alt

সারাদেশ

ঢাবিতে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা: বিভিন্ন ছাত্র সংগঠনের নিন্দা

প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয় : বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) ক্যাম্পাসে গতকাল ছাত্রলীগ কর্তৃক ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাসদ ছাত্রলীগ, ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্র ফেডারেশনসহ বেশ কয়েকটি ছাত্র সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

এক যৌথ বিবৃতিতে ছাত্র অধিকার পরিষদ, ঢাবি শাখার সভাপতি আখতার হোসেন ও সাধারণ সম্পাদক আকরাম হোসেন হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কাজ শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি মতপ্রকাশের ও স্বাধীন চিন্তার পরিসর তৈরি করা‍। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তা করতে ব্যর্থ হয়েছে‍। আজকে ভিসি স্যারকে ফুল দিতে যাওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা‍।’

নেতৃদ্বয় আরো জানান, ‘২৮ বছরের অচলায়তন ভেঙ্গে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের ফলে ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর মাঝে সহাবস্থান গড়ে ওঠার পরিবেশ তৈরি হয়েছিল‍। কিন্তু নিয়মিত ডাকসু নির্বাচন না হওয়ায় সেই পরিবেশ বিনষ্ট হয়ে গেছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানাই - অনতিবিলম্বে ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিত করে ডাকসু নির্বাচন দিন‍। ছাত্রদলের উপর হামলায় জড়িত দোষীদের বিরুদ্ধে প্রাশাসনিক ব্যবস্থা গ্রহণ করুন‍। ক্যাম্পাসে স্থিতিশীলতা ফিরিয়ে আনুন‍।’

গতকাল (মঙ্গলবার) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি শিমুল কুম্ভকার ও সাধারণ সম্পাদক আদনান আজিজ চৌধুরী সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই ধরনের ঘটনা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে চলমান ছাত্রলীগের দখলদারি ও সন্ত্রাসবাদী রাজনীতির আরও একটি দৃষ্টান্ত। অপরিসীম ক্ষমতার নিকৃষ্ট অপব্যবহার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের দালালি ও চাটুকারিতা ক্যাম্পাসের এই পরিস্থিতির জন্য দায়ি।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের দাবি জানিয়ে আসছে। রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করা সন্ত্রাসমুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণের অন্যতম পূর্বশর্ত। এ অবস্থায় ছাত্র ইউনিয়ন এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং পরিবেশ পরিষদের বৈঠক আহ্বানের মাধ্যমে বিষয়টির সুরাহা করার দাবি জানাচ্ছে।’

আজ (বুধবার) বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার ও সাধারণ সম্পাদক সৌরভ রায় এক যুক্ত বিবৃতিতে, ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ক্যাম্পাস গুলোতে ছাত্রলীগের দৌরাত্ম্য লাগামছাড়া। চলতি বছরের মে মাসে এর চেয়েও ভয়াবহভাবে পুলিশ ছাত্রলীগ মিলে ছাত্রদলের উপর বর্বরোচিত হামলা চালিয়েছিল। পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করে ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্র ফেডারেশনসহ গণতান্ত্রিক বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃত্বে ছাত্র জনতার বিভিন্ন যৌক্তিক আন্দোলনে ছাত্রলীগ বারবার হামলা চালিয়ে আসছে। হলে কোন শিক্ষার্থী ভিন্ন রাজনীতি করলে কিংবা ভিন্নমত প্রকাশ করলে মারধরের শিকার হতে হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মদদে ছাত্রলীগ কর্তৃক সাধারণ ছাত্রদের মেরে আহত করে হল থেকে বের করে দেওয়ার ঘটনা অহরহ ঘটছে।’

নেতৃবৃন্দ আরো বলেন, ‘সম্প্রতি ইডেন কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে কলেজ ক্যাম্পাসে নৈরাজ্য তৈরির মধ্যে দিয়ে ছাত্রলীগের সিট বাণিজ্য, চাঁদাবাজি, ছাত্রীদের আটকে রেখে নির্যাতনসহ নানা বিষয় প্রকাশিত হয়েছে। শেখ হাসিনার সরকার ছাত্রলীগ এবং দালাল প্রশাসন দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে রেখে ফ্যাসিবাদী ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়। ছাত্র সমাজের কাছে আহবান আওয়ামি ফ্যাসিবাদী শাসন উচ্ছেদের লড়াই বেগবান করতে ছাত্রলীগের সন্ত্রাস এবং প্রশাসনিক নির্যাতনমুক্ত গণতান্ত্রিক শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার লড়াইয়ে যুক্ত হউন।’

বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক ও সদস্য সচিব উমামা ফাতেমা এক যৌথ বিবৃতিতে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ন কেন্দ্র। ছাত্র আন্দোলনের এই গুরুত্বপূর্ন কেন্দ্রে আজ যখন ঢাবি ছাত্রদলের নতুন নেতৃত্ব মাননীয় উপাচার্যের সাথে দেখা করতে আসলেন তখন তাদের উপর হামলা করলো ছাত্রলীগ। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে হামলাকারী ছাত্রলীগের নেতা-কর্মীদের বিচার দাবি করি।’

নেতৃবৃন্দ আরো বলেন, ‘বর্তমানে ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করেছে ছাত্রলীগ। হলে গেস্টরুমে শিক্ষার্থীদের নির্যাতন, জোর-জবরদস্তি করে শিক্ষার্থীদের মিছিলে আসতে বাধ্য করছে তারা। এমনকি বিরোধীদলীয় নেতা-কর্মীদের উপর হামলা-মামলা নির্যাতন করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নির্যাতনের বিরুদ্ধে কার্যকর অবস্থান না নিয়ে বরং এই নির্যাতন হামলাকে জায়েজ করার চেষ্টা করছে। আমরা মনে করি, এই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে ভয়মুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে ছাত্র সমাজের বৃহত্তর ঐক্য গড়ে তোলা দরকার। আমরা ছাত্র সমাজকে সেই বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানাই।’

ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে এ ঘটনার নিন্দা এবং হল ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ও সহাবস্থান নিশ্চিতের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাবি শাখা।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাজীব কান্তি রায় ও সাধারণ সম্পাদক সুহাইল আহমেদ শুভ আজ এক যৌথ বিবৃতিতে বলেন, গতকাল বেলা ৪.৩০ টায় ছাত্রদলের নবগঠিত কমিটি ভিসির সাথে পূর্বঘোষিত সাক্ষাৎ কর্মসূচিতে যাওয়ার পথে ক্যাম্পাস এলাকায় ছাত্রলীগ ক্রিকেট স্ট্যাম্প ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর গণতান্ত্রিক অধিকার রয়েছে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মসূচী করার। এই হামলার ঘটনা ক্যাম্পাসের গণতান্ত্রিক চরিত্র ও মূল্যবোধের পরিপন্থি। প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকা ভিন্ন মত, দলের উপর দমনে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের অব্যাহত আক্রমণের ঘটনা বাড়িয়েই তুলছে।

নেতৃবৃন্দ আরও বলেন, বিভিন্ন সময়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সহ অন্যান্য প্রগতিশীল ছাত্রসংগঠনসমূহের নেতাকর্মীরাও ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন। হলগুলিতে দখলদারিত্ব বজায় রেখে গেস্টরুম-গণরুমে শিক্ষার্থী নির্যাতন, ভিন্নমত দমন, চাঁদাবাজি, হামলা, গেস্টরুম, নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

ছবি

‘আনন্দে’ শুরুর পর সড়কের ঈদযাত্রা কেন ‘বিষাদে’

ছবি

ঘটনা চাপা দিতে ১৫০ বস্তা সিমেন্ট সরিয়ে ফেলার অভিযোগ

মীরসরাইয়ে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, ঘরের চাল ছিদ্র হয়ে গেছে

ছবি

মাধবপুরে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

ছবি

টঙ্গীতে আগুনে পুড়ল ১২টি খাদ্য গুদাম

ছবি

জলকেলি উৎসবে মুখরিত কক্সবাজরের রাখাইন পল্লী

শেরপুরে বিনামূল্যে সার বীজ বিতরণ উদ্বোধন

কেশবপুরে সকাল-সন্ধ্যা বাজারের দখল নিয়ে দু’পক্ষ মুখোমুখি উচ্ছেদ আতঙ্কে অর্ধশতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী

ছবি

ভালুকায় বোরো ধানে চিটা কৃষকের মাথায় হাত

ছবি

ভালুকায় বোরো ধানে চিটা কৃষকের মাথায় হাত

ছবি

গোবিন্দগঞ্জে সরকারি রাস্তার ১২০টি গাছ কর্তনের অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে

পুঠিয়ায় শাশুড়িকে হত্যা করেন পুত্রবধূ

ছবি

মির্জাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ছবি

নড়াইলের শ্রীনগর গ্রামে ভ্যানচালককে পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন

