কানাপ্পা একটি আসন্ন ভারতীয় তেলুগু ভাষার চলচ্চিত্র, যা কানাপ্পার কিংবদন্তীর ওপর ভিত্তি করে নির্মিত। এটি একটি ফ্যান্টাসি ফিল্ম, ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন বিষ্ণু মাঞ্চু, অক্ষয় কুমার, কাজল আগরওয়াল, প্রভাসসহ অনেকে। ছবিটি কানাপ্পা নামের এক শিব ভক্তের কিংবদন্তীর ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। অক্ষয় কুমারকে শিবের চরিত্রে দেখা যাবে, যদিও তার উপস্থিতি ছোট। কাজল আগরওয়াল দেবী পার্বতীর ভূমিকায় অভিনয় করছেন। ছবিটি তেলুগু ভাষায় নির্মিত, তবে অন্যান্য ভাষাতেও মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ছবিটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠান সম্প্রতি একটি দুর্ঘটনার কারণে বাতিল করা হয়েছিল। শুরু থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসন্ন তেলুগু ফ্যান্টাসি-ড্রামা ‘কানাপ্পা’। এবার দীর্ঘদিনের অপেক্ষা শেষে মুক্তি পেল ‘কানাপ্পা’ ছবির অফিসিয়াল ট্রেলার। এই প্রথম বড় পর্দায় প্রভাসের সঙ্গে জুটি বাঁধলেন অক্ষয় কুমার। ‘কানাপ্পা’ ছবিটি একটি পৌরাণিক মহাকাব্যের ওপর ভিত্তি করে তৈরি। এর চিত্রনাট্য লিখেছেন বিষ্ণু মাঞ্চু নিজেই। বলা ভালো, এই ছবিটি এই বছরের সব থেকে তারকা খচিত একটি ছবি হতে চলেছে। মুকেশ কুমার সিং পরিচালিত এই সিনেমা মুক্তি পাবে আগামী ২৭ জুন। ট্রেলারের প্রথমেই একটি ছোট্ট ছেলেকে একটি দেবীর মূর্তির দিকে পাথর নিক্ষেপ করতে দেখা যায়। পরে দেখা যায় সেই পাথরটি লুফে নিয়েছেন ভগবান শিব। ট্রেলার দেখলেই আপনি বুঝতে পারবেন দুই উপজাতি দলের মধ্যে তৈরি হওয়া একটি সংঘর্ষের কাহিনী দেখানো হয়েছে এই ছবিতে। এই সিনেমায় একদিকে শিবের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, অন্যদিকে প্রভাস রুদ্রের ভূমিকায় অভিনয় করেছেন, মোহনলাল অভিনয় করেছেন কিরাতের চরিত্রে। গোটা ছবিটিই তৈরি হয়েছে একটি আধ্যাত্মিক কাহিনির ওপর ভিত্তি করে, যেখানে দুর্দান্ত কিছু অ্যাকশন সিকুয়েন্স দেখতে পাবেন দর্শকরা।
ট্রেলার দেখতে দেখতে এক সময় দর্শকের বাহুবলির কথা মনে হতেই পারে। অনেকটা একই রকম অ্যাকশন দৃশ্য, একই রকম প্রেক্ষাপট দেখানো হয়েছে ছবিতে। ছবিটিকে বর্ণনা করে নির্মাতারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ‘একজন সাধারণ শিকারির ঐতিহাসিক এবং ভক্তিমূলক গল্প, যে গল্পে দেখানো তার ভক্তি, সাহস এবং ত্যাগের কথা।’
সোমবার, ১৬ জুন ২০২৫
কানাপ্পা একটি আসন্ন ভারতীয় তেলুগু ভাষার চলচ্চিত্র, যা কানাপ্পার কিংবদন্তীর ওপর ভিত্তি করে নির্মিত। এটি একটি ফ্যান্টাসি ফিল্ম, ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন বিষ্ণু মাঞ্চু, অক্ষয় কুমার, কাজল আগরওয়াল, প্রভাসসহ অনেকে। ছবিটি কানাপ্পা নামের এক শিব ভক্তের কিংবদন্তীর ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। অক্ষয় কুমারকে শিবের চরিত্রে দেখা যাবে, যদিও তার উপস্থিতি ছোট। কাজল আগরওয়াল দেবী পার্বতীর ভূমিকায় অভিনয় করছেন। ছবিটি তেলুগু ভাষায় নির্মিত, তবে অন্যান্য ভাষাতেও মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ছবিটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠান সম্প্রতি একটি দুর্ঘটনার কারণে বাতিল করা হয়েছিল। শুরু থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসন্ন তেলুগু ফ্যান্টাসি-ড্রামা ‘কানাপ্পা’। এবার দীর্ঘদিনের অপেক্ষা শেষে মুক্তি পেল ‘কানাপ্পা’ ছবির অফিসিয়াল ট্রেলার। এই প্রথম বড় পর্দায় প্রভাসের সঙ্গে জুটি বাঁধলেন অক্ষয় কুমার। ‘কানাপ্পা’ ছবিটি একটি পৌরাণিক মহাকাব্যের ওপর ভিত্তি করে তৈরি। এর চিত্রনাট্য লিখেছেন বিষ্ণু মাঞ্চু নিজেই। বলা ভালো, এই ছবিটি এই বছরের সব থেকে তারকা খচিত একটি ছবি হতে চলেছে। মুকেশ কুমার সিং পরিচালিত এই সিনেমা মুক্তি পাবে আগামী ২৭ জুন। ট্রেলারের প্রথমেই একটি ছোট্ট ছেলেকে একটি দেবীর মূর্তির দিকে পাথর নিক্ষেপ করতে দেখা যায়। পরে দেখা যায় সেই পাথরটি লুফে নিয়েছেন ভগবান শিব। ট্রেলার দেখলেই আপনি বুঝতে পারবেন দুই উপজাতি দলের মধ্যে তৈরি হওয়া একটি সংঘর্ষের কাহিনী দেখানো হয়েছে এই ছবিতে। এই সিনেমায় একদিকে শিবের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, অন্যদিকে প্রভাস রুদ্রের ভূমিকায় অভিনয় করেছেন, মোহনলাল অভিনয় করেছেন কিরাতের চরিত্রে। গোটা ছবিটিই তৈরি হয়েছে একটি আধ্যাত্মিক কাহিনির ওপর ভিত্তি করে, যেখানে দুর্দান্ত কিছু অ্যাকশন সিকুয়েন্স দেখতে পাবেন দর্শকরা।
ট্রেলার দেখতে দেখতে এক সময় দর্শকের বাহুবলির কথা মনে হতেই পারে। অনেকটা একই রকম অ্যাকশন দৃশ্য, একই রকম প্রেক্ষাপট দেখানো হয়েছে ছবিতে। ছবিটিকে বর্ণনা করে নির্মাতারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ‘একজন সাধারণ শিকারির ঐতিহাসিক এবং ভক্তিমূলক গল্প, যে গল্পে দেখানো তার ভক্তি, সাহস এবং ত্যাগের কথা।’