ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কারওয়ান বাজার থেকে পলাশী পর্যন্ত অংশ বাতিলের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ‘বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন’। শনিবার কারওয়ান বাজারের পান্থকুঞ্জ এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা হাতিরঝিল এবং পান্থকুঞ্জ পার্ক রক্ষার দাবি জানান।
আন্দোলনকারীদের দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল—হাতিরঝিল ভরাট বন্ধ করা, এক্সপ্রেসওয়ের পিলার সরিয়ে জলাধারের পরিবেশ পুনরুদ্ধার করা, পান্থকুঞ্জ পার্কের গাছ কাটার অবসান এবং দেশি গাছ রোপণ করা। এছাড়া প্রকল্পের পরিকল্পনাকারীদের জবাবদিহির আওতায় আনারও দাবি ওঠে।
সংগঠনের সমন্বয়ক আমিরুল রাজিবের পাঠ করা বিবৃতিতে বলা হয়, প্রকল্পটি দুর্নীতি ও অব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে এবং পরিবেশগত নীতি লঙ্ঘন করে হাতিরঝিলের জলাধার ভরাট করা হচ্ছে। কারওয়ান বাজার থেকে পলাশী পর্যন্ত সংযোগ সড়কের জন্য হাতিরঝিলের ৪১টি পিলার বসানোর কারণে পানিপ্রবাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া পান্থকুঞ্জ পার্কের গাছ কেটে এবং পার্কের মধ্য দিয়ে র্যাম্প নির্মাণের পরিকল্পনা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি।
এ কর্মসূচিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি আদিল মোহাম্মাদ খান বলেন, "শুধু ব্যক্তিগত গাড়ির চলাচলকে গুরুত্ব দিয়ে এই প্রকল্প করা হচ্ছে। এতে পরিবেশের ক্ষতি হবে এবং যানজট বাড়বে।"
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিকল্পনাবিদ আকতার মাহমুদ, সাংবাদিক শিমু নাসের, আইনজীবী মাহবুবুল আলম ও পরিবেশকর্মী মিজানুর রহমান। তারা প্রকল্পটি পুনর্বিবেচনার আহ্বান জানান এবং পরিবেশ রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কারওয়ান বাজার থেকে পলাশী পর্যন্ত অংশ বাতিলের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ‘বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন’। শনিবার কারওয়ান বাজারের পান্থকুঞ্জ এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা হাতিরঝিল এবং পান্থকুঞ্জ পার্ক রক্ষার দাবি জানান।
আন্দোলনকারীদের দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল—হাতিরঝিল ভরাট বন্ধ করা, এক্সপ্রেসওয়ের পিলার সরিয়ে জলাধারের পরিবেশ পুনরুদ্ধার করা, পান্থকুঞ্জ পার্কের গাছ কাটার অবসান এবং দেশি গাছ রোপণ করা। এছাড়া প্রকল্পের পরিকল্পনাকারীদের জবাবদিহির আওতায় আনারও দাবি ওঠে।
সংগঠনের সমন্বয়ক আমিরুল রাজিবের পাঠ করা বিবৃতিতে বলা হয়, প্রকল্পটি দুর্নীতি ও অব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে এবং পরিবেশগত নীতি লঙ্ঘন করে হাতিরঝিলের জলাধার ভরাট করা হচ্ছে। কারওয়ান বাজার থেকে পলাশী পর্যন্ত সংযোগ সড়কের জন্য হাতিরঝিলের ৪১টি পিলার বসানোর কারণে পানিপ্রবাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া পান্থকুঞ্জ পার্কের গাছ কেটে এবং পার্কের মধ্য দিয়ে র্যাম্প নির্মাণের পরিকল্পনা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি।
এ কর্মসূচিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি আদিল মোহাম্মাদ খান বলেন, "শুধু ব্যক্তিগত গাড়ির চলাচলকে গুরুত্ব দিয়ে এই প্রকল্প করা হচ্ছে। এতে পরিবেশের ক্ষতি হবে এবং যানজট বাড়বে।"
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিকল্পনাবিদ আকতার মাহমুদ, সাংবাদিক শিমু নাসের, আইনজীবী মাহবুবুল আলম ও পরিবেশকর্মী মিজানুর রহমান। তারা প্রকল্পটি পুনর্বিবেচনার আহ্বান জানান এবং পরিবেশ রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।