নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের ছনপাড়া এলাকয় গভীর রাতে পুলিশ পরিচয়ে বিদেশ ফেরত দুই যাত্রীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ সন্দেহজনক কারণে যাত্রীদেরকে বহনকারি গাড়িটি আটক করলেও কোন পুলিশরূপী ডাকাতকে আটক করতে পারেনি। গাড়িটি বর্তমানে আড়াইহাজার থানা হেফাজতে রয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ জুন) রাত ২টায়। আক্রান্ত বিদেশ ফেরত যাত্রী ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর থানার গোসাইপুর উত্তর-পশ্চিমপাড়া গ্রামের আপন দুই ভাই মো. মিলন (৫০) ও কালাচাঁন (৪০) জানান, তারা দুই ভাই একই সঙ্গে মালয়েশিয়া থেকে মধ্যরাতে শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নেমে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে একটি প্রাইভেট গাড়ি ভাড়া করেন।
গাড়িটি তাদেরকে বহন করে ঢাকা সিলেট মহাসড়কের আড়াইহাজার থানার ছনপাড়া এলাকায় আসলে এক দল সশস্ত্র ডাকাত পুলিশের ব্যবহৃত লেজার টর্চ দিয়ে ইশারা করে গাড়িটি থামাতে বলে।
গাড়িটি থামলে ডাকাত দল নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে দুই যাত্রীকে তল্লাশি করার নাম দিয়ে তাদের কাছে থাকা ৪ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা, একটি এন্ড্রয়েড মোবাইল ফোনসহ সর্বস্ব লুটে নিয়ে চলে যায়। এ সময় আক্রান্তরা ৯৯৯ নম্বরে কল দিলে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে যাত্রীদেরকে বহনকারী গাড়িটি চালকসহ থানায় নিয়ে আসে।
কিন্তু পুলিশ সন্দেহ বশত গাড়িটি আটক রাখলেও পুলিশ পরিচয় দেয়া কোন ডাকাতকে আটক করতে পারেনি।
উল্লেখ্য ছনপাড়া এলাকায় একটি পুলিশ চেকপোষ্ট রয়েছে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক বলেন, আমি গাড়িটি আটক করে থানায় রেখে খুব সকালে নারায়ণগঞ্জে চলে এসেছি। পরবর্তী কার্যক্রম সম্পর্কে আমার আপাতত জানা নাই।
রোববার, ১৯ জুন ২০২২
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের ছনপাড়া এলাকয় গভীর রাতে পুলিশ পরিচয়ে বিদেশ ফেরত দুই যাত্রীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ সন্দেহজনক কারণে যাত্রীদেরকে বহনকারি গাড়িটি আটক করলেও কোন পুলিশরূপী ডাকাতকে আটক করতে পারেনি। গাড়িটি বর্তমানে আড়াইহাজার থানা হেফাজতে রয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ জুন) রাত ২টায়। আক্রান্ত বিদেশ ফেরত যাত্রী ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর থানার গোসাইপুর উত্তর-পশ্চিমপাড়া গ্রামের আপন দুই ভাই মো. মিলন (৫০) ও কালাচাঁন (৪০) জানান, তারা দুই ভাই একই সঙ্গে মালয়েশিয়া থেকে মধ্যরাতে শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নেমে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে একটি প্রাইভেট গাড়ি ভাড়া করেন।
গাড়িটি তাদেরকে বহন করে ঢাকা সিলেট মহাসড়কের আড়াইহাজার থানার ছনপাড়া এলাকায় আসলে এক দল সশস্ত্র ডাকাত পুলিশের ব্যবহৃত লেজার টর্চ দিয়ে ইশারা করে গাড়িটি থামাতে বলে।
গাড়িটি থামলে ডাকাত দল নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে দুই যাত্রীকে তল্লাশি করার নাম দিয়ে তাদের কাছে থাকা ৪ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা, একটি এন্ড্রয়েড মোবাইল ফোনসহ সর্বস্ব লুটে নিয়ে চলে যায়। এ সময় আক্রান্তরা ৯৯৯ নম্বরে কল দিলে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে যাত্রীদেরকে বহনকারী গাড়িটি চালকসহ থানায় নিয়ে আসে।
কিন্তু পুলিশ সন্দেহ বশত গাড়িটি আটক রাখলেও পুলিশ পরিচয় দেয়া কোন ডাকাতকে আটক করতে পারেনি।
উল্লেখ্য ছনপাড়া এলাকায় একটি পুলিশ চেকপোষ্ট রয়েছে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক বলেন, আমি গাড়িটি আটক করে থানায় রেখে খুব সকালে নারায়ণগঞ্জে চলে এসেছি। পরবর্তী কার্যক্রম সম্পর্কে আমার আপাতত জানা নাই।