ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
নীলফামারীর ডিমলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অগ্নিকান্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত গরীব ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। গত রোববার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান। এ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশরাফুল ইসলাম, উপজেলা খাদ্য ও নিয়ন্ত্রক মো. মামুনার রশিদ ও ডিমলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ময়েন কবীর এবং মানবকণ্ঠ পত্রিকার ডিমলা প্রতিনিধি মো. জামান মৃধাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা। এ সময় অগ্নিকা- ও ঝড়ে ক্ষতিগ্রস্ত মোট ৮১টি পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ১ বান্ডিল করে ঢেউটিন এবং ৩ হাজার টাকার নগদ অর্থের চেক প্রদান করা হয়। এর আর্থিক সার্বিক সহযোগিতা করেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের একটি নিয়মিত কার্যক্রম। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে সে লক্ষ্যেই এ সহায়তা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতেও দুর্যোগপ্রবণ মানুষের জন্য সরকারের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের ঘুরে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
নীলফামারীর ডিমলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অগ্নিকান্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত গরীব ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। গত রোববার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান। এ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশরাফুল ইসলাম, উপজেলা খাদ্য ও নিয়ন্ত্রক মো. মামুনার রশিদ ও ডিমলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ময়েন কবীর এবং মানবকণ্ঠ পত্রিকার ডিমলা প্রতিনিধি মো. জামান মৃধাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা। এ সময় অগ্নিকা- ও ঝড়ে ক্ষতিগ্রস্ত মোট ৮১টি পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ১ বান্ডিল করে ঢেউটিন এবং ৩ হাজার টাকার নগদ অর্থের চেক প্রদান করা হয়। এর আর্থিক সার্বিক সহযোগিতা করেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের একটি নিয়মিত কার্যক্রম। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে সে লক্ষ্যেই এ সহায়তা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতেও দুর্যোগপ্রবণ মানুষের জন্য সরকারের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের ঘুরে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।