ঝিনাইদহের কৃষিনির্ভর মহেশপুর উপজেলায় সেচের মোটর ও বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরির ঘটনায় কৃষকের ধানচাষ মারাত্মক হুমকির মুখে পড়েছে। জলিলপুর বোয়ালিয়া সড়কঘেঁষা মাঠে একরাতে ১১টি সেচ মোটর চুরি যাওয়ার পর আতঙ্ক আরও বেড়েছে। জলিলপুর, গোপালপুর, পাতিবিলা, বোয়ালিয়া থেকে শুরু করে রামচন্দ্রপুর পর্যন্ত প্রায় একই কায়দায় চুরি অব্যাহত রয়েছে। স্থানীয়দের দাবি গত নভেম্বরেই রামচন্দ্রপুর এলাকা থেকে একরাতে ৭টি বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করে নিয়ে যায় চোরচক্র। এ বিষয়ে মহেশপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা অভিজিৎ সাহা জানান, সেচ মোটর চুরির কোন লিখিত অভিযোগ না মিললেও ট্রান্সমিটার চুরির বিষয়ে কয়েকটি অভিযোগ রয়েছে। অপরদিকে মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান জানান, “অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।জলিলপুর গ্রামের কৃষক মোহাম্মদ আইয়ুব আলী, শেনু মিয়া, ফকির আহমেদ, ভুট্টু মিয়া ও রশিদুল বলেন,ধান চাষই আমাদের ভরসা; মোটর না থাকলে মাঠে পানি দিবো কীভাবে? একটার পর একটা মোটর চুরি হচ্ছে ভাবতেই ভয় লাগে। স্থানীয়দের দাবি, নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন গ্রাম থেকে অন্তত ৫০টি সেচ মোটর চুরি হয়েছে। রাত বাড়লেই চোরের উৎপাত বেড়ে যাওয়ায় কৃষকদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে,অনেকেই এখন নিজ জমিতে সেচ দিতে রাত জেগে পাহারা দিচ্ছেন। ধারাবাহিক এসব চুরির ঘটনায় উৎপাদন ব্যাহত হওয়ায় দ্রুত চোরচক্রের বিরুদ্ধে অভিযান চালানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
অপরাধ ও দুর্নীতি: মাগুরায় প্রতিবন্ধী ছেলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেপ্তার