কথাসাহিত্যিক, নাট্যকার, গীতিকার রাজীব মণি দাস। সম্প্রতি রিয়েলিটি শো ‘মি. এন্ড মিস গ্ল্যামার লুকস-২০২৪’র প্রাথমিক বাছাই পর্ব ও চূড়ান্ত প্রতিযোগিতায় বিচারক ছিলেন তিনি। তাকে দেখা গেছে লিড জাজ হিসেবেও। এই প্রতিযোগিতায় এবার নির্বাচিত করা হয়েছে ৬ জন বিজয়ীকে, যারা দেশ ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন।
এ বিষয়ে রাজীব মণি দাস বলেন, দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রতিভাগুলোকে তুলে ধরতে একটা প্ল্যাটফর্ম দরকার। আর সেই সুযোগ করে দিচ্ছে ‘মিস্টার এন্ড মিস গ্ল্যামার লুকস’। গত ২৭ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যায় ‘ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লি. (আইসিসিএল)’ অনুষ্ঠিত হয় ‘মিস্টার এন্ড মিসেস গ্ল্যামার লুকস’ (সিজন ৪)-এর ফাইনাল রাউন্ড।
সেখানেই বিচারকের আসনে ছিলেন রাজীব মণি দাস। বিচারকার্যের মতো গুরুদায়িত্ব পালনের মাধ্যমে সুদর্শন নারী-পুরুষ খুঁজে বের করলেন তিনি। এ প্রসঙ্গে এই রাজীব মণি দাস বলেন, ‘দ্বিতীয়বার এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। যখন আমাকে ফাইনাল রাউন্ডের জাজমেন্টের জন্য আমন্ত্রণ জানানো হয় আমি সারপ্রাইজড হয়ে থ্রিল অনুভব করছিলাম!’ তিনি বলেন, ‘দীর্ঘ বছর উপন্যাস, নাটক, গান নিয়ে কাজ করছি।
নিশ্চয়ই আমার অভিজ্ঞতা মূল্যায়ন করে আয়োজক কর্তৃপক্ষ আমাকে জাজমেন্টের জন্য ডেকেছেন। এজন্য সম্মানিত বোধ করে ফাইনাল রাউন্ডেও থেকেছি।’ চলতি বছরের আগস্ট মাস থেকে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে পুরুষ ও নারীরা উভয়ই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সেখান থেকে একাধিক ধাপ অতিক্রমের মাধ্যমে শুক্রবার অনুষ্ঠিত হয় ফাইনাল রাউন্ড।
বিচারকের আসনে আরো যারা ছিল- অপু বিশ্বাস, নাজনীন হাসান খান, জয় চৌধুরী, মাহবুদ, সিফাত নুসরাত, মারিয়া কিসপট্রা। এবারের ‘মি. এন্ড মিস গ্ল্যামার লুকস’ বিজয়ীরা হলেন- (নারী) চ্যাম্পিয়ন- প্রিয়াঙ্কা বারই, ১ম রানার আপ- মুসকান চৌধুরী, ২য় রানার আপ টাজরুবা নওশিন, (পুরুষ) চ্যাম্পিয়ন- রায়ান মুকিত আলভি, ১ম রানার আপ- আডনান করিম, ২য় রানার আপ- আরিয়ান সোহাগ।
রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪
কথাসাহিত্যিক, নাট্যকার, গীতিকার রাজীব মণি দাস। সম্প্রতি রিয়েলিটি শো ‘মি. এন্ড মিস গ্ল্যামার লুকস-২০২৪’র প্রাথমিক বাছাই পর্ব ও চূড়ান্ত প্রতিযোগিতায় বিচারক ছিলেন তিনি। তাকে দেখা গেছে লিড জাজ হিসেবেও। এই প্রতিযোগিতায় এবার নির্বাচিত করা হয়েছে ৬ জন বিজয়ীকে, যারা দেশ ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন।
এ বিষয়ে রাজীব মণি দাস বলেন, দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রতিভাগুলোকে তুলে ধরতে একটা প্ল্যাটফর্ম দরকার। আর সেই সুযোগ করে দিচ্ছে ‘মিস্টার এন্ড মিস গ্ল্যামার লুকস’। গত ২৭ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যায় ‘ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লি. (আইসিসিএল)’ অনুষ্ঠিত হয় ‘মিস্টার এন্ড মিসেস গ্ল্যামার লুকস’ (সিজন ৪)-এর ফাইনাল রাউন্ড।
সেখানেই বিচারকের আসনে ছিলেন রাজীব মণি দাস। বিচারকার্যের মতো গুরুদায়িত্ব পালনের মাধ্যমে সুদর্শন নারী-পুরুষ খুঁজে বের করলেন তিনি। এ প্রসঙ্গে এই রাজীব মণি দাস বলেন, ‘দ্বিতীয়বার এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। যখন আমাকে ফাইনাল রাউন্ডের জাজমেন্টের জন্য আমন্ত্রণ জানানো হয় আমি সারপ্রাইজড হয়ে থ্রিল অনুভব করছিলাম!’ তিনি বলেন, ‘দীর্ঘ বছর উপন্যাস, নাটক, গান নিয়ে কাজ করছি।
নিশ্চয়ই আমার অভিজ্ঞতা মূল্যায়ন করে আয়োজক কর্তৃপক্ষ আমাকে জাজমেন্টের জন্য ডেকেছেন। এজন্য সম্মানিত বোধ করে ফাইনাল রাউন্ডেও থেকেছি।’ চলতি বছরের আগস্ট মাস থেকে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে পুরুষ ও নারীরা উভয়ই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সেখান থেকে একাধিক ধাপ অতিক্রমের মাধ্যমে শুক্রবার অনুষ্ঠিত হয় ফাইনাল রাউন্ড।
বিচারকের আসনে আরো যারা ছিল- অপু বিশ্বাস, নাজনীন হাসান খান, জয় চৌধুরী, মাহবুদ, সিফাত নুসরাত, মারিয়া কিসপট্রা। এবারের ‘মি. এন্ড মিস গ্ল্যামার লুকস’ বিজয়ীরা হলেন- (নারী) চ্যাম্পিয়ন- প্রিয়াঙ্কা বারই, ১ম রানার আপ- মুসকান চৌধুরী, ২য় রানার আপ টাজরুবা নওশিন, (পুরুষ) চ্যাম্পিয়ন- রায়ান মুকিত আলভি, ১ম রানার আপ- আডনান করিম, ২য় রানার আপ- আরিয়ান সোহাগ।