ঢাকার কলেজগেইট এলাকায় এক রিকশাচালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে নগদ টাকা ও ব্যাটারিচালিত রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত চালক কবির হোসেন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। আহত কবিরকে ভোরে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক।
আহত কবির হোসেন (৪৩) কুমিল্লার হোমনা উপজেলার আলিপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি পরিবার নিয়ে ঢাকার খিলগাঁও এলাকায় বসবাস করেন।
কবিরের ছেলে মো. সাব্বির জানান, রাতে তার বাবা ফকিরাপুল থেকে যাত্রী নিয়ে রওনা হন। এক যাত্রী কলাবাগানে নেমে গেলে, অন্যজন কলেজগেইটে থামাতে বলেন। সেখানে পৌঁছানোর পরপরই কয়েকজন ছিনতাইকারী তাকে একটি পিকআপে তুলে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।
ছিনতাইকারীরা কবিরের কাছে থাকা প্রায় এক হাজার টাকা, মোবাইলের ব্যাটারি খুলে নেয় এবং পরে তাকে রাস্তার পাশে ফেলে দিয়ে রিকশাটি নিয়ে পালিয়ে যায়।
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
ঢাকার কলেজগেইট এলাকায় এক রিকশাচালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে নগদ টাকা ও ব্যাটারিচালিত রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত চালক কবির হোসেন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। আহত কবিরকে ভোরে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক।
আহত কবির হোসেন (৪৩) কুমিল্লার হোমনা উপজেলার আলিপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি পরিবার নিয়ে ঢাকার খিলগাঁও এলাকায় বসবাস করেন।
কবিরের ছেলে মো. সাব্বির জানান, রাতে তার বাবা ফকিরাপুল থেকে যাত্রী নিয়ে রওনা হন। এক যাত্রী কলাবাগানে নেমে গেলে, অন্যজন কলেজগেইটে থামাতে বলেন। সেখানে পৌঁছানোর পরপরই কয়েকজন ছিনতাইকারী তাকে একটি পিকআপে তুলে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।
ছিনতাইকারীরা কবিরের কাছে থাকা প্রায় এক হাজার টাকা, মোবাইলের ব্যাটারি খুলে নেয় এবং পরে তাকে রাস্তার পাশে ফেলে দিয়ে রিকশাটি নিয়ে পালিয়ে যায়।