রংপুরে বেগম রোকেয়া দিবস যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার,( ০৯ ডিসেম্বর ২০২৫) সকালে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে বেগম রোকেয়ার জন্মস্থান ও বাস্তভিটায় পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। জেলা প্রশাসক এনামুল আহসানের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করে। পায়রাবন্দ রোকেয়া স্মৃতি মহাবিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় রোকেয়ার জীবন, নারী শিক্ষায় তার অগ্রগামী ভূমিকা এবং বর্তমান প্রেক্ষাপটে তার আদর্শের প্রাসঙ্গিকতা তুলে ধরা হয়। রোকেয়া স্মৃতি কেন্দ্রেও আলোচনাসভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অন্যদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে রোকেয়া দিবস-২০২৫ উদযাপন করা হয়। সকালে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর প্রধান অতিথি ইউজিসি সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব বেলুন ও ফেস্টুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রায় বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আজম এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হোসেন উদ্দিন শেখরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি প্রফেসর ড. মাছুমা হাবিব বলেন, নারী শিক্ষার বিস্তারে রোকেয়ার অবদান চিরস্মরণীয় এবং তার পথ অনুসরণ করেই আজ দেশের উচ্চশিক্ষায় নারীর উপস্থিতি বেড়েছে। প্রধান আলোচক প্রফেসর ড. মোহাম্মদ আজম বলেন, রোকেয়া ছিলেন বাস্তবতাভিত্তিক মননের লেখক এবং নারীকে স্বাধীন ও আত্মনির্ভর মানুষ হিসেবে প্রতিষ্ঠায় তার সংগ্রাম ছিল অনন্য। বিশেষ অতিথি প্রফেসর ড. হোসেন উদ্দিন শেখর রোকেয়ার অরাজনৈতিক কিন্তু প্রভাবশালী সামাজিক নেতৃত্বের দিকটি তুলে ধরেন। সভাপতির বক্তব্যে বেরোবি উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, রোকেয়ার স্বপ্ন- নারীর সমতা, মর্যাদা ও শিক্ষার প্রসার বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়ার মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্ত হয়।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা