণবাড়িয়ায় আবার রেলপথে আগুন
আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ায় আবার রেলপথে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ভাতশালা এলাকায় আখাউড়া-চিনাইর সড়কের পাশের রেলপথে এ ঘটনা ঘটে। তবে ট্রেন চলাচল খুব একটা বিঘিœত হয়নি। এর আগে বুধবার রাতেও ভাতশালা এলাকার কাছাকাছি দুবলা এলাকায় রেলপথে আগুন দেয়ার ঘটনা ঘটে।
### জেনেভা ক্যাম্প থেকে ৩৫টি হাতবোমা উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে ৩৫টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ এক বার্তায় জানিয়েছে। জেনেভা ক্যাম্পে চালানো অভিযানে থাকা এক কর্মকর্তা বলেন, আগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দেয়া তথ্যে ক্যাম্পে ককটেল তৈরির ওই ‘কারখানাটির’ খোঁজ মেলে। যারা তথ্য দিয়েছে, তারাও ককটেল তৈরির কারিগর।
### ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
মানিকগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে যাওয়া স্কুল বাস। এই ঘটনায় দগ্ধ হয় বাসচালক -সংবাদ
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
শুক্রবার,(১৪ নভেম্বর ২০২৫) ও দেশের বিভিন্ন এলাকার বেশ কয়েকটি স্থানে যানবাহনে আগুন দেয়ার খবর পাওয়া গেছে। এর আগে গত সোমবার রাজধানীর একাধিক স্থানে বাসে আগুন দেয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে রাজধানীজুড়ে বাড়ানো হয় পুলিশের টহল ও নজরদারি। মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ‘সর্বাত্মক প্রস্তুতি’ রয়েছে তাদের। এছাড়াও রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বেড়িবাঁধে বাসে ‘আগুন দিয়ে পালানোর সময়’ নদীতে পড়ে একজনের মৃত্যু
মানিকগঞ্জে স্কুলবাসে আগুন, চালক দগ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় আবার রেলপথে আগুন
জেনেভা ক্যাম্প থেকে ৩৫টি হাতবোমা উদ্ধার
ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
বাসে ‘আগুন দিয়ে পালানোর সময়’ নদীতে পড়ে একজনের মৃত্যু
রাজধানীর মিরপুর বেড়িবাঁধে সড়কের পাশে রাখা একটি বাসে ‘আগুন দিয়ে পালানোর সময়’ স্থানীয়দের ধাওয়ায় তুরাগ নদে পড়ে একজনের মৃত্যু হওয়ার কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আরেকজনকে ধরে ফেলে পুলিশে দিয়েছেন স্থানীয়রা বলে জানান শাহ আলী থানার এসআই আনোয়ার হোসেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বেড়িবাঁধের তামান্না পার্কের সামনে ‘পার্ক করে’ রাখা কিরণমালা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের সময় এ ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি শাহ আলী থানা পুলিশ। এ থানার এসআই আনোয়ার বলেন, বাসে আগুন লাগিয়ে পালানোর সময় জনগণের ধাওয়ায় একজন তুরাগ নদীতে পড়ে যান। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। একই সময় স্থানীয়দের হাতে রুদ্র মুহাম্মদ (২০) নামে আরেকজন আটক হয়। পরে পুলিশ তাকে হেফাজতে নিয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী মো. শাকিল বলেন, বাসটিতে আগুন লাগানোর সময় স্থানীয়রা দুজনকে ধাওয়া দেয়। এ সময় একজনকে হাতেনাতে ধরে ফেলে, আরেকজন তুরাগ নদে ঝাঁপ দেয়। পরে তাকে পানি থেকে নিথর অবস্থায় তোলা হয়। স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, বাঁধের ওপরে দাঁড় করিয়ে রাখা গাড়িটির জানালার কাঁচ ভেঙে ভেতরে আগুন দেয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে গাড়ির ভেতরের সম্পূর্ণ আসন পুড়ে যায়। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে পানিতে ডুবে নিহত মারা যাওয়া ব্যক্তির পরিচয় দেয়া হয়, তার নাম সাইয়াফ (১৮)। তিনি নেভাল একাডেমি কলেজের শিক্ষার্থী। আর গ্রেপ্তার সানি ইংরেজি মিডিয়াম স্কুল একাডেমিয়ার শিক্ষার্থী।
