রংপুরের পীরগাছায় আইন শৃঙ্খলার চরম অবনতির অভিযোগ উঠেছে। বেড়েছে চুরি, অজ্ঞান পার্টির কর্মযজ্ঞ ও সরকারি রাস্তার গাছ কাটার অসুস্থ প্রতিযোগিতা। সরকারি গাছ কাটার প্রতিযোগিতায় মেতে উঠেছে, স্ব-ঘোষিত ক্ষমতাসীন ॥দলের নেতা-কর্মীরা, কিছু জনপ্রতিনিধি, কিছু সরকারি কর্মকর্তা, স্থানীয় প্রভাবশালীরা আর এ॥েদরকে সহযোগিতা করছেন ফরেষ্টের পীরগাছা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা। গাছ কাটার বিষয়ে একাধিক ॥দপ্তরে অভিযোগ করেও গাছ ক্ষেকোরা আইনের আওতায় আসছে না।
জানা যায়, সাম্প্রতিক সময়ে প্রভাবশালীরা সরকারি রাস্তার কেটে নিচ্ছেন আর প্রশাসনের কর্তা ব্যক্তিরা নিরব। এরইমধ্যে উপজেলার তাম্বুলপুর ইউনিয়ন রামগোপাল এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে জাফর আলীকে ॥েদখা যায় সরকারি রাস্তার গাছ কেটে নিতে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি চক্র ॥দীর্ঘ॥িদন হতে পীরগাছা-তাম্বুলপুর রাস্তাসহ তাম্বুলপুর ইউনিয়নের বিভিন্ন রাস্তার গাছ রাতের অন্ধকারে চুরি কেটে নিচ্ছে, কেউ প্রতিবা॥দ করার সাহস না করায় ও প্রশাসনের নিরবতায় বুধবার (৮ অক্টোবর) ॥িদনের বেলা রামগোপাল মৌজার স্থানীয় ইটা খাওয়া গাছের তল হতে পশ্চিম রামগোপাল সরকারি প্রাথমিক বি॥দ্যালয় যাওয়ার রাস্তার ॥দুই ধারের বিশাল-বিশাল গাছ কেটে নিচ্ছে জাফর বাহিনী।
স্থানীয় ইউপি স॥দস্য সাফিন মিয়া বলেন, ॥দীর্ঘ॥িদন হতে পশ্চিম রামগোপাল সরকারি প্রাথমিক বি॥দ্যালয়ের ফজলু মাস্টার, বুলেট, সাত্তার ডলার, আলতাফ ও তছিররা রাস্তার গাছ অল্প মূল্যে বিক্রি করেন আর জাফর আলী ও আমিনুল ইসলামরা বেশী লাভের আশায় ক্রয় করেন। এই সিন্ডিকেটটি প্রায় ২০০/২৫০ গাছ অবৈধভাবে বিক্রি করেছেন। তবে ফজলু মাস্টার বলেন, মাত্র ১১৮ টি গাছ কাটা হয়েছে। অভিযুক্ত জাফর আলী গণমাধ্যম কর্মী॥েদর ॥দাম্ভিকতার সহিত বলেন, বর্তমান ॥েদশে নির্বাচিত সরকার নেই, তাই আমরা যখন যেখানে যা করব সেটাই আইন আ॥দালত।
শাহীনুর রশি॥দ কামাল বলেন, ফজলু মাস্টার॥েদর সংঘবদ্ধ চক্রটি রাস্তার গাছ অবৈধভাবে কেটে সাবার করে ॥িদয়েছে।
গ্রাম পুলিশ আম্বার আলী বলেন, চেয়ারম্যানের নি॥ের্দশে তাম্বুলপুরের কামালের স মিল হতে রাস্তার গাছগুলি উদ্ধার করে পরিষ॥েদ নিয়ে এসেছি। নাম প্রকাশ না করার শর্তে অনেকেই বলেন, কামালের অনুমো॥দনহীন স মিলে রাস্তার চোরাই গাছ হরহামেশাই ক্রয় করা হয় বা চিরাই করা হয়।
ছাওলা ইউনিয়নের ॥দক্ষিণ ছাওলা সরকারি প্রাথমিক বি॥দ্যালয় সংলগ্ন রাস্তার গাছ স্থানীয় শহি॥দুল, মুকুল, বকুল, নুরুল হু॥দা ও তুহিনরা অবৈধভাবে কেটে নেওয়াকে কে›॥দ্র করে আজিজুল ইসলাম অভিযোগ ॥িদয়েও অজ্ঞাত কারণে আইনের আওতায় আসছে না।
