দেশের বৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখানার চুল্লিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে দুইজন শ্রমিক গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ইবরার নামের শ্রমিকের অবস্থা আশংকাজনক বলে একাধিক শ্রমিক অভিযোগ করেছেন। অপর আহত শ্রমিকের নাম নুরুন্নবী। ঘটনাটি ৮ ডিসেম্বর সোমবার বিকাল আনুমানিক ৫টার দিকে ফাউন্ড্রী সপে ঘটে বলে শ্রমিক কর্মচারীরা জানান। তবে শ্রমিকদের মাঝে এ দুর্ঘটনার বিষয়টি যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য আহত শ্রমিকদের বেশ তড়িঘড়ি করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু মঙ্গলবার, (০৯ ডিসেম্বর ২০২৫) সকালে ওই ঘটনা শ্রমিকদের মাঝে চাউর হয়ে যায়। ফলে উত্তপ্ত হয়ে ওঠে কারখানার কর্মপরিবেশ।
ফাউন্ডি শপের ইনচার্জ সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী নুরুজ্জামান মুঠোফোনে ঘটনার সত্যতা জানিয়ে বলেন, আহত শ্রমিক দুজন বর্তমানে সুস্থ আছেন। অভিযোগ রয়েছে, নিম্নমানের ফায়ার ব্রিকস ও আয়রন ব্যবহার করায় এ ধরনের ঘটনা কারখানার অভ্যন্তরে প্রায় সময় ঘটছে। গত সোমবারের ঘটনাটি ছিলো বড় ধরনের। সেজন্য তা প্রকাশ পেয়েছে। বর্তমানে দায়িত্বরত সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদের অদক্ষতাকেই দুষছেন কর্মরত রেলওয়ের শ্রমিকরা কর্মচারীরা।
তারা আরো অভিযোগ করে বলেন, এমন অদক্ষ কর্মকর্তা রেলওয়ে কারখানার দায়িত্বে থাকায় কারখানার অচলাবস্থার সৃষ্টি হতে বেশি সময় লাগবে না। বর্তমানে কারখানাটি নানা সংকটে পড়ে ধুকতে শুরু করেছে। ফলে কর্মপরিবেশ সুষ্ঠু ও সচল রাখতে দ্রুত দক্ষ বিভাগীয় তত্ত্বাবধায়ক সৈয়দপুর রেলওয়ে কারখানায় নিয়োগ দেয়ার দাবি করেন তারা।
বিভাগীয় তাত্ত্বাবধায়কের বিরুদ্ধে আনিত অভিযোগ বিষয়ে মন্তব্য জানতে তার মুঠোফোনে একাধিক বার ফোন দেয়া হলেও রিসিভ করেননি তিনি। পরে তার হোয়াটসঅ্যাপে টেক্সট ম্যাসেজ পাঠানো হলেও মিলেনি তার কোন উত্তর।
অপরাধ ও দুর্নীতি: মাগুরায় প্রতিবন্ধী ছেলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেপ্তার