ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় এক তরুণীকে যৌন হয়রানির ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। গতকাল দুপুরের দিকে মামলার বিষয়টি জানান শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার। এর আগে গত বুধবার রাত সোয়া ১২টার দিকে ঢাবির এফ রহমান হল গেটের সামনে ওই তরুণী যৌন হয়রানির শিকার হন। ওসি মওদুদ হাওলাদার বলেন, আমরা ভুক্তভোগী তরুণীর মামলা নিয়েছি। তার বক্তব্য অনুযায়ী আসামি হেলমেট পরা ছিল। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশা করছি আসামিকে দ্রুতই গ্রেপ্তার করতে পারবো।
ভুক্তভোগী তরুণী বলেন, আমি চাই যে এই ঘৃণ্য কাজটি করেছে, সে গ্রেপ্তার হোক। পুলিশও এই বিষয়ে যথাসাধ্য চেষ্টা করছে। আমি চাই আমার মতো রোজ যারা হ্যারেসমেন্টের শিকার হচ্ছেন। তারা কথা বলুক, প্রতিবাদ করুক, তারা যেন ভয় না পায়। এ জন্যই আমার থানা পর্যন্ত যাওয়া।
যা ঘটেছিল সেদিন
রাতের ঢাকায় ওই ঘটনাকে ‘ভয়ানক অভিজ্ঞতা’ বলে উল্লেখ করেছেন তরুণী। ভুক্তভোগী তরুণী বলেন, গত বুধবার রাতে ধানমন্ডি থেকে রিকশায় করে পুরান ঢাকায় যাচ্ছিলাম। পথে নীলক্ষেত থেকে টিএসসির দিকে যেতে মুক্তি তোরণ পার হয়ে এফ রহমান হলের সামনের গেটে আসলে দুজন হেলমেটধারী বখাটে বাইক নিয়ে রিকশার পেছন থেকে এসে আমার জামা ধরে টান দেয়। এক পর্যায়ে টেনেহিঁচড়ে আমার জামা ছিঁড়ে ফেলে। এরপর উল্টো আমাকেই গালাগাল করতে করতে চলে যায়।
তিনি বলেন, এ সময় আমার কাছে একটি মোবাইল ফোন ও কানে হেডফোন ছিল। তবে শরীরে কোন স্বর্ণের গয়না ছিল না। আমার চিৎকার শুনেও আশপাশের মানুষও এগিয়ে আসেনি। আমি ভয় পেয়ে যাই। ওই মোটরসাইকেল চালককে চিনতে পেরেছেন কি-না জানতে চাইলে তরুণী বলেন, তাদের মাথায় হেলমেট পরা ছিল, তবে আমি তাকে দেখেছি। পরবর্তী সময়ে দেখলে শনাক্ত করতে পারবো।
শনিবার, ১১ জুন ২০২২
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় এক তরুণীকে যৌন হয়রানির ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। গতকাল দুপুরের দিকে মামলার বিষয়টি জানান শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার। এর আগে গত বুধবার রাত সোয়া ১২টার দিকে ঢাবির এফ রহমান হল গেটের সামনে ওই তরুণী যৌন হয়রানির শিকার হন। ওসি মওদুদ হাওলাদার বলেন, আমরা ভুক্তভোগী তরুণীর মামলা নিয়েছি। তার বক্তব্য অনুযায়ী আসামি হেলমেট পরা ছিল। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশা করছি আসামিকে দ্রুতই গ্রেপ্তার করতে পারবো।
ভুক্তভোগী তরুণী বলেন, আমি চাই যে এই ঘৃণ্য কাজটি করেছে, সে গ্রেপ্তার হোক। পুলিশও এই বিষয়ে যথাসাধ্য চেষ্টা করছে। আমি চাই আমার মতো রোজ যারা হ্যারেসমেন্টের শিকার হচ্ছেন। তারা কথা বলুক, প্রতিবাদ করুক, তারা যেন ভয় না পায়। এ জন্যই আমার থানা পর্যন্ত যাওয়া।
যা ঘটেছিল সেদিন
রাতের ঢাকায় ওই ঘটনাকে ‘ভয়ানক অভিজ্ঞতা’ বলে উল্লেখ করেছেন তরুণী। ভুক্তভোগী তরুণী বলেন, গত বুধবার রাতে ধানমন্ডি থেকে রিকশায় করে পুরান ঢাকায় যাচ্ছিলাম। পথে নীলক্ষেত থেকে টিএসসির দিকে যেতে মুক্তি তোরণ পার হয়ে এফ রহমান হলের সামনের গেটে আসলে দুজন হেলমেটধারী বখাটে বাইক নিয়ে রিকশার পেছন থেকে এসে আমার জামা ধরে টান দেয়। এক পর্যায়ে টেনেহিঁচড়ে আমার জামা ছিঁড়ে ফেলে। এরপর উল্টো আমাকেই গালাগাল করতে করতে চলে যায়।
তিনি বলেন, এ সময় আমার কাছে একটি মোবাইল ফোন ও কানে হেডফোন ছিল। তবে শরীরে কোন স্বর্ণের গয়না ছিল না। আমার চিৎকার শুনেও আশপাশের মানুষও এগিয়ে আসেনি। আমি ভয় পেয়ে যাই। ওই মোটরসাইকেল চালককে চিনতে পেরেছেন কি-না জানতে চাইলে তরুণী বলেন, তাদের মাথায় হেলমেট পরা ছিল, তবে আমি তাকে দেখেছি। পরবর্তী সময়ে দেখলে শনাক্ত করতে পারবো।