ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর এলাকার ব্যস্ত সিগন্যালে প্রকাশ্যে চাপাতি হাতে ছিনতাইয়ের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও।
প্রায় ১৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, এক যুবক চাপাতি হাতে একজন পথচারীকে ভয় দেখিয়ে একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে সড়কের অপর পাশে হেঁটে চলে যাচ্ছেন। পুরো ঘটনাটি ঘটে রাসেল স্কয়ার সিগন্যালে, যেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সামনেই নির্বিঘ্নে সটকে পড়েন ছিনতাইকারী।
ভিডিওতে আরও দেখা যায়, ওই যুবক ব্যাগ কাঁধে নিয়ে হাঁটার সময় ব্যাগ দিয়েই চাপাতিটি আড়াল করার চেষ্টা করেন। ঘটনাস্থলে পুলিশের ইউনিফর্ম পরা দুই সদস্য ও একজন সাদা পোশাকধারীকেও ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যস্ত থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, সাদা পোশাকধারী ব্যক্তিও পুলিশের কেউ।
তবে পুরো ঘটনার সময় কেউই ছিনতাইকারীকে থামাতে এগিয়ে আসেননি। পুলিশ সদস্যদেরও কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।
ভিডিওটি ফেইসবুকে ভাইরাল হওয়ার পর বিষয়টি পুলিশও নিশ্চিত করেছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু বলেন, “ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১২টার দিকে। আমরা ভিডিও দেখে ঘটনাস্থলে টিম পাঠিয়েছি এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীকে শনাক্তে কাজ করছি।”
তিনি আরও জানান, এখন পর্যন্ত ভুক্তভোগী কেউ থানায় অভিযোগ করেননি এবং ছিনতাইকৃত জিনিসপত্র সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।
শনিবার, ১৯ জুলাই ২০২৫
ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর এলাকার ব্যস্ত সিগন্যালে প্রকাশ্যে চাপাতি হাতে ছিনতাইয়ের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও।
প্রায় ১৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, এক যুবক চাপাতি হাতে একজন পথচারীকে ভয় দেখিয়ে একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে সড়কের অপর পাশে হেঁটে চলে যাচ্ছেন। পুরো ঘটনাটি ঘটে রাসেল স্কয়ার সিগন্যালে, যেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সামনেই নির্বিঘ্নে সটকে পড়েন ছিনতাইকারী।
ভিডিওতে আরও দেখা যায়, ওই যুবক ব্যাগ কাঁধে নিয়ে হাঁটার সময় ব্যাগ দিয়েই চাপাতিটি আড়াল করার চেষ্টা করেন। ঘটনাস্থলে পুলিশের ইউনিফর্ম পরা দুই সদস্য ও একজন সাদা পোশাকধারীকেও ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যস্ত থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, সাদা পোশাকধারী ব্যক্তিও পুলিশের কেউ।
তবে পুরো ঘটনার সময় কেউই ছিনতাইকারীকে থামাতে এগিয়ে আসেননি। পুলিশ সদস্যদেরও কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।
ভিডিওটি ফেইসবুকে ভাইরাল হওয়ার পর বিষয়টি পুলিশও নিশ্চিত করেছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু বলেন, “ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১২টার দিকে। আমরা ভিডিও দেখে ঘটনাস্থলে টিম পাঠিয়েছি এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীকে শনাক্তে কাজ করছি।”
তিনি আরও জানান, এখন পর্যন্ত ভুক্তভোগী কেউ থানায় অভিযোগ করেননি এবং ছিনতাইকৃত জিনিসপত্র সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।