ডেঙ্গুতে আরও ৪৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৯৭ হাজার ৩১৩ জন। তার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩৯৪ জন। এরমধ্যে রাজধানীতে মৃত্যু ২৪৮ জন (ঢাকা দক্ষিণ সিটিতে ১৮১ জন ও ঢাকা উত্তর সিটিতে ৬৭ জন)।
২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে বরিশাল বিভাগে ৫০ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, ঢাকা বিভাগেগ ৭৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১১০ জন, ঢাকা দক্ষিণে ৬৬ জন, খুলনা বিভাগে ৩৬ জন, ময়মনসিংহ বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, রংপুর বিভাগে ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
প্রাপ্ত তথ্য মতে, হাসপাতালে ভর্তিকৃতদের ৫ বছরের ২৪ জন, ৬-১০ বছরের ১৭ জন, ১১-১৫ বছর বয়সের ৩৫ জন, ১৬-২০ বছর বয়সের ৪১ জন, ২১-২৫ বছর বয়সের ৭৮ জন, ২৬-৩০ বছর বয়সের ৭১ জন, ৩১-৩৫ বছর বয়সের ৪৮ জন, ৩৬-৪০ বছর বয়সের ৪৯ জন, ৭৬-৮০ বছর বয়সের ৩ জনসহ মোট ৪৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে এখনও হাসপাতালে আছে ১৭শ’ ১৫ জন।
কীটতত্ত্ব বিশেষজ্ঞদের মতে, এখনও এডিস মশার ঘনত্ব প্রচুর পরিমাণ আছে। বর্তমান, তাপমাত্রা ও আর্দ্রতা এডিস মশার প্রজনন ও বংশ বিস্তারে জন্য উপযোগী। এ মুহূর্তে এডিস মশা কিছুটা কমেছে। এরপরও চলতি ডিসেম্বর মাস থেকে শুরু করে আগামী জানুয়ারি মাস পর্যন্ত এডিস মশার উপদ্রব থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।