দেশের দুই ব্যান্ড দল আর্ক ও শিরোনামহীন। দেশের পাশাপাশি বিদেশেও রয়েছে তাদের জনপ্রিয়তা যার জন্য প্রতি বছরই ইউরোপ-আমেরিকায় গানের আমন্ত্রণ পেয়ে থাকেন তারা। সেই ধারাবাহিকতায় এবার একসঙ্গে কানাডার মঞ্চে দেখা যাবে ব্যান্ড দুটিকে। বিষয়টি আর্কের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, আর্ক ব্যান্ড আগামী আগস্টের শেষ থেকে পুরো সেপ্টেম্বর মাস কানাডায় থাকবে। সেখানে মাসজুড়ে কনসার্ট করবে দলটি যার মধ্যে মিক্সটেপ মিউজিক ফেস্টিভ্যাল-২০২৫ অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর স্কারবরো, অন্টারিওতে। যেখানে আর্কের সঙ্গে এক মঞ্চে থাকবে ব্যান্ড শিরোনামহীন। এ ছাড়া তাদের সঙ্গে গাইবে কানাডার স্থানীয় প্রবাসী বাংলাদেশি ব্যান্ড আয়রন ক্লিফ ও বি-শার্প। মিক্সটেপের আয়োজনে ইভেন্টের শিরোনাম দেয়া হয়েছে ‘এই অবেলায় সুইটি’। কনসার্টের টিকিটের বিক্রি এরই মধ্যে অনলাইনে শুরু হয়েছে, যা পাওয়া যাচ্ছে টিকিট
মিক্সটেপ ইভেন্টের অনলাইনে। এ কনসার্টের মধ্য দিয়ে স্টেজে ফিরবেন শিরোনামহীনের দলনেতা জিয়াউর রহমান জিয়া। বর্তমানে শিরোনামহীনের দেশেও রয়েছে কনসার্ট ব্যস্ততা। ঢাকা ও ঢাকার বাইরে সমানতালে শো করছে দলটি। কানাডা সফর নিয়ে তাদের পক্ষ থেকে জানানো হয়, এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রথমবারের এত কানাডায় কনসার্ট করে দলটি। টরন্টোতে মিক্সটেপের আয়োজনে সেবার প্রথম সফর করে তারা। আয়োজনটি তাদের ২৯ বছরের ইতিহাসে কানাডায় প্রথম সফর ছিল। তাই এবারও দেশটিতে যেতে পেরে আনন্দিত পুরো দল।
শনিবার, ১৯ জুলাই ২০২৫
দেশের দুই ব্যান্ড দল আর্ক ও শিরোনামহীন। দেশের পাশাপাশি বিদেশেও রয়েছে তাদের জনপ্রিয়তা যার জন্য প্রতি বছরই ইউরোপ-আমেরিকায় গানের আমন্ত্রণ পেয়ে থাকেন তারা। সেই ধারাবাহিকতায় এবার একসঙ্গে কানাডার মঞ্চে দেখা যাবে ব্যান্ড দুটিকে। বিষয়টি আর্কের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, আর্ক ব্যান্ড আগামী আগস্টের শেষ থেকে পুরো সেপ্টেম্বর মাস কানাডায় থাকবে। সেখানে মাসজুড়ে কনসার্ট করবে দলটি যার মধ্যে মিক্সটেপ মিউজিক ফেস্টিভ্যাল-২০২৫ অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর স্কারবরো, অন্টারিওতে। যেখানে আর্কের সঙ্গে এক মঞ্চে থাকবে ব্যান্ড শিরোনামহীন। এ ছাড়া তাদের সঙ্গে গাইবে কানাডার স্থানীয় প্রবাসী বাংলাদেশি ব্যান্ড আয়রন ক্লিফ ও বি-শার্প। মিক্সটেপের আয়োজনে ইভেন্টের শিরোনাম দেয়া হয়েছে ‘এই অবেলায় সুইটি’। কনসার্টের টিকিটের বিক্রি এরই মধ্যে অনলাইনে শুরু হয়েছে, যা পাওয়া যাচ্ছে টিকিট
মিক্সটেপ ইভেন্টের অনলাইনে। এ কনসার্টের মধ্য দিয়ে স্টেজে ফিরবেন শিরোনামহীনের দলনেতা জিয়াউর রহমান জিয়া। বর্তমানে শিরোনামহীনের দেশেও রয়েছে কনসার্ট ব্যস্ততা। ঢাকা ও ঢাকার বাইরে সমানতালে শো করছে দলটি। কানাডা সফর নিয়ে তাদের পক্ষ থেকে জানানো হয়, এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রথমবারের এত কানাডায় কনসার্ট করে দলটি। টরন্টোতে মিক্সটেপের আয়োজনে সেবার প্রথম সফর করে তারা। আয়োজনটি তাদের ২৯ বছরের ইতিহাসে কানাডায় প্রথম সফর ছিল। তাই এবারও দেশটিতে যেতে পেরে আনন্দিত পুরো দল।