বলিউড সুপারস্টার শাহরুখ খান তার আসন্ন ছবি ‘কিং’-এর শুটিংয়ের সময় চোট পেয়েছেন বলে জানিয়েছে ফিল্মফেয়ার। যদিও চোট গুরুতর নয়, তাকে এক মাস বিশ্রাম নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। ফিল্মফেয়ার বরাত এ খবর জানিয়েছে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মুম্বাইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে একটি উচ্চ মাত্রার অ্যাকশন দৃশ্য শুটিংয়ের সময় শাহরুখের পেশিতে একাধিক চোট লেগেছে। এরপর দ্রুত চিকিৎসার জন্য তিনি ও তার টিম যুক্তরাষ্ট্রে গমন করেছেন বলে জানা গেছে। শুটিং বর্তমানে বন্ধ রয়েছে এবং রিপোর্ট অনুযায়ী, শাহরুখ পুরোপুরি সুস্থ হওয়ার পর শুটিং পুনরায় শুরু করা হবে। দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চনের মতো তারকাদের অভিনয় এতে থাকছে। ‘কিং’ সিনেমা ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা। এ সিনেমা ‘ডঙ্কি’র পর শাহরুখের অপেক্ষিত ফিরতি বড় ছবি। কিছু সংবাদে বলা হয়েছে, ফিল্ম সিটি ও ওয়াইআরএফ স্টুডিওতে আগামী শুটিং বুকিং বাতিল হয়েছে, তবে শাহরুখের টিম থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। অ্যাকশন থ্রিলার ‘কিং’-এ একজন মেন্টর ও তার শিষ্য কিভাবে বিপদে পড়েও বেঁচে থাকার সংগ্রাম করে সেই গল্প দেখানো হবে।
রোববার, ২০ জুলাই ২০২৫
বলিউড সুপারস্টার শাহরুখ খান তার আসন্ন ছবি ‘কিং’-এর শুটিংয়ের সময় চোট পেয়েছেন বলে জানিয়েছে ফিল্মফেয়ার। যদিও চোট গুরুতর নয়, তাকে এক মাস বিশ্রাম নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। ফিল্মফেয়ার বরাত এ খবর জানিয়েছে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মুম্বাইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে একটি উচ্চ মাত্রার অ্যাকশন দৃশ্য শুটিংয়ের সময় শাহরুখের পেশিতে একাধিক চোট লেগেছে। এরপর দ্রুত চিকিৎসার জন্য তিনি ও তার টিম যুক্তরাষ্ট্রে গমন করেছেন বলে জানা গেছে। শুটিং বর্তমানে বন্ধ রয়েছে এবং রিপোর্ট অনুযায়ী, শাহরুখ পুরোপুরি সুস্থ হওয়ার পর শুটিং পুনরায় শুরু করা হবে। দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চনের মতো তারকাদের অভিনয় এতে থাকছে। ‘কিং’ সিনেমা ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা। এ সিনেমা ‘ডঙ্কি’র পর শাহরুখের অপেক্ষিত ফিরতি বড় ছবি। কিছু সংবাদে বলা হয়েছে, ফিল্ম সিটি ও ওয়াইআরএফ স্টুডিওতে আগামী শুটিং বুকিং বাতিল হয়েছে, তবে শাহরুখের টিম থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। অ্যাকশন থ্রিলার ‘কিং’-এ একজন মেন্টর ও তার শিষ্য কিভাবে বিপদে পড়েও বেঁচে থাকার সংগ্রাম করে সেই গল্প দেখানো হবে।