চিকিৎসার জন্য ব্যাংকক যাওয়ার পথে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফাকে দেশত্যাগে বাধা দেওয়া হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে তার পারিবারিক একটি সূত্র।
জানা গেছে, সুবর্ণা মুস্তাফার সঙ্গে ছিলেন তার স্বামী, নির্মাতা বদরুল আনাম সৌদ। বিমানবন্দরে পৌঁছে তারা চেক-ইন ও ইমিগ্রেশন সম্পন্ন করেন। বোর্ডিং শুরুর কয়েক মিনিট আগে অভিবাসন পুলিশের এক কর্মকর্তা জানান, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) নির্দেশে সুবর্ণা মুস্তাফার দেশত্যাগের বিষয়ে পর্যবেক্ষণ রয়েছে। ফলে তাকে দেশের বাইরে যেতে দেওয়া হবে না।
পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, সুবর্ণা মুস্তাফা চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক যাচ্ছিলেন। আগামী ৩ ডিসেম্বর তার চিকিৎসকের সঙ্গে দেখা করার নির্ধারিত সময় ছিল।
উল্লেখ্য, সুবর্ণা মুস্তাফা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
চিকিৎসার জন্য ব্যাংকক যাওয়ার পথে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফাকে দেশত্যাগে বাধা দেওয়া হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে তার পারিবারিক একটি সূত্র।
জানা গেছে, সুবর্ণা মুস্তাফার সঙ্গে ছিলেন তার স্বামী, নির্মাতা বদরুল আনাম সৌদ। বিমানবন্দরে পৌঁছে তারা চেক-ইন ও ইমিগ্রেশন সম্পন্ন করেন। বোর্ডিং শুরুর কয়েক মিনিট আগে অভিবাসন পুলিশের এক কর্মকর্তা জানান, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) নির্দেশে সুবর্ণা মুস্তাফার দেশত্যাগের বিষয়ে পর্যবেক্ষণ রয়েছে। ফলে তাকে দেশের বাইরে যেতে দেওয়া হবে না।
পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, সুবর্ণা মুস্তাফা চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক যাচ্ছিলেন। আগামী ৩ ডিসেম্বর তার চিকিৎসকের সঙ্গে দেখা করার নির্ধারিত সময় ছিল।
উল্লেখ্য, সুবর্ণা মুস্তাফা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।