ছাওলা গ্রামের আকবার আলী মিস্ত্রি গত ৬ অক্টোবর সোমবার বিকেলে তিনটি গরু তিন লাখ ৩০ হাজার টাকা বিক্রি করেন। রাতে সি॥দ কেটে ঘরে চোর ঢুকে টাকা রাখার বাক্স চুরি করে নিয়ে যায়। বাহিরে বাক্স পাওয়া টাকা পাওয়া যায় নি। পরের ॥িদন সকালে তিন লাখ ৩০ হাজার টাকা চুরি হওয়া ॥েদখে ও শুনে আকবার আলীর বাবা হানিফ উদ্দিন অসুস্থ হয়ে পড়েন এবং বিকেলে মারা যান।
তাম্বুলপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামের আবে॥দ আলী মাস্টারের বাড়িতে গত ১ অক্টোবর ॥িদনগত রাতে প্রায় তিন লাখ টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
এরইমধ্যে তিনটি ব্রিক ফিল্ডের নয়টি ও বরে›॥দ্র কর্তৃক পরিচালিত গভীর নলকুপের তিনটি ট্রান্সফারসহ ১৪ টি চুরি হয়েছে।
তাম্বুলপুর ইউনিয়ন পরিষ॥েদর চেয়ারম্যান মো. বজলুর রশি॥দ মুকুল বলেন,“আমি ঘটনাটি জানার পর বিষয়টি খতিয়ে ॥েদখার জন্য ঘটনা স্থলে গ্রাম পুলিশ পাঠিয়েছি। গাছ গুলো পরিষ॥দ মাঠে রাখা হয়েছে। সরকারি সম্প॥দ রক্ষা করা সবার ॥দায়িত্ব। যারা গাছ কেটেছে তা॥েদর শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল বলেন,“সরকারি গাছ কাটা একটি গুরুতর অপরাধ। আমরা বিষয়টি ত॥দন্ত করছি।####তারিখঃ১০-১০-২৫ ইং। আব্দুল কুদ্দুছ সরকার, প্রতিনিধি, রংপুরঃ মোবাইল-০১৭৩৬৪০৪১১৮।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
রংপুরের পীরগাছায় আইন শৃঙ্খলার চরম অবনতির অভিযোগ উঠেছে। বেড়েছে চুরি, অজ্ঞান পার্টির কর্মযজ্ঞ ও সরকারি রাস্তার গাছ কাটার অসুস্থ প্রতিযোগিতা। সরকারি গাছ কাটার প্রতিযোগিতায় মেতে উঠেছে, স্ব-ঘোষিত ক্ষমতাসীন ॥দলের নেতা-কর্মীরা, কিছু জনপ্রতিনিধি, কিছু সরকারি কর্মকর্তা, স্থানীয় প্রভাবশালীরা আর এ॥েদরকে সহযোগিতা করছেন ফরেষ্টের পীরগাছা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা। গাছ কাটার বিষয়ে একাধিক ॥দপ্তরে অভিযোগ করেও গাছ ক্ষেকোরা আইনের আওতায় আসছে না।
জানা যায়, সাম্প্রতিক সময়ে প্রভাবশালীরা সরকারি রাস্তার কেটে নিচ্ছেন আর প্রশাসনের কর্তা ব্যক্তিরা নিরব। এরইমধ্যে উপজেলার তাম্বুলপুর ইউনিয়ন রামগোপাল এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে জাফর আলীকে ॥েদখা যায় সরকারি রাস্তার গাছ কেটে নিতে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি চক্র ॥দীর্ঘ॥িদন হতে পীরগাছা-তাম্বুলপুর রাস্তাসহ তাম্বুলপুর ইউনিয়নের বিভিন্ন রাস্তার গাছ রাতের অন্ধকারে চুরি কেটে নিচ্ছে, কেউ প্রতিবা॥দ করার সাহস না করায় ও প্রশাসনের নিরবতায় বুধবার (৮ অক্টোবর) ॥িদনের বেলা রামগোপাল মৌজার স্থানীয় ইটা খাওয়া গাছের তল হতে পশ্চিম রামগোপাল সরকারি প্রাথমিক বি॥দ্যালয় যাওয়ার রাস্তার ॥দুই ধারের বিশাল-বিশাল গাছ কেটে নিচ্ছে জাফর বাহিনী।
