আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি চলাকালে নিজের নির্দোষ দাবি করে কান্নায় ভেঙে পড়েন রাজধানীর গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম।
বুধবার শুনানিতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আসামিদের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করছিলেন। তিনি সাভার এলাকায় মানুষ পোড়ানোর ঘটনায় মাজহারুলের সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন। তবে মাজহারুল তা অস্বীকার করে বলেন, "আমি কখনো সাভার থানায় দায়িত্বে ছিলাম না। আন্দোলনের সময় গুলশান থানায় দায়িত্ব পালন করেছি এবং সব সময় শিক্ষার্থীদের পক্ষে ছিলাম।"
শুনানির এক পর্যায়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে আশ্বস্ত করে বলেন, "আপনি ন্যায়বিচার পাবেন।"
এরপর প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তাঁর বক্তব্য সংশোধন করে স্বীকার করেন যে, মাজহারুল গুলশান থানায় দায়িত্বে ছিলেন। তবে তিনি বাড্ডা এলাকায় হত্যাকাণ্ডের ঘটনায় মাজহারুলের ভূমিকা তুলে ধরেন।
শুনানিতে উভয় পক্ষের বক্তব্য ট্রাইব্যুনাল গুরুত্বের সঙ্গে শুনছে এবং ন্যায়বিচারের প্রতিশ্রুতি দিয়েছে।
বুধবার, ২০ নভেম্বর ২০২৪
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি চলাকালে নিজের নির্দোষ দাবি করে কান্নায় ভেঙে পড়েন রাজধানীর গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম।
বুধবার শুনানিতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আসামিদের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করছিলেন। তিনি সাভার এলাকায় মানুষ পোড়ানোর ঘটনায় মাজহারুলের সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন। তবে মাজহারুল তা অস্বীকার করে বলেন, "আমি কখনো সাভার থানায় দায়িত্বে ছিলাম না। আন্দোলনের সময় গুলশান থানায় দায়িত্ব পালন করেছি এবং সব সময় শিক্ষার্থীদের পক্ষে ছিলাম।"
শুনানির এক পর্যায়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে আশ্বস্ত করে বলেন, "আপনি ন্যায়বিচার পাবেন।"
এরপর প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তাঁর বক্তব্য সংশোধন করে স্বীকার করেন যে, মাজহারুল গুলশান থানায় দায়িত্বে ছিলেন। তবে তিনি বাড্ডা এলাকায় হত্যাকাণ্ডের ঘটনায় মাজহারুলের ভূমিকা তুলে ধরেন।
শুনানিতে উভয় পক্ষের বক্তব্য ট্রাইব্যুনাল গুরুত্বের সঙ্গে শুনছে এবং ন্যায়বিচারের প্রতিশ্রুতি দিয়েছে।