জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হবে আগামী ১৪ ও ১৫ জুন। 1st International Conference on Humanities and Social Sciences-২০২২ শীর্ষক কনফারেন্সটির লোগো বুধবার সকালে উন্মোচন করা হয়েছে। কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সকালে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে লোগো উন্মোচন করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, কনফারেন্স আয়োজক কমিটির আহ্ববায়ক ড. শেখ মেহেদী হাসানসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
লোগো উন্মোচন করে উপাচার্য ড. সৌমিত্র শেখর বলেন, বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর মতো আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণামনস্ক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই। এমন একটা পরিবেশ চাই যেখানে জ্ঞানের চর্চা হবে, গবেষণা হবে। সে লক্ষ্য নিয়ে আমরা শিক্ষা, গবেষণা ও উন্নয়ন এই তিনকে মোটো ধরে সামনে এগিয়ে যাচ্ছি।
উপাচার্য বলেন, এবারের কনফারেন্সে অংশ নিতে প্রায় ২৬০টি অ্যাবস্ট্রাক্ট জমা পড়েছে। এটা খুবই ইতিবাচক। এর মানে হলো বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে নজরুল বিশ্ববিদ্যালয় ইমপ্যাক্ট ফেলতে শুরু করেছে। যা আমাদের বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ের জন্যও ভালো। কেননা বিশ্বের র্যাংকিং নির্ভর করে এ ধরনের বিষয়গুলোর ওপরে।
প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া কনফারেন্সের সফলতা কামনা করে উপাচার্য বলেন, আমাদের সম্পদ সীমিত, অভিজ্ঞাতাও অল্প। তবুও আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। আমি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই কনফারেন্সের সফলতা কামনা করি। সেই সঙ্গে আগামীতে এই বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর একটি করে আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করা হবে। সেখানে দেশি-বিদেশি অধ্যাপক ও গবেষকরা অংশ নেবেন।
আয়োজক কমিটির আহ্ববায়ক ড. শেখ মেহেদী হাসান জানান, এবারের কনফারেন্সে জমা পড়া গবেষণা প্রস্তাবের সারাংশের (অ্যাবস্ট্রাক্ট) মধ্যে যাচাই বাছাই করে আমরা প্রায় ৮০টির মতো সারাংশ নির্বাচিত করেছি। যা দুইদিন ব্যাপী আয়োজিত কনফারেন্সে উপস্থাপন করা হবে। প্যারালাল সেশনের মধ্যদিয়ে কনফারেন্সটি অনুষ্ঠিত হবে। ভারত, মালয়েশিয়া, ইংল্যান্ড থেকে আসা গবেষকরা কনফারেন্সে অংশ নিবেন।
বুধবার, ০১ জুন ২০২২
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হবে আগামী ১৪ ও ১৫ জুন। 1st International Conference on Humanities and Social Sciences-২০২২ শীর্ষক কনফারেন্সটির লোগো বুধবার সকালে উন্মোচন করা হয়েছে। কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সকালে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে লোগো উন্মোচন করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, কনফারেন্স আয়োজক কমিটির আহ্ববায়ক ড. শেখ মেহেদী হাসানসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
লোগো উন্মোচন করে উপাচার্য ড. সৌমিত্র শেখর বলেন, বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর মতো আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণামনস্ক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই। এমন একটা পরিবেশ চাই যেখানে জ্ঞানের চর্চা হবে, গবেষণা হবে। সে লক্ষ্য নিয়ে আমরা শিক্ষা, গবেষণা ও উন্নয়ন এই তিনকে মোটো ধরে সামনে এগিয়ে যাচ্ছি।
উপাচার্য বলেন, এবারের কনফারেন্সে অংশ নিতে প্রায় ২৬০টি অ্যাবস্ট্রাক্ট জমা পড়েছে। এটা খুবই ইতিবাচক। এর মানে হলো বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে নজরুল বিশ্ববিদ্যালয় ইমপ্যাক্ট ফেলতে শুরু করেছে। যা আমাদের বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ের জন্যও ভালো। কেননা বিশ্বের র্যাংকিং নির্ভর করে এ ধরনের বিষয়গুলোর ওপরে।
প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া কনফারেন্সের সফলতা কামনা করে উপাচার্য বলেন, আমাদের সম্পদ সীমিত, অভিজ্ঞাতাও অল্প। তবুও আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। আমি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই কনফারেন্সের সফলতা কামনা করি। সেই সঙ্গে আগামীতে এই বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর একটি করে আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করা হবে। সেখানে দেশি-বিদেশি অধ্যাপক ও গবেষকরা অংশ নেবেন।
আয়োজক কমিটির আহ্ববায়ক ড. শেখ মেহেদী হাসান জানান, এবারের কনফারেন্সে জমা পড়া গবেষণা প্রস্তাবের সারাংশের (অ্যাবস্ট্রাক্ট) মধ্যে যাচাই বাছাই করে আমরা প্রায় ৮০টির মতো সারাংশ নির্বাচিত করেছি। যা দুইদিন ব্যাপী আয়োজিত কনফারেন্সে উপস্থাপন করা হবে। প্যারালাল সেশনের মধ্যদিয়ে কনফারেন্সটি অনুষ্ঠিত হবে। ভারত, মালয়েশিয়া, ইংল্যান্ড থেকে আসা গবেষকরা কনফারেন্সে অংশ নিবেন।