মানিকগঞ্জে স্কুলবাসে আগুন, চালক দগ্ধ
আমাদের মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জের শিবালয় উপজেলায় থেমে থাকা একটি বাসে আগুন দেয়া হয়েছে। এ সময় বাসের ভেতরে থাকা চালক দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকার দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবালয় থানার ওসি (তদন্ত) মানবেন্দ্র বালো। দগ্ধ বাসের চালক তাবেজ খান মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা এলাকার আবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা বলছেন, রাতে বাসটি স্ট্যান্ডে পার্কিং করে ভেতরেই ঘুমিয়ে ছিলেন চালক। রাত দেড়টার দিকে একদল দুষ্কৃতিকারী বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং ভেতরে থাকা চালক মারাত্মকভাবে দগ্ধ হন। খবর পেয়ে শিবালয় থানা পুলিশ গিয়ে চালককে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। ওসি মানবেন্দ্র বালো বলেন, ‘ফলসাটিয়া এলাকায় থেমে থাকা একটি স্কুল বাসে আগুন দেয়া হয়েছে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। পরে বাসের ভেতর থেকে গুরুতর দগ্ধ অবস্থায় চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায় তারা।’ ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
### আশুলিয়ায় পিকআপ ভ্যানে আগুন
আমাদের সাভার প্রতিনিধি জানান, আশুলিয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন দেয়া হয়েছে। শুক্রবার ভোর ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার মেডলার গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে বলে জিরাবো মডার্ণ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম জানিয়েছেন। তবে এ ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা আবু সায়েম বলেন, ‘দুইজন ব্যক্তি মোটরসাইকেলে করে এসে পিকআপ ভ্যানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। ‘পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে তার আগেই স্থানীয়রা মূল আগুন নিভিয়ে ফেলে।’ এর আগে গত বুধবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়া হয়। ওই সময় বাস থেকে নামতে গিয়ে আহত হন চালক।
### বরগুনায় বাসে আগুন, আটক ৫
আমাদের বরগুনা প্রতিনিধি জানান, বরগুনার আমতলী উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তা নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার বাঁধঘাট চৌরাস্তা এলাকায় ‘স্বর্ণা পরিবহন’ নামের বাসে আগুন দেয়া হয় বলে আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান। বাসের ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটির প্রায় ৭০-৮০ ভাগ পুড়ে গেছে বলে আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. আবু হানিফ জানিয়েছেন।
### ব্রাহ্মণবাড়িয়ায় আবার রেলপথে আগুন
আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ায় আবার রেলপথে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ভাতশালা এলাকায় আখাউড়া-চিনাইর সড়কের পাশের রেলপথে এ ঘটনা ঘটে। তবে ট্রেন চলাচল খুব একটা বিঘিœত হয়নি। এর আগে বুধবার রাতেও ভাতশালা এলাকার কাছাকাছি দুবলা এলাকায় রেলপথে আগুন দেয়ার ঘটনা ঘটে।
### জেনেভা ক্যাম্প থেকে ৩৫টি হাতবোমা উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে ৩৫টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ এক বার্তায় জানিয়েছে। জেনেভা ক্যাম্পে চালানো অভিযানে থাকা এক কর্মকর্তা বলেন, আগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দেয়া তথ্যে ক্যাম্পে ককটেল তৈরির ওই ‘কারখানাটির’ খোঁজ মেলে। যারা তথ্য দিয়েছে, তারাও ককটেল তৈরির কারিগর।
### ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।