alt

আন্তর্জাতিক

চার দিনের হামলা-পাল্টা হামলায় ইরানে ২২৪ এবং ইসরায়েলে ২৪ জন নিহত

বিদেশী সংবাদ মাধ্যম : সোমবার, ১৬ জুন ২০২৫

ইসরায়েলের হাইফায় ইরানের হামলা

গত চার দিনের হামলা ও পাল্টা হামলায় ইরানে ২২৪ জন এবং ইসরায়েলে ২৪ জন নিহত হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল দেশটির পশ্চিমাঞ্চলের কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতালে ‘সরাসরি’ হামলা চালিয়েছে। আন্তর্জাতিক আইনে সশস্ত্র সংঘাতকালে হাসপাতালের ওপর হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা হয়। এই হামলাকে আন্তর্জাতিক আইনের “গুরুতর লঙ্ঘন” এবং “যুদ্ধাপরাধ” বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে। ইরানের পশ্চিমাঞ্চলেও নতুন করে হামলার খবর পাওয়া যাচ্ছে। দেশটির তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, ইরাক সীমান্তের কাছে ইলম প্রদেশের মুসিয়ান পৌরসভার দমকল বাহিনীর একটি ভবনে “নৃশংসভাবে” হামলা চালিয়েছে ইসরায়েল।

হামলার সময় ইসরায়েলি কিছু ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছেন ইরানি কর্মকর্তারা। এ ছাড়া, প্লানেট ল্যাবস প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, গত সপ্তাহে তাবরিজ বিমানঘাঁটিতে ইসরায়েলি হামলায় একটি ক্ষেপণাস্ত্র রানওয়ের মাঝ বরাবর আঘাত হেনেছে, যা রানওয়েটিকে সাময়িকভাবে অচল করে দেয়।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, সর্বশেষ হামলায় তেহরানে কুদস ফোর্সের একটি কমান্ড সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরও হামলার ইঙ্গিত দেওয়া হয়েছে। তারা দাবি করেছে, তেহরানের ওপর আকাশ নিয়ন্ত্রণ এখন তাদের হাতে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফ্রিন জানিয়েছেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কয়েকদিন ধরে চালানো হামলার পর তেহরানের আকাশে ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও জানান, ইসরায়েল ইরানের ভূমি থেকে নিক্ষেপণযোগ্য এক-তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে। গত চারদিনে ইরানের ১২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি করে আইডিএফ।

ডেফ্রিন বলেন, “শুধু গত রাতেই ইসরায়েলি বিমানবাহিনী ইরানের ২০টির বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে, যেগুলো ইসরায়েলের দিকে ছোড়ার আগেই ধ্বংস করা হয়।”

তিনি আরও জানান, ইসরায়েল মধ্য ইরানের ইস্পাহান শহরে প্রায় ১০০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এ অভিযানে প্রায় ৫০টি জঙ্গিবিমান অংশ নেয় এবং ক্ষেপণাস্ত্র গুদাম, লঞ্চার ও কমান্ড সেন্টারগুলোতে আঘাত হানে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে বলেছেন, তেহরানের কিছু অংশের বাসিন্দাদের বাড়ি ছাড়তে হবে, কারণ শাসকগোষ্ঠী ও নিরাপত্তা স্থাপনাগুলোর ওপর হামলার পরিকল্পনা রয়েছে।

প্রতিরক্ষা বাহিনীর আকাশ নিয়ন্ত্রণের দাবির পর, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, “আমরা এখন বিজয়ের পথে। তেহরানের আকাশ আমাদের নিয়ন্ত্রণে থাকলে, আমরা সামরিক ও পারমাণবিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারি।”

তিনি আরও বলেন, “আমরা কাজ চালিয়ে যাব, সফল হব এবং আপনারাও বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাবেন।”

ইসরায়েল রাজধানীর ৩ নম্বর এলাকায় অবস্থিত “সামরিক অবকাঠামো” লক্ষ্য করে নতুন করে হামলা চালাবে বলে জানায়। এলাকাবাসীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আগাম সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, তেহরানের সাধারণ মানুষের ক্ষতিসাধনের কোনো উদ্দেশ্য নেই। যদিও এর আগে তিনি বলেছিলেন, ইরানের হামলার জন্য “মূল্য দিতে হবে” তেহরানের জনগণকে।অন্যদিকে, ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে। সোমবার রাতে তেল আভিভ, হাইফা ও আরও কয়েকটি শহরে ইরানি হামলায় আটজন নিহত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, শুক্রবার থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে এবং প্রায় ৩০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল সকালেও উদ্ধারকারী দল ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের খুঁজছিল। হাইফার একটি তেল পরিশোধনাগারেও আঘাত হেনেছে।

