প্রয়াত বরেণ্য চলচ্চিত্র পরিচালক বেলাল আহমেদের নির্দেশনায় সরকারি অনুদানে নির্মিত ‘অনিশ্চিত যাত্রা’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন শিউলী শিলা। তবে এরপর আরও সিনেমাতে অভিনয় করলেও সরকারি অনুদানের সিনেমায় আর অভিনয়ের সুযোগ হয়ে উঠেনি তার। কারণ সিনেমার চেয়ে নাটকেই তিনি বেশি কাজ করেছেন। পাশাপাশি মিউজিক ভিডিওতেও তিনি মডেল হিসেবে কাজ করে বেশ ভালো সাড়া পেয়েছেন। ভালো গল্পের সিনেমাতে শিলার কাজ করার সুযোগ হয়েছে খুব কমশিউলী শিলার। আর সরকারি অনুদানের সিনেমাতে সেই সুযোগ এসেছে মাত্র একবার। বাংলাদেশের সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গেও একটি সিনেমাতে অভিনয় করার সুযোগ হয়েছিলো প্রয়াত এমবি মানকি পরিচালিত ‘প্রেম কয়েদী’ সিনেমায়। যদিও সিনেমাটিতে তিনি ছোট্ট একটি চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। শিউলী শিলা বলেন, ‘অতি সাধারণ একজন শিল্পীআমি। কিন্তু তারপরও অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে আমি শিল্পীদের যে ভালোবাসা পেয়েছি, যে সাপোর্ট পেয়েছি তাতে সত্যিই বিস্মিত, মুগ্ধ। সবার সহযোগিতায়, ভোটে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হতে পেরেছি। বলা যায় এটা আমার শিল্পী জীবনের অনেক বড় অর্জন। চেষ্টা করছি দায়িত্ব যথাযথভাবে পালন করতে। তবে এই মুহূর্তে এসে খুব ইচ্ছে আমার সরকারি অনুদানের সিনেমায় কাজ করার। কারণ দেখেছি যে সরকারি অনুদানে যে সিনেমাগুলো নির্মিত হয়। গল্পগুলোও হয় জীবন ঘনিষ্ঠ গল্প। যে কারণে এই সিনেমাগুলোর প্রতি দর্শকের আলাদা ভালোলাগা বা আগ্রহ থাকে। আবার দেখা যায় সরকারী অনুদানের সিনেমাতে অভিনয় করেও অনেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পায়। আমি হয়তো এতো বড় অভিনেত্রী নই। কিন্তু স্বপ্ন দেখাটাতো আর দোষের নয়। তাই আমারও স্বপ্ন একটি ভালো গল্পের সরকারী অনুদানের সিনেমায় একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করার। পরিচালকদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে যদি কেউ আমার এই স্বপ্ন পূরণে এগিয়ে আসেন তার প্রতি কৃতজ্ঞ থাকবো আমি।’
সোমবার, ২৩ জুন ২০২৫
প্রয়াত বরেণ্য চলচ্চিত্র পরিচালক বেলাল আহমেদের নির্দেশনায় সরকারি অনুদানে নির্মিত ‘অনিশ্চিত যাত্রা’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন শিউলী শিলা। তবে এরপর আরও সিনেমাতে অভিনয় করলেও সরকারি অনুদানের সিনেমায় আর অভিনয়ের সুযোগ হয়ে উঠেনি তার। কারণ সিনেমার চেয়ে নাটকেই তিনি বেশি কাজ করেছেন। পাশাপাশি মিউজিক ভিডিওতেও তিনি মডেল হিসেবে কাজ করে বেশ ভালো সাড়া পেয়েছেন। ভালো গল্পের সিনেমাতে শিলার কাজ করার সুযোগ হয়েছে খুব কমশিউলী শিলার। আর সরকারি অনুদানের সিনেমাতে সেই সুযোগ এসেছে মাত্র একবার। বাংলাদেশের সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গেও একটি সিনেমাতে অভিনয় করার সুযোগ হয়েছিলো প্রয়াত এমবি মানকি পরিচালিত ‘প্রেম কয়েদী’ সিনেমায়। যদিও সিনেমাটিতে তিনি ছোট্ট একটি চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। শিউলী শিলা বলেন, ‘অতি সাধারণ একজন শিল্পীআমি। কিন্তু তারপরও অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে আমি শিল্পীদের যে ভালোবাসা পেয়েছি, যে সাপোর্ট পেয়েছি তাতে সত্যিই বিস্মিত, মুগ্ধ। সবার সহযোগিতায়, ভোটে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হতে পেরেছি। বলা যায় এটা আমার শিল্পী জীবনের অনেক বড় অর্জন। চেষ্টা করছি দায়িত্ব যথাযথভাবে পালন করতে। তবে এই মুহূর্তে এসে খুব ইচ্ছে আমার সরকারি অনুদানের সিনেমায় কাজ করার। কারণ দেখেছি যে সরকারি অনুদানে যে সিনেমাগুলো নির্মিত হয়। গল্পগুলোও হয় জীবন ঘনিষ্ঠ গল্প। যে কারণে এই সিনেমাগুলোর প্রতি দর্শকের আলাদা ভালোলাগা বা আগ্রহ থাকে। আবার দেখা যায় সরকারী অনুদানের সিনেমাতে অভিনয় করেও অনেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পায়। আমি হয়তো এতো বড় অভিনেত্রী নই। কিন্তু স্বপ্ন দেখাটাতো আর দোষের নয়। তাই আমারও স্বপ্ন একটি ভালো গল্পের সরকারী অনুদানের সিনেমায় একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করার। পরিচালকদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে যদি কেউ আমার এই স্বপ্ন পূরণে এগিয়ে আসেন তার প্রতি কৃতজ্ঞ থাকবো আমি।’