দুর্গাপর (নেত্রকোণা) : স্ট্যান্ড না থাকায় যত্রতত্র পার্কিং -সংবাদ
নেত্রকোনার দুর্গাপুর পৌরসভায় কোন ট্রাক স্ট্যান্ড না থাকায় আবাসিক এলাকায় পার্কিং ও যত্রতত্র সিএনজি-অটোরিক্সা স্ট্যান্ড ভোগান্তিতে পথচারীরা।
পৌরসভার প্রেসক্লাব মোড়-দেশওয়ালী পাড়ায় ব্যাস্ততম রাস্তায় ও কালিবাড়ি চৌরাস্তা মোড় হতে সোমেশ্বরী নদীপাড় পর্যন্ত ব্যস্ততম তেরীবাজার রাস্তায় দীর্ঘদিন যাবৎ অঘোষিত ট্রাক স্ট্যান্ড হিসাবে ব্যবহার করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ দেশের বিভিন্ন স্থান থেকে মহাজনরা মাল বোঝাই করে ট্রান্সপোর্টের ট্রাকগুলি দিনের বেলায় রাস্তার উপর সকাল হতে দুপুর পর্যান্ত মালামাল লোড-আনলোড করায় স্কুলগামী শিক্ষার্থী সহ পথযাত্রীদের চলাচলে ভোগান্তি চরমে ওঠেছে। এমন কি ঘন্টার পর ঘন্টা রাস্তার উপর মালামাল সহ ট্রাকের জটলা থাকায় পথযাত্রী সহ অটোরিক্সা, সিএনজি চলাচলে যানজট সৃষ্টি হওয়ায় যে কোন মুহুর্তে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাছাড়া মধ্য বাজার, মাছ মহল, কাঁচা বাজার ও ফলের দোকানের সামনে ট্রাকের মালামাল ওঠানামা করছে।
স্থানয় ব্যবসায়ী আব্দুর রহমান, আব্দুল বারী, দুনিয়া মামুন, জীবন চক্রবর্তী, সারোয়ার হোসেন, ফারুক মড়ল সহ অনেকেই পৌর কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করলেন। আরো অনেকে জানান, দোকানের সামনে রাস্তার উপর মালামাল ওঠানামা করায় আমাদের দোকানে পণ্য কিনতে ব্যঘাত সৃষ্টি হচ্ছে। তেরী বাজার বড় মসজিদ ও আবাসিক মাদ্রাসার ৩শ এর উপরে শিক্ষার্থী রয়েছে। এরই সংলগ্ন এপেক্স কোচিং স্কুল এর প্রায় শতাধীক শিক্ষার্থীগণ ট্রাকের দাপটে দারুন উৎকন্ঠার মধ্যে থাকতে হয়। এখারে রয়েছে ৬টি ট্রান্সপোর্ট ব্যবসা প্রতিষ্ঠান।
গত ১৮ নভেম্বর সকালে ঢাকা থেকে আসা মালভর্তি দোয়েল ট্রান্সপোর্ট এর অফিসের সামনে মিঠুন সরদারের ব্যবসা প্রতিষ্ঠানে ট্রাকের ধাক্কা লেগে মারাত্মক ক্ষতি করে দেয়। দিনে ব্যস্ততম রাস্তার উপর এভাবে ট্রাকে মালামাল লোড-আললোড নিধেষ থাকলেও প্রচলিত আইন মানা হচ্ছে না। এগুলো দেখার যেন কেউ নেই।
এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আফরোজা আফসানা সংবাদকে বলেন, আমি সবেমাত্র এখানে যোগদান করেছি। স্থানীয় নেতৃবৃন্দ ও সুধীজনদেরকে নিয়ে অচিরেই এসব সমস্যার সমাধান করব।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
দুর্গাপর (নেত্রকোণা) : স্ট্যান্ড না থাকায় যত্রতত্র পার্কিং -সংবাদ
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
নেত্রকোনার দুর্গাপুর পৌরসভায় কোন ট্রাক স্ট্যান্ড না থাকায় আবাসিক এলাকায় পার্কিং ও যত্রতত্র সিএনজি-অটোরিক্সা স্ট্যান্ড ভোগান্তিতে পথচারীরা।
পৌরসভার প্রেসক্লাব মোড়-দেশওয়ালী পাড়ায় ব্যাস্ততম রাস্তায় ও কালিবাড়ি চৌরাস্তা মোড় হতে সোমেশ্বরী নদীপাড় পর্যন্ত ব্যস্ততম তেরীবাজার রাস্তায় দীর্ঘদিন যাবৎ অঘোষিত ট্রাক স্ট্যান্ড হিসাবে ব্যবহার করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ দেশের বিভিন্ন স্থান থেকে মহাজনরা মাল বোঝাই করে ট্রান্সপোর্টের ট্রাকগুলি দিনের বেলায় রাস্তার উপর সকাল হতে দুপুর পর্যান্ত মালামাল লোড-আনলোড করায় স্কুলগামী শিক্ষার্থী সহ পথযাত্রীদের চলাচলে ভোগান্তি চরমে ওঠেছে। এমন কি ঘন্টার পর ঘন্টা রাস্তার উপর মালামাল সহ ট্রাকের জটলা থাকায় পথযাত্রী সহ অটোরিক্সা, সিএনজি চলাচলে যানজট সৃষ্টি হওয়ায় যে কোন মুহুর্তে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাছাড়া মধ্য বাজার, মাছ মহল, কাঁচা বাজার ও ফলের দোকানের সামনে ট্রাকের মালামাল ওঠানামা করছে।
স্থানয় ব্যবসায়ী আব্দুর রহমান, আব্দুল বারী, দুনিয়া মামুন, জীবন চক্রবর্তী, সারোয়ার হোসেন, ফারুক মড়ল সহ অনেকেই পৌর কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করলেন। আরো অনেকে জানান, দোকানের সামনে রাস্তার উপর মালামাল ওঠানামা করায় আমাদের দোকানে পণ্য কিনতে ব্যঘাত সৃষ্টি হচ্ছে। তেরী বাজার বড় মসজিদ ও আবাসিক মাদ্রাসার ৩শ এর উপরে শিক্ষার্থী রয়েছে। এরই সংলগ্ন এপেক্স কোচিং স্কুল এর প্রায় শতাধীক শিক্ষার্থীগণ ট্রাকের দাপটে দারুন উৎকন্ঠার মধ্যে থাকতে হয়। এখারে রয়েছে ৬টি ট্রান্সপোর্ট ব্যবসা প্রতিষ্ঠান।
গত ১৮ নভেম্বর সকালে ঢাকা থেকে আসা মালভর্তি দোয়েল ট্রান্সপোর্ট এর অফিসের সামনে মিঠুন সরদারের ব্যবসা প্রতিষ্ঠানে ট্রাকের ধাক্কা লেগে মারাত্মক ক্ষতি করে দেয়। দিনে ব্যস্ততম রাস্তার উপর এভাবে ট্রাকে মালামাল লোড-আললোড নিধেষ থাকলেও প্রচলিত আইন মানা হচ্ছে না। এগুলো দেখার যেন কেউ নেই।
এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আফরোজা আফসানা সংবাদকে বলেন, আমি সবেমাত্র এখানে যোগদান করেছি। স্থানীয় নেতৃবৃন্দ ও সুধীজনদেরকে নিয়ে অচিরেই এসব সমস্যার সমাধান করব।