ইরানের রাতভর হামলায় তেল আভিভে অবস্থিত মার্কিন দূতাবাস “সামান্য ক্ষতিগ্রস্ত” হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত মাইক হাকাবি। *এক্স*-এ দেওয়া পোস্টে তিনি জানান, দূতাবাস এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানায় কম্পন অনুভূত হয় এবং কনস্যুলেট ক্ষতিগ্রস্ত হয়, তবে কোনো মার্কিন কর্মী হতাহত হয়নি।

ইসরায়েলি নাগরিকদের মধ্যে আয়রন ডোম নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এতদিন এটি ‘দুর্ভেদ্য’ বলে বিবেচিত হলেও, সাম্প্রতিক ইরানি হামলায় তা ভেদ হওয়ায় সাধারণ মানুষের আস্থায় চিড় ধরেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, ব্যবস্থাটি শক্তিশালী এবং বহুস্তরীয় হলেও এটি সম্পূর্ণ “নিখুঁত নয়”।

সেই সঙ্গে ইসরায়েল দাবি করছে, তারা ইতোমধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারের এক-তৃতীয়াংশ ধ্বংস করেছে। ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফ্রিন বলেন, “আমরা ইরানের ভূমি থেকে নিক্ষেপযোগ্য এক-তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছি।”

এই প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে “অন্যায় হামলা” মোকাবিলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “শত্রুরা হত্যা ও সন্ত্রাসের মাধ্যমে ইরানকে দমন করতে পারবে না। শত শত বীর প্রতিবার পতাকা বহন করবে এবং পথচলা অব্যাহত রাখবে।”

তিনি আরও বলেন, ইরান পারমাণবিক অস্ত্র চায় না, তবে শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার তার রয়েছে।

এদিকে, ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে সরে আসার প্রস্তুতি নিচ্ছে। ইরানের সংসদ একটি প্রস্তাবিত বিল তৈরি করছে, যা সরকারের বিবেচনায় রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাঈ জানান, “এই প্রস্তাব বর্তমানে প্রস্তুতির পর্যায়ে আছে এবং পরবর্তীতে সংসদের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

১৯৭০ সালে এনপিটি চুক্তিতে সই করেছিল ইরান। এই চুক্তির অধীনে বেসামরিক পরমাণু শক্তি ব্যবহারের সুযোগ থাকলেও, পারমাণবিক অস্ত্র তৈরি নিষিদ্ধ এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা র সঙ্গে সহযোগিতা বাধ্যতামূলক।

গত সপ্তাহে ইসরায়েল দাবি করেছিল, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে, যার জবাবে ইরান চুক্তি থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দেয়।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলা এবং আইএইএ-র নিন্দা প্রস্তাব ইরানের কৌশলগত সিদ্ধান্তকে প্রভাবিত করছে। মুখপাত্র বাঘাঈ বলেন, “যারা আইএইএ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন, তারাই এই হামলার পথ তৈরি করেছেন।”

রয়টার্স জানিয়েছে, ইসরায়েল কখনও এনপিটি চুক্তিতে সই করেনি, তবে ধারণা করা হয়, তাদের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে। ইরানি মুখপাত্র বাঘাঈ বলেন, “এই অঞ্চলে গণবিধ্বংসী অস্ত্রের একমাত্র ধারক হচ্ছে দখলদার ইহুদি শাসকগোষ্ঠী।”

ছবি

চলতি বছরে ভারতীয়দের তৃতীয় জাগুয়ার দুর্ঘটনায় প্রাণহানি

ভদোদরায় ৪৩ বছরের পুরোনো সেতু ভেঙে বিপর্যয়, কয়েকটি যান নদীতে

ছবি

মায়ানমারের বিরল খনিজ ঘিরে চীনের হুমকি

এক রাতে ৭ শতাধিক ড্রোন নিয়ে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার

ছবি

ইরান ও সৌদির মধ্যে ‘ফলপ্রসূ’ আলোচনা

তালেবান নেতাদের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা

ইরানে অস্ত্র সরবরাহ শুরু করল চীন

ছবি

কোন পথে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

ছবি

নারী নিপীড়নের অভিযোগে তালেবান নেতাদের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা

ছবি

চীনের সহায়তায় আকাশ প্রতিরক্ষা শক্তি পেল ইরান

ছবি

ব্রিকস সম্মেলনে ভারতের প্রাপ্তি-অপ্রাপ্তি

ইউক্রেনে আরও অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র

ছবি

সাইপ্রাসে গড়ে উঠছে ‘মিনি ইসরায়েল’

বিশ্বজুড়ে একের পর এক খনি কিনছে চীন

সিরিয়ার এইচটিএস গোষ্ঠীর সন্ত্রাসী তকমা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

ছবি

ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে কী আছে, এটা কি গাজায় যুদ্ধ থামাতে পারবে

ছবি

পাকিস্তানে বৃষ্টি ও ভূমিধসে ১৯ জনের মৃত্যু, বন্যা সতর্কতা জারি

ছবি

টেক্সাসে হড়পা বানে শতাধিক মানুষের মৃত্যু, নিখোঁজ বহু

ছবি

নেতানিয়াহুর অনড় অবস্থান, ট্রাম্প চান দ্রুত চুক্তি

গাজায় ভয়াবহ হত্যাযজ্ঞের মধ্যেই শুরু হচ্ছে যুদ্ধবিরতি আলোচনা

ছবি

ইরান-ইসরায়েল সংঘাতের পর প্রথমবারের মতো জনসমক্ষে খামেনি

পুতিনের পাশে কিম, জেলেনস্কিকে দূরে ঠেলে দিচ্ছেন ট্রাম্প

ট্রাম্পের সঙ্গে আলোচনা ‘ফলপ্রসূ’ হয়েছে : জেলেনস্কি

যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন ইলন মাস্ক

ছবি

‘ভারতে এক বছরেই ৯৪৭টি ঘৃণা অপরাধ, টার্গেট মুসলিমসহ সংখ্যালঘুরা’

ছবি

মাস্কের নতুন দল গঠনের উদ্যোগ ‘হাস্যকর’: ট্রাম্প

ছবি

টেক্সাসে বন্যায় ৭৮ জনের মৃত্যু, শিশুই ২৮

ছবি

ইয়েমেনের ৩ বন্দর ও ১ বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা

ছবি

হামাসের শর্ত ‘অগ্রহণযোগ্য’ বললেও আলোচনা চালিয়ে যাবে ইসরায়েল

ছবি

৯ জুলাইয়ের পর কী হবে, পরিষ্কার নয়; শুল্ক বাড়ানোর হুমকি ট্রাম্পের

ছবি

ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবার প্রকাশ্যে এলেন খামেনি

ছবি

যুক্তরাষ্ট্রে ‘আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণা ইলন মাস্কের

ছবি

টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩, নিখোঁজ ২৭ শিশু

ছবি

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬৪ ফিলিস্তিনি নিহত, ত্রাণ কেন্দ্রের কাছেও হামলা

ছবি

তুরস্কের একদিনে তুষারপাত, অন্যদিকে দাবানল

রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে হারতে দিতে পারি না : ইইউকে চীন

tab

আন্তর্জাতিক

চার দিনের হামলা-পাল্টা হামলায় ইরানে ২২৪ এবং ইসরায়েলে ২৪ জন নিহত

বিদেশী সংবাদ মাধ্যম

ইসরায়েলের হাইফায় ইরানের হামলা

সোমবার, ১৬ জুন ২০২৫

গত চার দিনের হামলা ও পাল্টা হামলায় ইরানে ২২৪ জন এবং ইসরায়েলে ২৪ জন নিহত হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল দেশটির পশ্চিমাঞ্চলের কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতালে ‘সরাসরি’ হামলা চালিয়েছে। আন্তর্জাতিক আইনে সশস্ত্র সংঘাতকালে হাসপাতালের ওপর হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা হয়। এই হামলাকে আন্তর্জাতিক আইনের “গুরুতর লঙ্ঘন” এবং “যুদ্ধাপরাধ” বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে। ইরানের পশ্চিমাঞ্চলেও নতুন করে হামলার খবর পাওয়া যাচ্ছে। দেশটির তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, ইরাক সীমান্তের কাছে ইলম প্রদেশের মুসিয়ান পৌরসভার দমকল বাহিনীর একটি ভবনে “নৃশংসভাবে” হামলা চালিয়েছে ইসরায়েল।

হামলার সময় ইসরায়েলি কিছু ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছেন ইরানি কর্মকর্তারা। এ ছাড়া, প্লানেট ল্যাবস প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, গত সপ্তাহে তাবরিজ বিমানঘাঁটিতে ইসরায়েলি হামলায় একটি ক্ষেপণাস্ত্র রানওয়ের মাঝ বরাবর আঘাত হেনেছে, যা রানওয়েটিকে সাময়িকভাবে অচল করে দেয়।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, সর্বশেষ হামলায় তেহরানে কুদস ফোর্সের একটি কমান্ড সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরও হামলার ইঙ্গিত দেওয়া হয়েছে। তারা দাবি করেছে, তেহরানের ওপর আকাশ নিয়ন্ত্রণ এখন তাদের হাতে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফ্রিন জানিয়েছেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কয়েকদিন ধরে চালানো হামলার পর তেহরানের আকাশে ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও জানান, ইসরায়েল ইরানের ভূমি থেকে নিক্ষেপণযোগ্য এক-তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে। গত চারদিনে ইরানের ১২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি করে আইডিএফ।

