ডনাল্ড ট্রাম্পের ‘ঝুঁকি’ থেকে দেশকে রক্ষার জন্য আমেরিকানদের ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। স্থানীয় সময় ২৬ অক্টোবর শনিবার মিশিগান অঙ্গরাজ্যে প্রথমবারের মতো ডেমোক্রেটিক পার্টির নির্বাচনী প্রচারণায় কমলা হ্যারিসের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান মিশেল ওবামা।
এদিকে, একই অঙ্গরাজ্যে একই দিনে নির্বাচনী সমাবেশে মুসলিম ভোটারদের কাছে ভোট চেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প।
বিবিসি জানিয়েছে, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ সুইংস্টেট মিশিগান। সেখানে ভোটারদের মন জয় করতে প্রচারাভিযান চালাচ্ছে ডেমোক্রেটিক ও রিপাবলিকান-দুই দলই। একই দিন নির্বাচনী লড়াইয়ের ময়দান বলে পরিচিত এই রাজ্যে সমাবেশ করেন কমলা ও ট্রাম্প।
মিশিগানে যেসব ভোটারদের ভোট পেতে কমলা ও ট্রাম্প লড়াই করছেন, তাদের মধ্যে আরব বংশোদ্ভূত আমেরিকান এবং মুসলিম ভোটাররাও আছেন। তারা গাজায় ইসরাইলের চলমান আগ্রাসন নিয়ে বেশ উদ্বিগ্ন। ভোটারদের মধ্যে আরও আছেন অটোশিল্পের শ্রমিকেরা। বৈদ্যুতিক যানবাহন কীভাবে মার্কিন অটোশিল্পকে বদলে দিতে পারে, তা নিয়ে উদ্বিগ্ন শ্রমিক ইউনিয়নের সদস্যরা। তাদের (ইউনাইটেড অটো ওয়ার্কার্স) সদর দপ্তর মিশিগানের সর্ববৃহৎ নগর ডেট্রয়েটে।
আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে ভোটের দিন। তবে মিশিগানসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে আগাম ভোট শুরু হয়ে গেছে।
মিশিগানে কমলার সমাবেশে তার পক্ষে ভোটারদের কাছে আবেগপূর্ণ আবেদন রাখেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। রয়টার্সের বরাত দিয়ে জানা যায়, মিশিগানের দক্ষিণের নগর কালামাজুতে গর্ভপাতের অধিকার, কর, স্বাস্থ্যসেবাসহ আরও কিছু বিষয়ে নিজের সঙ্গে ট্রাম্পের মতের পার্থক্য তুলে ধরেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা।
ওই সমাবেশে কমলার পক্ষে বক্তব্য দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা। তিনি দুই প্রার্থীর ব্যক্তিগত চরিত্র এবং যোগ্যতার মধ্যে পার্থক্য তুলে ধরেন। এ সময় হাজারো জনতার উদ্দেশে ট্রাম্পকে নিয়ে ‘কটূক্তি’ করেন মিশেল ওবামা। তিনি ট্রাম্পকে ‘স্পষ্ট মানসিক অবক্ষয়’ বলে অভিহিত করেন।
এদিকে, ডেট্রয়েটের বাইরে এক জনসমাবেশে ট্রাম্প বলেন, তিনি মাত্রই স্থানীয় একদল ইমামের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। তার যুক্তি, মুসলিম ভোটারদের সমর্থন তার প্রাপ্য। কারণ, তিনি লড়াই শেষ করবেন এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনবেন।
ডেট্রয়েট শহরতলি নোভিতে জনসমাবেশে ট্রাম্প বলেন, ‘তারা এটুকুই চায়।’
(গাজা যুদ্ধে) ট্রাম্প ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিয়েছেন। তিনি কীভাবে সেখানে যুদ্ধ শেষ করবেন, সে বিষয়ে কিছু বলেননি।
সমাবেশে অটোশ্রমিকদের প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প বলেন, তিনি ডেট্রয়েট এলাকা এবং দেশব্যাপী অর্থনৈতিক পতনের ধারাকে উল্টো দিকে নিয়ে যাবেন।
যুক্তরাষ্ট্রে যে সাতটি প্রতিযোগিতাপূর্ণ অঙ্গরাজ্য নির্বাচনের ফলাফল নির্ধারণ করে দেবে, মিশিগান তার একটি। সেখানে ৮৪ লাখ নিবন্ধিত ভোটার রয়েছেন। মিশিগানে ১৫টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেতে অন্তত ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হবে।
