কামার আহমাদ সাইমন পরিচালিত সিনেমা ‘শুনতে কি পাও!’। ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল ২০১২ সালে জার্মানির লাইপশিসে উদ্বোধনী রাতের ছবি হিসেবে। ২০১৪ সালে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়। ৯০ মিনিটের এই সিনেমাটি বিশ্বের নানা উৎসব ও অন্তর্জাল ঘুরে ৩ নভেম্বর থেকে চলছে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
সিনেমায় অভিনয় করেছেন রাখী বৈদ্য, সৌমেন রায়, রাহুল রায়, দেবব্রত ম-ল, নিশীথ রঞ্জন মিস্ত্রী, নিরাপদ ম-ল, বিভূতিভূষণ ম-ল, মাহমুদ গাজী, মান্নান গাইন, দীপক ম-ল, গোবিন্দ ম-ল, চিরঞ্জিত ম-ল, শ্যামলী রপ্তান, নূপুর ম-ল, সুভেন ঘরামী, বিনয় বৈদ্য প্রমুখ। সারা আফরীনের প্রযোজনায় ‘শুনতে কি পাও!’-এর সিনেমাটোগ্রাফির কাজটা করেছিলেন পরিচালক নিজেই।
সোমবার, ০৬ নভেম্বর ২০২৩
কামার আহমাদ সাইমন পরিচালিত সিনেমা ‘শুনতে কি পাও!’। ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল ২০১২ সালে জার্মানির লাইপশিসে উদ্বোধনী রাতের ছবি হিসেবে। ২০১৪ সালে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়। ৯০ মিনিটের এই সিনেমাটি বিশ্বের নানা উৎসব ও অন্তর্জাল ঘুরে ৩ নভেম্বর থেকে চলছে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
সিনেমায় অভিনয় করেছেন রাখী বৈদ্য, সৌমেন রায়, রাহুল রায়, দেবব্রত ম-ল, নিশীথ রঞ্জন মিস্ত্রী, নিরাপদ ম-ল, বিভূতিভূষণ ম-ল, মাহমুদ গাজী, মান্নান গাইন, দীপক ম-ল, গোবিন্দ ম-ল, চিরঞ্জিত ম-ল, শ্যামলী রপ্তান, নূপুর ম-ল, সুভেন ঘরামী, বিনয় বৈদ্য প্রমুখ। সারা আফরীনের প্রযোজনায় ‘শুনতে কি পাও!’-এর সিনেমাটোগ্রাফির কাজটা করেছিলেন পরিচালক নিজেই।