নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে ৯ জন ড্রাইভার ও তাদের সহকারীকে আটক করেছেন কোম্পানীগঞ্জ উপজেলার ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম। গতকাল সোমবার দুপুরে চরএলাহী ঘাটে যাওয়ার পথে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন তিনি। এ সময় বালু বহনকারী ৭টি ট্রাক জব্দ করা হয়। অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। এ ধরনের কার্যক্রম স্থানীয় পরিবেশ ও নদীভাঙন পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে বলেও তিনি মন্তব্য করেন। উপজেলা প্রশাসন জানায়, আটক ড্রাইভার ও সহকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অপরাধ ও দুর্নীতি: মাগুরায় প্রতিবন্ধী ছেলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেপ্তার