সিলেটের ওসমানীনগর থেকে ৪৯৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। অভিযানে ব্যবহৃত একটি নীল রঙের প্রাইভেটকারও জব্দ করা হয়।
শুক্রবার (১০ অক্টোবর) ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সিলেটের ওসমানীনগরের দয়ামির ইউনিয়নের বারাকাহ রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মো. আরিফ মিয়া (৪২)। নরসিংদী জেলার সদর থানার কাউরিয়াপাড়া মৃত তাহের মিয়ার ছেলে ।
জানা যায়, র্যাব-৯ (সিপিএসসি) সিলেটের একটি চৌকস আভিযানিক দল সিলেটের ওসমানীনগরের দয়ামির ইউনিয়নের বারাকাহ রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট বসিয়ে কোম্পানীগঞ্জ থেকে হবিগঞ্জগামী একটি নীল রঙের প্রাইভেটকার চেকপোস্টে পৌঁছালে সন্দেহভাজন একজন ব্যক্তি গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করে। র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে ঘটনাস্থলেই আটক করে। তার হেফাজতে থাকা প্রাইভেটকারের পেছনের ডালায় দুটি পৃথক সাদা রঙের প্লাস্টিকের বস্তায় মোট ৪৯৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়। যার মধ্যে একটিতে ছিল ২৫০ বোতল এবং অন্যটিতে ২৪৮ বোতল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আরিফ মিয়া স্বীকার করে, সে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে ও জব্দকৃত আলামত ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং থাকবে।’
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
সিলেটের ওসমানীনগর থেকে ৪৯৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। অভিযানে ব্যবহৃত একটি নীল রঙের প্রাইভেটকারও জব্দ করা হয়।
শুক্রবার (১০ অক্টোবর) ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সিলেটের ওসমানীনগরের দয়ামির ইউনিয়নের বারাকাহ রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মো. আরিফ মিয়া (৪২)। নরসিংদী জেলার সদর থানার কাউরিয়াপাড়া মৃত তাহের মিয়ার ছেলে ।
জানা যায়, র্যাব-৯ (সিপিএসসি) সিলেটের একটি চৌকস আভিযানিক দল সিলেটের ওসমানীনগরের দয়ামির ইউনিয়নের বারাকাহ রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট বসিয়ে কোম্পানীগঞ্জ থেকে হবিগঞ্জগামী একটি নীল রঙের প্রাইভেটকার চেকপোস্টে পৌঁছালে সন্দেহভাজন একজন ব্যক্তি গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করে। র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে ঘটনাস্থলেই আটক করে। তার হেফাজতে থাকা প্রাইভেটকারের পেছনের ডালায় দুটি পৃথক সাদা রঙের প্লাস্টিকের বস্তায় মোট ৪৯৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়। যার মধ্যে একটিতে ছিল ২৫০ বোতল এবং অন্যটিতে ২৪৮ বোতল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আরিফ মিয়া স্বীকার করে, সে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে ও জব্দকৃত আলামত ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং থাকবে।’