উপমহাদেশে অত্যন্ত জনপ্রিয় সংগীতশিল্পী মোহাম্মদ রফি। সংগীত ভুবনে এক অসামান্য নাম মোহাম্মদ রফি। সংগীতকলায় অসামান্য অবদান রাখায় শ্রেষ্ঠ গায়ক হিসেবে জাতীয় পদক এবং ছয়বার ফিল্মফেয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন রফি। এছাড়া ভারত সরকারের প্রদত্ত পদ্মশ্রী সম্মানেও অভিষিক্ত হয়েছেন তিনি। প্রায় চল্লিশ বছর সময়কাল ধরে সংগীত জগতে থাকাকালীন ছাব্বিশ হাজারেরও অধিক চলচ্চিত্রের গানে নেপথ্য গায়ক হিসেবে সম্পৃক্ত ছিলেন মোহাম্মদ রফি।
এবার সেই কিংবদন্তির জীবনকাল উঠে আসবে সিনেমার পর্দায়। বলিউডে হরহামেশা নির্মিত হয় বায়োপিক। মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিকও তৈরি হয়েছে। এবার জানা গেল, কিংবদন্তি কণ্ঠশিল্পী মোহাম্মদ রফির বায়োপিক হতে যাচ্ছে।
সম্প্রতি এ ঘোষণা দিয়েছেন শিল্পীর ছেলে শহিদ রফি।
ভারতের গোয়ায় চলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জন্মশতবর্ষে মোহাম্মদ রফিকে শ্রদ্ধা জানানো হচ্ছে। সেখানেই তার স্মৃতির উদ্দেশে একটি আলোচনাসভায় শহিদ রফি এই কথা জানান। এ মাসেই ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে। শহিদ রফি জানান, ছবিটি পরিচালনা করবেন উমেশ শুক্লা, যিনি অক্ষয় কুমার অভিনীত ‘ও মাই গড’ সিনেমার পরিচালক। এর মধ্যে চুক্তিও হয়ে গেছে তার সঙ্গে।
এদিন আলোচনা সভায় আরো ছিলেন নির্মাতা সুভাষ ঘাই, সোনু নিগমসহ অনেকে। বক্তারা আলোচনা সভায় জানান, কিংবদন্তি গায়ক হওয়া সত্ত্বেও এত বছর তাকে নিয়ে কেউ কোনো বায়োপিক নির্মাণ করেননি।
কারণ রফি ভীষণভাবে বিতর্ক থেকে দূরে থাকতেন, সাদামাটা জীবনযাপন করতেন। এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে ছবি নির্মাণ করে কোনো বিতর্কের জন্ম দিতে চাননি।
শহিদ রফি বলেন, ‘আমার বাবা খালি আমাদের বলতেন, সাধারণ জীবনযাপন করো। আমাদের কখনো বুঝতেও দেননি তিনি কত বড় মাপের মানুষ।
অবশেষে বাবার বায়োপিক নির্মাণ হচ্ছে, এটা অনেক আনন্দের।’ সিনেমাটি কারা প্রযোজনা করছে, সেটাও জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪
উপমহাদেশে অত্যন্ত জনপ্রিয় সংগীতশিল্পী মোহাম্মদ রফি। সংগীত ভুবনে এক অসামান্য নাম মোহাম্মদ রফি। সংগীতকলায় অসামান্য অবদান রাখায় শ্রেষ্ঠ গায়ক হিসেবে জাতীয় পদক এবং ছয়বার ফিল্মফেয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন রফি। এছাড়া ভারত সরকারের প্রদত্ত পদ্মশ্রী সম্মানেও অভিষিক্ত হয়েছেন তিনি। প্রায় চল্লিশ বছর সময়কাল ধরে সংগীত জগতে থাকাকালীন ছাব্বিশ হাজারেরও অধিক চলচ্চিত্রের গানে নেপথ্য গায়ক হিসেবে সম্পৃক্ত ছিলেন মোহাম্মদ রফি।
এবার সেই কিংবদন্তির জীবনকাল উঠে আসবে সিনেমার পর্দায়। বলিউডে হরহামেশা নির্মিত হয় বায়োপিক। মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিকও তৈরি হয়েছে। এবার জানা গেল, কিংবদন্তি কণ্ঠশিল্পী মোহাম্মদ রফির বায়োপিক হতে যাচ্ছে।
সম্প্রতি এ ঘোষণা দিয়েছেন শিল্পীর ছেলে শহিদ রফি।
ভারতের গোয়ায় চলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জন্মশতবর্ষে মোহাম্মদ রফিকে শ্রদ্ধা জানানো হচ্ছে। সেখানেই তার স্মৃতির উদ্দেশে একটি আলোচনাসভায় শহিদ রফি এই কথা জানান। এ মাসেই ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে। শহিদ রফি জানান, ছবিটি পরিচালনা করবেন উমেশ শুক্লা, যিনি অক্ষয় কুমার অভিনীত ‘ও মাই গড’ সিনেমার পরিচালক। এর মধ্যে চুক্তিও হয়ে গেছে তার সঙ্গে।
এদিন আলোচনা সভায় আরো ছিলেন নির্মাতা সুভাষ ঘাই, সোনু নিগমসহ অনেকে। বক্তারা আলোচনা সভায় জানান, কিংবদন্তি গায়ক হওয়া সত্ত্বেও এত বছর তাকে নিয়ে কেউ কোনো বায়োপিক নির্মাণ করেননি।
কারণ রফি ভীষণভাবে বিতর্ক থেকে দূরে থাকতেন, সাদামাটা জীবনযাপন করতেন। এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে ছবি নির্মাণ করে কোনো বিতর্কের জন্ম দিতে চাননি।
শহিদ রফি বলেন, ‘আমার বাবা খালি আমাদের বলতেন, সাধারণ জীবনযাপন করো। আমাদের কখনো বুঝতেও দেননি তিনি কত বড় মাপের মানুষ।
অবশেষে বাবার বায়োপিক নির্মাণ হচ্ছে, এটা অনেক আনন্দের।’ সিনেমাটি কারা প্রযোজনা করছে, সেটাও জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।