রোববার,(০৭ ডিসেম্বর ২০২৫) বাংলাদেশ স্কাউটসের শামস হলে ১৯৭ জন কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউটকে শাপলা কাব, প্রেসিডেন্ট’স স্কাউট ও প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। অনুষ্ঠানে অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শাপলা কাব পেয়েছেন ১২২ জন কাব স্কাউট, প্রেসিডেন্ট’স স্কাউট ৭০ জন স্কাউট ও প্রেসিডেন্ট’স রোভার স্কাউট ৫ জন রোভার স্কাউট। পুরস্কারপ্রাপ্তরা ২০২০-২০২৪ সালের বিভিন্ন সময়ে মনোনীত হন। ২০২০-২০২৪ সালের মধ্যে মোট ৮,২৩৮ জন কাব স্কাউট শাপলা কাব অর্জন করেছে। পুরস্কারগুলো স্কাউটিংয়ে ব্যক্তিগত সাফল্য এবং দায়বদ্ধতার প্রতীক।