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
ডনাল্ড ট্রাম্পের ‘ঝুঁকি’ থেকে দেশকে রক্ষার জন্য আমেরিকানদের ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। স্থানীয় সময় ২৬ অক্টোবর শনিবার মিশিগান অঙ্গরাজ্যে প্রথমবারের মতো ডেমোক্রেটিক পার্টির নির্বাচনী প্রচারণায় কমলা হ্যারিসের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান মিশেল ওবামা।
এদিকে, একই অঙ্গরাজ্যে একই দিনে নির্বাচনী সমাবেশে মুসলিম ভোটারদের কাছে ভোট চেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প।
বিবিসি জানিয়েছে, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ সুইংস্টেট মিশিগান। সেখানে ভোটারদের মন জয় করতে প্রচারাভিযান চালাচ্ছে ডেমোক্রেটিক ও রিপাবলিকান-দুই দলই। একই দিন নির্বাচনী লড়াইয়ের ময়দান বলে পরিচিত এই রাজ্যে সমাবেশ করেন কমলা ও ট্রাম্প।
মিশিগানে যেসব ভোটারদের ভোট পেতে কমলা ও ট্রাম্প লড়াই করছেন, তাদের মধ্যে আরব বংশোদ্ভূত আমেরিকান এবং মুসলিম ভোটাররাও আছেন। তারা গাজায় ইসরাইলের চলমান আগ্রাসন নিয়ে বেশ উদ্বিগ্ন। ভোটারদের মধ্যে আরও আছেন অটোশিল্পের শ্রমিকেরা। বৈদ্যুতিক যানবাহন কীভাবে মার্কিন অটোশিল্পকে বদলে দিতে পারে, তা নিয়ে উদ্বিগ্ন শ্রমিক ইউনিয়নের সদস্যরা। তাদের (ইউনাইটেড অটো ওয়ার্কার্স) সদর দপ্তর মিশিগানের সর্ববৃহৎ নগর ডেট্রয়েটে।
আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে ভোটের দিন। তবে মিশিগানসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে আগাম ভোট শুরু হয়ে গেছে।
মিশিগানে কমলার সমাবেশে তার পক্ষে ভোটারদের কাছে আবেগপূর্ণ আবেদন রাখেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। রয়টার্সের বরাত দিয়ে জানা যায়, মিশিগানের দক্ষিণের নগর কালামাজুতে গর্ভপাতের অধিকার, কর, স্বাস্থ্যসেবাসহ আরও কিছু বিষয়ে নিজের সঙ্গে ট্রাম্পের মতের পার্থক্য তুলে ধরেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা।
ওই সমাবেশে কমলার পক্ষে বক্তব্য দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা। তিনি দুই প্রার্থীর ব্যক্তিগত চরিত্র এবং যোগ্যতার মধ্যে পার্থক্য তুলে ধরেন। এ সময় হাজারো জনতার উদ্দেশে ট্রাম্পকে নিয়ে ‘কটূক্তি’ করেন মিশেল ওবামা। তিনি ট্রাম্পকে ‘স্পষ্ট মানসিক অবক্ষয়’ বলে অভিহিত করেন।
এদিকে, ডেট্রয়েটের বাইরে এক জনসমাবেশে ট্রাম্প বলেন, তিনি মাত্রই স্থানীয় একদল ইমামের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। তার যুক্তি, মুসলিম ভোটারদের সমর্থন তার প্রাপ্য। কারণ, তিনি লড়াই শেষ করবেন এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনবেন।
ডেট্রয়েট শহরতলি নোভিতে জনসমাবেশে ট্রাম্প বলেন, ‘তারা এটুকুই চায়।’
(গাজা যুদ্ধে) ট্রাম্প ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিয়েছেন। তিনি কীভাবে সেখানে যুদ্ধ শেষ করবেন, সে বিষয়ে কিছু বলেননি।
সমাবেশে অটোশ্রমিকদের প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প বলেন, তিনি ডেট্রয়েট এলাকা এবং দেশব্যাপী অর্থনৈতিক পতনের ধারাকে উল্টো দিকে নিয়ে যাবেন।
যুক্তরাষ্ট্রে যে সাতটি প্রতিযোগিতাপূর্ণ অঙ্গরাজ্য নির্বাচনের ফলাফল নির্ধারণ করে দেবে, মিশিগান তার একটি। সেখানে ৮৪ লাখ নিবন্ধিত ভোটার রয়েছেন। মিশিগানে ১৫টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেতে অন্তত ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হবে।