চট্টগ্রামের বোয়ালখালীতে হাক্কানী পেপার এন্ড বোর্ড মিলে কাগজের গাইড চাপা পড়ে রতন বড়ুয়া নামে ১ শ্রমিক নিহত হয়েছেন। গত সোমবার সকাল সাড়ে ৮টায় বোয়ালখালী পৌরসভার ৯নং ওয়ার্ড এলাকার পূর্ব কালুরঘাট হাক্কানী পেপার মিলে এই দূর্ঘটনা ঘটে। নিহত রতন পূর্ব কালুরঘাট হাজারীরচর বড়ুয়া পাড়ার মৃত বিভূতি বড়ুয়ার ছেলে। তার পরিবারে স্ত্রী ও একটি প্রতিবন্ধী ছেলে রয়েছে। মিলের ব্যবস্থাপক আশরাফুল মাওলা বলেন, রতন হাক্কানী পেপার মিলের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন।
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩
চট্টগ্রামের বোয়ালখালীতে হাক্কানী পেপার এন্ড বোর্ড মিলে কাগজের গাইড চাপা পড়ে রতন বড়ুয়া নামে ১ শ্রমিক নিহত হয়েছেন। গত সোমবার সকাল সাড়ে ৮টায় বোয়ালখালী পৌরসভার ৯নং ওয়ার্ড এলাকার পূর্ব কালুরঘাট হাক্কানী পেপার মিলে এই দূর্ঘটনা ঘটে। নিহত রতন পূর্ব কালুরঘাট হাজারীরচর বড়ুয়া পাড়ার মৃত বিভূতি বড়ুয়ার ছেলে। তার পরিবারে স্ত্রী ও একটি প্রতিবন্ধী ছেলে রয়েছে। মিলের ব্যবস্থাপক আশরাফুল মাওলা বলেন, রতন হাক্কানী পেপার মিলের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন।