বাংলাদেশের নাট্যাঙ্গনের অভিনেতা জোভান ও এই প্রজন্মের আলোচিত অভিনেত্রী আইশা খান অভিনীত বেশ কিছু নাটক এরইমধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে। এবার তাদের নিয়ে ‘আবেগ’ নামের একটি নাটক নির্মাণ করেছেন নাট্যনির্মাতা তুহিন হোসেন। রেজাউল আলম শাওনের রচনায় নাটকটির নির্মাণ কাজ এরইমধ্যে শেষ করেছেন তুহিন হোসেন। তুহিন হোসেন বলেন, ‘আবেগ নাটকটি মূলত আমাদের জীবনে ঘটে যাওয়া সমসাময়িক ঘটনারই প্রতিচ্ছবি। জোভান ও আইশা জুটিকে নিয়ে আমার নির্মিত অন্যতম ভালোলাগার একটি নাটক।’ অভিনেত্রী আইশা খান বলেন, ‘কাজটা আমরা চেষ্টা করেছি গুছিয়ে করার। তুহিন ভাই রোমান্টিক ঘরানার কাজ একটু কম করেন। সে জায়গা থেকে তিনি নিজেও খুব যত্ন নিয়ে কাজটি করেছেন। শাওন ভাইয়ের গল্প, চিত্রনাট্য এবং জোভান ভাইয়ার চরিত্রটি আমার ভীষণ ভালো লেগেছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে জোভান চরিত্রটি এবং নাটকটি।’
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
বাংলাদেশের নাট্যাঙ্গনের অভিনেতা জোভান ও এই প্রজন্মের আলোচিত অভিনেত্রী আইশা খান অভিনীত বেশ কিছু নাটক এরইমধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে। এবার তাদের নিয়ে ‘আবেগ’ নামের একটি নাটক নির্মাণ করেছেন নাট্যনির্মাতা তুহিন হোসেন। রেজাউল আলম শাওনের রচনায় নাটকটির নির্মাণ কাজ এরইমধ্যে শেষ করেছেন তুহিন হোসেন। তুহিন হোসেন বলেন, ‘আবেগ নাটকটি মূলত আমাদের জীবনে ঘটে যাওয়া সমসাময়িক ঘটনারই প্রতিচ্ছবি। জোভান ও আইশা জুটিকে নিয়ে আমার নির্মিত অন্যতম ভালোলাগার একটি নাটক।’ অভিনেত্রী আইশা খান বলেন, ‘কাজটা আমরা চেষ্টা করেছি গুছিয়ে করার। তুহিন ভাই রোমান্টিক ঘরানার কাজ একটু কম করেন। সে জায়গা থেকে তিনি নিজেও খুব যত্ন নিয়ে কাজটি করেছেন। শাওন ভাইয়ের গল্প, চিত্রনাট্য এবং জোভান ভাইয়ার চরিত্রটি আমার ভীষণ ভালো লেগেছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে জোভান চরিত্রটি এবং নাটকটি।’