ছবি

প্রচণ্ড তাপদাহে পুড়ছে বাগান, ঝরছে আম, শঙ্কায় চাষীরা

ছবি

প্রেমিকার ওপর অভিমান প্রেমিকের আত্মহত্যা

ছবি

শ্যামনগর পদ্মপুকুরের প্রধান সড়কের একাংশ যেন বালুর স্তুপে পরিণত

আমার চেয়ে খারাপ লোক এ জেলায় নাই : তাহেরপুত্র বিপ্লব

ছবি

কক্সবাজারে রিসোর্টে পযটক তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

ছবি

ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা

ছবি

সুনামগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

ছবি

টোলপ্লাজায় ট্রাকের ধাক্কা, নিহত ১৪

ছবি

গরমে অতিষ্ঠ জনজীবন, বেশিরভাগ অঞ্চলে বইছে তাপপ্রবাহ

কোম্পানীগঞ্জে পর্যটকের সঙ্গে এএসপির মারামারি

ছবি

গ্রাহকের টাকা আত্মসাৎ গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ছবি

শার্শায় সাংবাদিকের উপর হামলা

ছবি

চুয়াডাঙ্গায় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ছবি

সালথায় স্বামীর উপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

ছবি

শিবগঞ্জে পরিবারের উপর অভিমান করে কিশোরের আত্মহত্যা

ছবি

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রলীগ নেতা নিহত

ছবি

নরসিংদীতে বজ্রপাতে নিহত ১, আহত ২

ছবি

হাওরে বৃষ্টি জলাবদ্ধতায় দেড় হাজার একর বোরো জমি বিনষ্টের পথে, কৃষকের আহাজারি

ছবি

রংপুরে বাসের টিকেট বিক্রিতে নৈরাজ্য, ভোগান্তিতে যাত্রীরা

ছবি

দর্শনার্থীতে মুখরিত ডুলাহাজারা সাফারি পার্ক

ছবি

গ্রাহকের টাকা নিয়ে উধাও পূবালী ব্যাংকের ম্যানেজার

ছবি

রায়পুরায় দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ১০

tab

সারাদেশ

ঢাবিতে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা: বিভিন্ন ছাত্র সংগঠনের নিন্দা

প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়

বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) ক্যাম্পাসে গতকাল ছাত্রলীগ কর্তৃক ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাসদ ছাত্রলীগ, ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্র ফেডারেশনসহ বেশ কয়েকটি ছাত্র সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

এক যৌথ বিবৃতিতে ছাত্র অধিকার পরিষদ, ঢাবি শাখার সভাপতি আখতার হোসেন ও সাধারণ সম্পাদক আকরাম হোসেন হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কাজ শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি মতপ্রকাশের ও স্বাধীন চিন্তার পরিসর তৈরি করা‍। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তা করতে ব্যর্থ হয়েছে‍। আজকে ভিসি স্যারকে ফুল দিতে যাওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা‍।’

নেতৃদ্বয় আরো জানান, ‘২৮ বছরের অচলায়তন ভেঙ্গে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের ফলে ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর মাঝে সহাবস্থান গড়ে ওঠার পরিবেশ তৈরি হয়েছিল‍। কিন্তু নিয়মিত ডাকসু নির্বাচন না হওয়ায় সেই পরিবেশ বিনষ্ট হয়ে গেছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানাই - অনতিবিলম্বে ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিত করে ডাকসু নির্বাচন দিন‍। ছাত্রদলের উপর হামলায় জড়িত দোষীদের বিরুদ্ধে প্রাশাসনিক ব্যবস্থা গ্রহণ করুন‍। ক্যাম্পাসে স্থিতিশীলতা ফিরিয়ে আনুন‍।’

গতকাল (মঙ্গলবার) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি শিমুল কুম্ভকার ও সাধারণ সম্পাদক আদনান আজিজ চৌধুরী সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই ধরনের ঘটনা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে চলমান ছাত্রলীগের দখলদারি ও সন্ত্রাসবাদী রাজনীতির আরও একটি দৃষ্টান্ত। অপরিসীম ক্ষমতার নিকৃষ্ট অপব্যবহার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের দালালি ও চাটুকারিতা ক্যাম্পাসের এই পরিস্থিতির জন্য দায়ি।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের দাবি জানিয়ে আসছে। রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করা সন্ত্রাসমুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণের অন্যতম পূর্বশর্ত। এ অবস্থায় ছাত্র ইউনিয়ন এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং পরিবেশ পরিষদের বৈঠক আহ্বানের মাধ্যমে বিষয়টির সুরাহা করার দাবি জানাচ্ছে।’

আজ (বুধবার) বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার ও সাধারণ সম্পাদক সৌরভ রায় এক যুক্ত বিবৃতিতে, ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ক্যাম্পাস গুলোতে ছাত্রলীগের দৌরাত্ম্য লাগামছাড়া। চলতি বছরের মে মাসে এর চেয়েও ভয়াবহভাবে পুলিশ ছাত্রলীগ মিলে ছাত্রদলের উপর বর্বরোচিত হামলা চালিয়েছিল। পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করে ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্র ফেডারেশনসহ গণতান্ত্রিক বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃত্বে ছাত্র জনতার বিভিন্ন যৌক্তিক আন্দোলনে ছাত্রলীগ বারবার হামলা চালিয়ে আসছে। হলে কোন শিক্ষার্থী ভিন্ন রাজনীতি করলে কিংবা ভিন্নমত প্রকাশ করলে মারধরের শিকার হতে হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মদদে ছাত্রলীগ কর্তৃক সাধারণ ছাত্রদের মেরে আহত করে হল থেকে বের করে দেওয়ার ঘটনা অহরহ ঘটছে।’

নেতৃবৃন্দ আরো বলেন, ‘সম্প্রতি ইডেন কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে কলেজ ক্যাম্পাসে নৈরাজ্য তৈরির মধ্যে দিয়ে ছাত্রলীগের সিট বাণিজ্য, চাঁদাবাজি, ছাত্রীদের আটকে রেখে নির্যাতনসহ নানা বিষয় প্রকাশিত হয়েছে। শেখ হাসিনার সরকার ছাত্রলীগ এবং দালাল প্রশাসন দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে রেখে ফ্যাসিবাদী ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়। ছাত্র সমাজের কাছে আহবান আওয়ামি ফ্যাসিবাদী শাসন উচ্ছেদের লড়াই বেগবান করতে ছাত্রলীগের সন্ত্রাস এবং প্রশাসনিক নির্যাতনমুক্ত গণতান্ত্রিক শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার লড়াইয়ে যুক্ত হউন।’

বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক ও সদস্য সচিব উমামা ফাতেমা এক যৌথ বিবৃতিতে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ন কেন্দ্র। ছাত্র আন্দোলনের এই গুরুত্বপূর্ন কেন্দ্রে আজ যখন ঢাবি ছাত্রদলের নতুন নেতৃত্ব মাননীয় উপাচার্যের সাথে দেখা করতে আসলেন তখন তাদের উপর হামলা করলো ছাত্রলীগ। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে হামলাকারী ছাত্রলীগের নেতা-কর্মীদের বিচার দাবি করি।’

নেতৃবৃন্দ আরো বলেন, ‘বর্তমানে ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করেছে ছাত্রলীগ। হলে গেস্টরুমে শিক্ষার্থীদের নির্যাতন, জোর-জবরদস্তি করে শিক্ষার্থীদের মিছিলে আসতে বাধ্য করছে তারা। এমনকি বিরোধীদলীয় নেতা-কর্মীদের উপর হামলা-মামলা নির্যাতন করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নির্যাতনের বিরুদ্ধে কার্যকর অবস্থান না নিয়ে বরং এই নির্যাতন হামলাকে জায়েজ করার চেষ্টা করছে। আমরা মনে করি, এই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে ভয়মুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে ছাত্র সমাজের বৃহত্তর ঐক্য গড়ে তোলা দরকার। আমরা ছাত্র সমাজকে সেই বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানাই।’

ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে এ ঘটনার নিন্দা এবং হল ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ও সহাবস্থান নিশ্চিতের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাবি শাখা।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাজীব কান্তি রায় ও সাধারণ সম্পাদক সুহাইল আহমেদ শুভ আজ এক যৌথ বিবৃতিতে বলেন, গতকাল বেলা ৪.৩০ টায় ছাত্রদলের নবগঠিত কমিটি ভিসির সাথে পূর্বঘোষিত সাক্ষাৎ কর্মসূচিতে যাওয়ার পথে ক্যাম্পাস এলাকায় ছাত্রলীগ ক্রিকেট স্ট্যাম্প ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর গণতান্ত্রিক অধিকার রয়েছে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মসূচী করার। এই হামলার ঘটনা ক্যাম্পাসের গণতান্ত্রিক চরিত্র ও মূল্যবোধের পরিপন্থি। প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকা ভিন্ন মত, দলের উপর দমনে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের অব্যাহত আক্রমণের ঘটনা বাড়িয়েই তুলছে।

নেতৃবৃন্দ আরও বলেন, বিভিন্ন সময়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সহ অন্যান্য প্রগতিশীল ছাত্রসংগঠনসমূহের নেতাকর্মীরাও ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন। হলগুলিতে দখলদারিত্ব বজায় রেখে গেস্টরুম-গণরুমে শিক্ষার্থী নির্যাতন, ভিন্নমত দমন, চাঁদাবাজি, হামলা, গেস্টরুম, নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

back to top