আগামী ঈদে এটিএন বাংলায় প্রচারের অপেক্ষায় ‘পাঁচফোড়ন’-এ দ্বৈত গান গেয়েছেন সাব্বির জামান-সিঁথি। সানজিদা হানিফ পরিচালিত ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান এটি। সেই গান লিখেছেন একুশে পদকপ্রাপ্ত জীবন্ত কিংবদন্তী গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। গানের কথা হচ্ছে এমন ‘তুমি এলে যেই, ব্যাথাগুলো ভুলে যেতে শক্তি পেলাম, দুঃখগুলো দেখি নেই আর নেই’। গানটির সুর সংগীত করেছেন সাব্বির জামান। এরই মধ্যে গানটির দৃশ্যায়নেও অংশ নিয়েছেন তারা। সাব্বির জামান বলেন, ‘সিঁথি সাহার সঙ্গে এটা আমার প্রথম দ্বৈত গান। সিঁথির কণ্ঠটা ভীষণ মিষ্টি। খুব সুন্দর গায়, পরিশীলিত গায়কী। যে কারণে তার সঙ্গে গান গেয়ে ভীষণ ভালো লেগেছে।
আর বেশকিছুদিন আগেই সৈয়দ আব্দুল হাদী স্যারের সঙ্গে একই মঞ্চে হানিফ সংকেত ভাইয়ের ইত্যাদিতে গান গাওয়ার সুযোগ হয়েছিল আমার। এবারই প্রথম আমি আর সিঁথি পাঁচফোড়ন-এ গাইলাম। পরম সৌভাগ্য হলো রফিক স্যারের লেখা গানের সুর সংগীত করার। জানিনা কেমন করেছি, তবে আমার ভীষণ চেষ্টা ছিল মনের মতো করে সুর সংগীত করার। আশা করছি শ্রোতা দর্শকের ভালো লাগবে।’ সিঁথি সাহা বলেন, ‘শ্রদ্ধেয় রফিক ভাইয়ের লেখা অনেক কালজয়ী গান শুনেছি। তবে গাওয়ার সৌভাগ্য হয়নি কখনও। এবারই প্রথম তার গীতিকবিতায় গান গাইতে পেরে সত্যিই ভালো লাগল। আর আমার দোস্ত সাব্বিরও দারুণ সুর করেছে। যে কারণে তার সঙ্গে গাইতেও ভালো লেগেছে। আশা করছি গানটি প্রচারের পর শ্রোতা দর্শকের ভালো লাগবে।’
শনিবার, ৩১ মে ২০২৫
আগামী ঈদে এটিএন বাংলায় প্রচারের অপেক্ষায় ‘পাঁচফোড়ন’-এ দ্বৈত গান গেয়েছেন সাব্বির জামান-সিঁথি। সানজিদা হানিফ পরিচালিত ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান এটি। সেই গান লিখেছেন একুশে পদকপ্রাপ্ত জীবন্ত কিংবদন্তী গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। গানের কথা হচ্ছে এমন ‘তুমি এলে যেই, ব্যাথাগুলো ভুলে যেতে শক্তি পেলাম, দুঃখগুলো দেখি নেই আর নেই’। গানটির সুর সংগীত করেছেন সাব্বির জামান। এরই মধ্যে গানটির দৃশ্যায়নেও অংশ নিয়েছেন তারা। সাব্বির জামান বলেন, ‘সিঁথি সাহার সঙ্গে এটা আমার প্রথম দ্বৈত গান। সিঁথির কণ্ঠটা ভীষণ মিষ্টি। খুব সুন্দর গায়, পরিশীলিত গায়কী। যে কারণে তার সঙ্গে গান গেয়ে ভীষণ ভালো লেগেছে।
আর বেশকিছুদিন আগেই সৈয়দ আব্দুল হাদী স্যারের সঙ্গে একই মঞ্চে হানিফ সংকেত ভাইয়ের ইত্যাদিতে গান গাওয়ার সুযোগ হয়েছিল আমার। এবারই প্রথম আমি আর সিঁথি পাঁচফোড়ন-এ গাইলাম। পরম সৌভাগ্য হলো রফিক স্যারের লেখা গানের সুর সংগীত করার। জানিনা কেমন করেছি, তবে আমার ভীষণ চেষ্টা ছিল মনের মতো করে সুর সংগীত করার। আশা করছি শ্রোতা দর্শকের ভালো লাগবে।’ সিঁথি সাহা বলেন, ‘শ্রদ্ধেয় রফিক ভাইয়ের লেখা অনেক কালজয়ী গান শুনেছি। তবে গাওয়ার সৌভাগ্য হয়নি কখনও। এবারই প্রথম তার গীতিকবিতায় গান গাইতে পেরে সত্যিই ভালো লাগল। আর আমার দোস্ত সাব্বিরও দারুণ সুর করেছে। যে কারণে তার সঙ্গে গাইতেও ভালো লেগেছে। আশা করছি গানটি প্রচারের পর শ্রোতা দর্শকের ভালো লাগবে।’