প্রযুক্তি ব্র্যান্ড ভিভো বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে ভালো ডিসপ্লে এবং শক্তিশালী অডিও সিস্টেম সমৃদ্ধ নতুন স্মার্টফোন ভিভো ভি৫০ লাইট। ফোনটিতে রয়েছে ৬.৭৭ ইঞ্চির ফুল এইচডি+ আল্ট্রা ভিশন অ্যামোলেড ডিসপ্লে, যা রিচ কালার ও উজ্জ্বল স্ক্রিনের মাধ্যমে স্পষ্ট ও সুন্দর ভিজ্যুয়াল উপস্থাপন করে। আর ২.৫ডি পো-লেড ফ্ল্যাট স্ক্রিন, আল্ট্রা-ন্যারো বেজেল ডিজাইন এবং ৯৪.২% স্ক্রিন-টু-বডি রেশিও স্মার্টফোনটির ডিসপ্লেকে আরও বড় ও বিস্তৃত করে তোলে।
১৮০০ নিটস পিক ব্রাইটনেসের কারণে ভিভো ভি৫০ লাইটের স্ক্রিন এতটাই পরিষ্কার যে, সরাসরি রোদেও প্রতিটি মুহূর্ত স্পষ্ট ও জীবন্ত দেখা যায়। সাথে এর এসজিএস লো ব্লু লাইট সার্টিফিকেশন নিশ্চিত করে যে দীর্ঘসময় ব্যবহারের পরও চোখে কোনো চাপ বা ক্লান্তি অনুভূত হয় না। এছাড়াও স্মার্টফোনটির ১২০ হার্জ রিফ্রেশ রেট দেয় স্মুথ এক্সপেরিয়েন্স। স্ক্রলিং হোক বা স্ট্রিমিং, সব কিছুতেই পাওয়া যায় বাঁধাহীন ফ্লো।
এতে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার, যা প্রদান করে ৪০০% পর্যন্ত বেশি ভলিউম। ফোনটিতে দীর্ঘস্থায়ী ৬৫০০ এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারি থাকায় বারবার চার্জ করার প্রয়োজন নেই। আর ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি দ্রুত চার্জিং নিশ্চিত করায় কম সময়েই ডিভাইসটি আবার ব্যবহার উপযোগী হয়ে ওঠে।
সোমবার, ২৩ জুন ২০২৫
প্রযুক্তি ব্র্যান্ড ভিভো বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে ভালো ডিসপ্লে এবং শক্তিশালী অডিও সিস্টেম সমৃদ্ধ নতুন স্মার্টফোন ভিভো ভি৫০ লাইট। ফোনটিতে রয়েছে ৬.৭৭ ইঞ্চির ফুল এইচডি+ আল্ট্রা ভিশন অ্যামোলেড ডিসপ্লে, যা রিচ কালার ও উজ্জ্বল স্ক্রিনের মাধ্যমে স্পষ্ট ও সুন্দর ভিজ্যুয়াল উপস্থাপন করে। আর ২.৫ডি পো-লেড ফ্ল্যাট স্ক্রিন, আল্ট্রা-ন্যারো বেজেল ডিজাইন এবং ৯৪.২% স্ক্রিন-টু-বডি রেশিও স্মার্টফোনটির ডিসপ্লেকে আরও বড় ও বিস্তৃত করে তোলে।
১৮০০ নিটস পিক ব্রাইটনেসের কারণে ভিভো ভি৫০ লাইটের স্ক্রিন এতটাই পরিষ্কার যে, সরাসরি রোদেও প্রতিটি মুহূর্ত স্পষ্ট ও জীবন্ত দেখা যায়। সাথে এর এসজিএস লো ব্লু লাইট সার্টিফিকেশন নিশ্চিত করে যে দীর্ঘসময় ব্যবহারের পরও চোখে কোনো চাপ বা ক্লান্তি অনুভূত হয় না। এছাড়াও স্মার্টফোনটির ১২০ হার্জ রিফ্রেশ রেট দেয় স্মুথ এক্সপেরিয়েন্স। স্ক্রলিং হোক বা স্ট্রিমিং, সব কিছুতেই পাওয়া যায় বাঁধাহীন ফ্লো।
এতে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার, যা প্রদান করে ৪০০% পর্যন্ত বেশি ভলিউম। ফোনটিতে দীর্ঘস্থায়ী ৬৫০০ এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারি থাকায় বারবার চার্জ করার প্রয়োজন নেই। আর ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি দ্রুত চার্জিং নিশ্চিত করায় কম সময়েই ডিভাইসটি আবার ব্যবহার উপযোগী হয়ে ওঠে।