স্থানীয় ইউপি স॥দস্য সাফিন মিয়া বলেন, ॥দীর্ঘ॥িদন হতে পশ্চিম রামগোপাল সরকারি প্রাথমিক বি॥দ্যালয়ের ফজলু মাস্টার, বুলেট, সাত্তার ডলার, আলতাফ ও তছিররা রাস্তার গাছ অল্প মূল্যে বিক্রি করেন আর জাফর আলী ও আমিনুল ইসলামরা বেশী লাভের আশায় ক্রয় করেন। এই সিন্ডিকেটটি প্রায় ২০০/২৫০ গাছ অবৈধভাবে বিক্রি করেছেন। তবে ফজলু মাস্টার বলেন, মাত্র ১১৮ টি গাছ কাটা হয়েছে। অভিযুক্ত জাফর আলী গণমাধ্যম কর্মী॥েদর ॥দাম্ভিকতার সহিত বলেন, বর্তমান ॥েদশে নির্বাচিত সরকার নেই, তাই আমরা যখন যেখানে যা করব সেটাই আইন আ॥দালত।
শাহীনুর রশি॥দ কামাল বলেন, ফজলু মাস্টার॥েদর সংঘবদ্ধ চক্রটি রাস্তার গাছ অবৈধভাবে কেটে সাবার করে ॥িদয়েছে।
গ্রাম পুলিশ আম্বার আলী বলেন, চেয়ারম্যানের নি॥ের্দশে তাম্বুলপুরের কামালের স মিল হতে রাস্তার গাছগুলি উদ্ধার করে পরিষ॥েদ নিয়ে এসেছি। নাম প্রকাশ না করার শর্তে অনেকেই বলেন, কামালের অনুমো॥দনহীন স মিলে রাস্তার চোরাই গাছ হরহামেশাই ক্রয় করা হয় বা চিরাই করা হয়।
ছাওলা ইউনিয়নের ॥দক্ষিণ ছাওলা সরকারি প্রাথমিক বি॥দ্যালয় সংলগ্ন রাস্তার গাছ স্থানীয় শহি॥দুল, মুকুল, বকুল, নুরুল হু॥দা ও তুহিনরা অবৈধভাবে কেটে নেওয়াকে কে›॥দ্র করে আজিজুল ইসলাম অভিযোগ ॥িদয়েও অজ্ঞাত কারণে আইনের আওতায় আসছে না।
ছাওলা গ্রামের আকবার আলী মিস্ত্রি গত ৬ অক্টোবর সোমবার বিকেলে তিনটি গরু তিন লাখ ৩০ হাজার টাকা বিক্রি করেন। রাতে সি॥দ কেটে ঘরে চোর ঢুকে টাকা রাখার বাক্স চুরি করে নিয়ে যায়। বাহিরে বাক্স পাওয়া টাকা পাওয়া যায় নি। পরের ॥িদন সকালে তিন লাখ ৩০ হাজার টাকা চুরি হওয়া ॥েদখে ও শুনে আকবার আলীর বাবা হানিফ উদ্দিন অসুস্থ হয়ে পড়েন এবং বিকেলে মারা যান।
তাম্বুলপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামের আবে॥দ আলী মাস্টারের বাড়িতে গত ১ অক্টোবর ॥িদনগত রাতে প্রায় তিন লাখ টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
এরইমধ্যে তিনটি ব্রিক ফিল্ডের নয়টি ও বরে›॥দ্র কর্তৃক পরিচালিত গভীর নলকুপের তিনটি ট্রান্সফারসহ ১৪ টি চুরি হয়েছে।
তাম্বুলপুর ইউনিয়ন পরিষ॥েদর চেয়ারম্যান মো. বজলুর রশি॥দ মুকুল বলেন,“আমি ঘটনাটি জানার পর বিষয়টি খতিয়ে ॥েদখার জন্য ঘটনা স্থলে গ্রাম পুলিশ পাঠিয়েছি। গাছ গুলো পরিষ॥দ মাঠে রাখা হয়েছে। সরকারি সম্প॥দ রক্ষা করা সবার ॥দায়িত্ব। যারা গাছ কেটেছে তা॥েদর শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল বলেন,“সরকারি গাছ কাটা একটি গুরুতর অপরাধ। আমরা বিষয়টি ত॥দন্ত করছি।####তারিখঃ১০-১০-২৫ ইং। আব্দুল কুদ্দুছ সরকার, প্রতিনিধি, রংপুরঃ মোবাইল-০১৭৩৬৪০৪১১৮।