দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার,(১২ নভেম্বর ২০২৫) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে তিনশতাধিক কোম্পানি এবং ফান্ডের শেয়ার ও ইউনিটদর। তলানিতে নেমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৭ দশমিক ৪৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮২৫ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ২২ পয়েন্ট কমে ১ হাজার ০৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৮ দশমিক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৮ পয়েন্টে অবস্থান করছে।
বুধবার ডিএসইতে ২৯০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৩৯ কোটি ৭৫ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫৩ টি কোম্পানির, বিপরীতে ৩০১ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। কোম্পানিটির ১৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে। লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আনোয়ার গ্যালভানাইজিং। কোম্পানিটির ১০ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ৭০ লাখ টাকা। এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- বিএসসি, খান ব্রাদার্স, সিমটেক্স, মনোস্পুল বাংলাদেশ, রানার অটোমোবাইলস, ডমিনেজ স্টিল এবং শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।
বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দ্যা ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৬ টাকা বা ৫ দশমিক ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আল আরাফাহ্ ইসলামী ব্যাংক। কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এএমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড শেয়ার দর ৩ দমমিক ০৩ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- তিতাস গ্যাস, এনআরবি ব্যাংক, এসবিএসি ব্যাংক, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, এনসিসি ব্যাংক, বিএসআরএম লিমিটেড এবং ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড।
বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর পতনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। এদিন কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৭০ পয়সা বা ৬৫ শতাংশ কমেছে। দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। প্রতিষ্ঠানটির শেয়ার দর ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ফিনিক্স ফাইন্যান্সের শেয়ার দর ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সামিট পাওয়ার, ওরিয়ন ইনফিউশন, রানার অটোমোবাইলস, হামিদ ফেব্রিক্স, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, পিএইচপি ফাস্টৃ মিউচুয়াল ফান্ড এবং জিবিবি পাওয়ার লিমিটেড।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বুধবার, ১২ নভেম্বর ২০২৫
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার,(১২ নভেম্বর ২০২৫) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে তিনশতাধিক কোম্পানি এবং ফান্ডের শেয়ার ও ইউনিটদর। তলানিতে নেমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৭ দশমিক ৪৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮২৫ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ২২ পয়েন্ট কমে ১ হাজার ০৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৮ দশমিক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৮ পয়েন্টে অবস্থান করছে।
বুধবার ডিএসইতে ২৯০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৩৯ কোটি ৭৫ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫৩ টি কোম্পানির, বিপরীতে ৩০১ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। কোম্পানিটির ১৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে। লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আনোয়ার গ্যালভানাইজিং। কোম্পানিটির ১০ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ৭০ লাখ টাকা। এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- বিএসসি, খান ব্রাদার্স, সিমটেক্স, মনোস্পুল বাংলাদেশ, রানার অটোমোবাইলস, ডমিনেজ স্টিল এবং শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।
বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দ্যা ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৬ টাকা বা ৫ দশমিক ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আল আরাফাহ্ ইসলামী ব্যাংক। কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এএমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড শেয়ার দর ৩ দমমিক ০৩ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- তিতাস গ্যাস, এনআরবি ব্যাংক, এসবিএসি ব্যাংক, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, এনসিসি ব্যাংক, বিএসআরএম লিমিটেড এবং ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড।
বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর পতনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। এদিন কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৭০ পয়সা বা ৬৫ শতাংশ কমেছে। দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। প্রতিষ্ঠানটির শেয়ার দর ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ফিনিক্স ফাইন্যান্সের শেয়ার দর ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সামিট পাওয়ার, ওরিয়ন ইনফিউশন, রানার অটোমোবাইলস, হামিদ ফেব্রিক্স, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, পিএইচপি ফাস্টৃ মিউচুয়াল ফান্ড এবং জিবিবি পাওয়ার লিমিটেড।