ইরাকের রাজধানী বাগদাদে মোড়ক উন্মোচিত হয়েছে বাংলাদেশী সংস্কৃতি ও উৎসব নিয়ে লিখা বই ‘ফেস্টিভালস অফ বাংলাদেশ’ এর আরবী সংস্করণ ‘মেহেরজানাত বাংলাদেশ’।
গত ২৬ মার্চ সন্ধ্যায় স্থানীয় আল-মানসুর হোটেলে ইরাকের উপমন্ত্রী মোহাম্মাদ হুসাইন মোহাম্মাদ বাহার আল উলুম বইটির মোড়ক উন্মোচন করেন। এসময় উপস্থিত ছিলেন ইরাকে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ ফজলুল বারী।
ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র উপমন্ত্রী মোহাম্মাদ হুসাইন মোহাম্মাদ বাহার আল উলুম বাংলাদেশ দূতাবাসের এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি দেশটিতে বাংলাদেশের কৃষ্টি ও ঐতিহ্যের উপর প্রকাশিত বইটিকে স্বাগত জানান।
বাংলাদেশী রাষ্ট্রদূত মোঃ ফজলুল বারী আশা করছেন, বাংলাদেশের কৃষ্টি, কালচার ও সংস্কৃতি ইরাকের বিশিষ্টজনদের মাঝে ছড়িয়ে দিতে প্রকাশনাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি উপস্থিত অতিথিদের একটি করে বইয়ের কপিসহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন।
স্বাধীনতা দিবসে আয়োজিত অনুষ্ঠানটিতে ইরাকে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতিনিধি, সংসদ সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সরকারি-বেসরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব প্রমুখ উপস্থিত ছিলেন।
সোমবার, ১০ এপ্রিল ২০২৩
ইরাকের রাজধানী বাগদাদে মোড়ক উন্মোচিত হয়েছে বাংলাদেশী সংস্কৃতি ও উৎসব নিয়ে লিখা বই ‘ফেস্টিভালস অফ বাংলাদেশ’ এর আরবী সংস্করণ ‘মেহেরজানাত বাংলাদেশ’।
গত ২৬ মার্চ সন্ধ্যায় স্থানীয় আল-মানসুর হোটেলে ইরাকের উপমন্ত্রী মোহাম্মাদ হুসাইন মোহাম্মাদ বাহার আল উলুম বইটির মোড়ক উন্মোচন করেন। এসময় উপস্থিত ছিলেন ইরাকে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ ফজলুল বারী।
ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র উপমন্ত্রী মোহাম্মাদ হুসাইন মোহাম্মাদ বাহার আল উলুম বাংলাদেশ দূতাবাসের এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি দেশটিতে বাংলাদেশের কৃষ্টি ও ঐতিহ্যের উপর প্রকাশিত বইটিকে স্বাগত জানান।
বাংলাদেশী রাষ্ট্রদূত মোঃ ফজলুল বারী আশা করছেন, বাংলাদেশের কৃষ্টি, কালচার ও সংস্কৃতি ইরাকের বিশিষ্টজনদের মাঝে ছড়িয়ে দিতে প্রকাশনাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি উপস্থিত অতিথিদের একটি করে বইয়ের কপিসহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন।
স্বাধীনতা দিবসে আয়োজিত অনুষ্ঠানটিতে ইরাকে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতিনিধি, সংসদ সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সরকারি-বেসরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব প্রমুখ উপস্থিত ছিলেন।