যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে নেত্রকোণা হানাদার মুক্ত দিবস। দিনটি উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ নানা কর্মসূচি হাতে নেয়। কর্মসূচির মধ্যে ছিলো র্যালী ও আলোচনা সভা।
মঙ্গলবার, (০৯ ডিসেম্বর ২০২৫) সকালে নেত্রকোণা জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত প্রজন্ম চত্বরে শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সাংকৃতিক সংগঠন সহ বিভিন্ন প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করেন।
১৯৭১ সালের এই দিনে নেত্রকোণা কৃষি ফার্মে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে বিজয় লাভ করেন মুক্তিযোদ্ধারা। এসময় পাক সেনাদের গুলিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, আব্দুর রশীদ ও আবু খা নিহত হয়।
অপরাধ ও দুর্নীতি: মাগুরায় প্রতিবন্ধী ছেলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেপ্তার