নাট্যনির্মাতা মুসাফির রনির ধারাবাহিক নাটক ‘জোনাকির আলো’। এনটিভিতে প্রচার চলতি এ ধারাবাহিকটি শিগগির শেষ হতে যাচ্ছে বলে জানালেন নির্মাতা নিজেই। এরই মধ্যে ১৩৫তম পর্ব প্রচার শেষ হয়েছে। আর কয়েকটি পর্ব প্রচারের পরই শেষে হবে এটি। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শহীদুজ্জামান সেলিম বলেন, ‘এনটিভিতে যত ধারাবাহিক নাটক প্রচার হয়, তার মধ্যে জোনাকির আলো অন্যতম দর্শকপ্রিয় একটি নাটক। এটি একটি পারিবারিক গল্পের নাটক। আমি এ ধারাবাহিকের শুরু থেকেই যুক্ত আছি। এ ছাড়া যে ধরনের গল্পে সাধারণত কাজ করতে চাই ‘জোনাকির আলো’ ঠিক সেই ধরনের গল্পেরই নাটক।’ নাটকে অভিনয় নিয়ে ইন্তেখাব দিনার বলেন, ‘এ নাটকে আমরা পরিবারের মতো হয়ে কাজ করেছি। কাজটি শেষ হচ্ছে জেনে যেমন খারাপ লাগছে, তেমনি ভালো লাগছে কাজটি সফলভাবে শেষ হচ্ছে।’ শেলী আহসান বলেন, ‘শেষ হয়ে যাচ্ছে জোনাকির আলো, তাই মনটা একটু খারাপ। সবাইকে খুব মিস করব।’
ড. নাজনীন চুমকি বলেন, ‘রনি যেদিন আমাকে প্রথম ফোন করে এ নাটকে অভিনয়ের জন্য, যখন জানতে পারি যে এতে সেলিম ভাই আছেন, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। খুব ভালো লেগেছে জোনাকির আলো টিমের সঙ্গে কাজ করে।’ মিহি বলেন, ‘জোনাকির আলো পুরো টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুব চমৎকার। নিজেকে অভিনয়ে সৃমদ্ধ করার সুযোগ পেয়েছি এ ধারাবাহিকে কাজ করে। সালমান আরাফাত বলেন, ‘আমি তো অভিনয়ে একেবারেই নতুন। আমার বাবার চরিত্রে শ্রদ্ধেয় শহীদুজ্জামান সেলিম ভাইকে পেয়ে কতটা ভালো লেগেছিল, তা ভাষায় প্রকাশের নয়। আমি ভীষণ উপভোগ করেছি, আমাকে এমন সুযোগ দেয়ার জন্য রনি ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা।’ নির্মাতা মুসাফির রনি জানান, এরই মধ্যে ধারাবাহিকটির শেষ পর্বের নির্মাণকাজও সম্পন্ন হয়েছে। নাটকটিতে অভিনয় করছেন আবুল হায়াত, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, শেলী আহসান, ড. নাজনীন চুমকি, সালহা খানম নাদিয়া, ফারজানা আহসান মিহি, সালমান আরাফাতসহ আরও অনেকে।
রোববার, ২০ জুলাই ২০২৫
নাট্যনির্মাতা মুসাফির রনির ধারাবাহিক নাটক ‘জোনাকির আলো’। এনটিভিতে প্রচার চলতি এ ধারাবাহিকটি শিগগির শেষ হতে যাচ্ছে বলে জানালেন নির্মাতা নিজেই। এরই মধ্যে ১৩৫তম পর্ব প্রচার শেষ হয়েছে। আর কয়েকটি পর্ব প্রচারের পরই শেষে হবে এটি। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শহীদুজ্জামান সেলিম বলেন, ‘এনটিভিতে যত ধারাবাহিক নাটক প্রচার হয়, তার মধ্যে জোনাকির আলো অন্যতম দর্শকপ্রিয় একটি নাটক। এটি একটি পারিবারিক গল্পের নাটক। আমি এ ধারাবাহিকের শুরু থেকেই যুক্ত আছি। এ ছাড়া যে ধরনের গল্পে সাধারণত কাজ করতে চাই ‘জোনাকির আলো’ ঠিক সেই ধরনের গল্পেরই নাটক।’ নাটকে অভিনয় নিয়ে ইন্তেখাব দিনার বলেন, ‘এ নাটকে আমরা পরিবারের মতো হয়ে কাজ করেছি। কাজটি শেষ হচ্ছে জেনে যেমন খারাপ লাগছে, তেমনি ভালো লাগছে কাজটি সফলভাবে শেষ হচ্ছে।’ শেলী আহসান বলেন, ‘শেষ হয়ে যাচ্ছে জোনাকির আলো, তাই মনটা একটু খারাপ। সবাইকে খুব মিস করব।’
ড. নাজনীন চুমকি বলেন, ‘রনি যেদিন আমাকে প্রথম ফোন করে এ নাটকে অভিনয়ের জন্য, যখন জানতে পারি যে এতে সেলিম ভাই আছেন, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। খুব ভালো লেগেছে জোনাকির আলো টিমের সঙ্গে কাজ করে।’ মিহি বলেন, ‘জোনাকির আলো পুরো টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুব চমৎকার। নিজেকে অভিনয়ে সৃমদ্ধ করার সুযোগ পেয়েছি এ ধারাবাহিকে কাজ করে। সালমান আরাফাত বলেন, ‘আমি তো অভিনয়ে একেবারেই নতুন। আমার বাবার চরিত্রে শ্রদ্ধেয় শহীদুজ্জামান সেলিম ভাইকে পেয়ে কতটা ভালো লেগেছিল, তা ভাষায় প্রকাশের নয়। আমি ভীষণ উপভোগ করেছি, আমাকে এমন সুযোগ দেয়ার জন্য রনি ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা।’ নির্মাতা মুসাফির রনি জানান, এরই মধ্যে ধারাবাহিকটির শেষ পর্বের নির্মাণকাজও সম্পন্ন হয়েছে। নাটকটিতে অভিনয় করছেন আবুল হায়াত, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, শেলী আহসান, ড. নাজনীন চুমকি, সালহা খানম নাদিয়া, ফারজানা আহসান মিহি, সালমান আরাফাতসহ আরও অনেকে।