ডেফ্রিন বলেন, “শুধু গত রাতেই ইসরায়েলি বিমানবাহিনী ইরানের ২০টির বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে, যেগুলো ইসরায়েলের দিকে ছোড়ার আগেই ধ্বংস করা হয়।”

তিনি আরও জানান, ইসরায়েল মধ্য ইরানের ইস্পাহান শহরে প্রায় ১০০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এ অভিযানে প্রায় ৫০টি জঙ্গিবিমান অংশ নেয় এবং ক্ষেপণাস্ত্র গুদাম, লঞ্চার ও কমান্ড সেন্টারগুলোতে আঘাত হানে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে বলেছেন, তেহরানের কিছু অংশের বাসিন্দাদের বাড়ি ছাড়তে হবে, কারণ শাসকগোষ্ঠী ও নিরাপত্তা স্থাপনাগুলোর ওপর হামলার পরিকল্পনা রয়েছে।

প্রতিরক্ষা বাহিনীর আকাশ নিয়ন্ত্রণের দাবির পর, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, “আমরা এখন বিজয়ের পথে। তেহরানের আকাশ আমাদের নিয়ন্ত্রণে থাকলে, আমরা সামরিক ও পারমাণবিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারি।”

তিনি আরও বলেন, “আমরা কাজ চালিয়ে যাব, সফল হব এবং আপনারাও বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাবেন।”

ইসরায়েল রাজধানীর ৩ নম্বর এলাকায় অবস্থিত “সামরিক অবকাঠামো” লক্ষ্য করে নতুন করে হামলা চালাবে বলে জানায়। এলাকাবাসীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আগাম সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, তেহরানের সাধারণ মানুষের ক্ষতিসাধনের কোনো উদ্দেশ্য নেই। যদিও এর আগে তিনি বলেছিলেন, ইরানের হামলার জন্য “মূল্য দিতে হবে” তেহরানের জনগণকে।অন্যদিকে, ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে। সোমবার রাতে তেল আভিভ, হাইফা ও আরও কয়েকটি শহরে ইরানি হামলায় আটজন নিহত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, শুক্রবার থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে এবং প্রায় ৩০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল সকালেও উদ্ধারকারী দল ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের খুঁজছিল। হাইফার একটি তেল পরিশোধনাগারেও আঘাত হেনেছে।

ইরানের রাতভর হামলায় তেল আভিভে অবস্থিত মার্কিন দূতাবাস “সামান্য ক্ষতিগ্রস্ত” হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত মাইক হাকাবি। *এক্স*-এ দেওয়া পোস্টে তিনি জানান, দূতাবাস এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানায় কম্পন অনুভূত হয় এবং কনস্যুলেট ক্ষতিগ্রস্ত হয়, তবে কোনো মার্কিন কর্মী হতাহত হয়নি।

ইসরায়েলি নাগরিকদের মধ্যে আয়রন ডোম নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এতদিন এটি ‘দুর্ভেদ্য’ বলে বিবেচিত হলেও, সাম্প্রতিক ইরানি হামলায় তা ভেদ হওয়ায় সাধারণ মানুষের আস্থায় চিড় ধরেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, ব্যবস্থাটি শক্তিশালী এবং বহুস্তরীয় হলেও এটি সম্পূর্ণ “নিখুঁত নয়”।

সেই সঙ্গে ইসরায়েল দাবি করছে, তারা ইতোমধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারের এক-তৃতীয়াংশ ধ্বংস করেছে। ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফ্রিন বলেন, “আমরা ইরানের ভূমি থেকে নিক্ষেপযোগ্য এক-তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছি।”

এই প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে “অন্যায় হামলা” মোকাবিলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “শত্রুরা হত্যা ও সন্ত্রাসের মাধ্যমে ইরানকে দমন করতে পারবে না। শত শত বীর প্রতিবার পতাকা বহন করবে এবং পথচলা অব্যাহত রাখবে।”

তিনি আরও বলেন, ইরান পারমাণবিক অস্ত্র চায় না, তবে শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার তার রয়েছে।

এদিকে, ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে সরে আসার প্রস্তুতি নিচ্ছে। ইরানের সংসদ একটি প্রস্তাবিত বিল তৈরি করছে, যা সরকারের বিবেচনায় রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাঈ জানান, “এই প্রস্তাব বর্তমানে প্রস্তুতির পর্যায়ে আছে এবং পরবর্তীতে সংসদের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

১৯৭০ সালে এনপিটি চুক্তিতে সই করেছিল ইরান। এই চুক্তির অধীনে বেসামরিক পরমাণু শক্তি ব্যবহারের সুযোগ থাকলেও, পারমাণবিক অস্ত্র তৈরি নিষিদ্ধ এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা র সঙ্গে সহযোগিতা বাধ্যতামূলক।

গত সপ্তাহে ইসরায়েল দাবি করেছিল, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে, যার জবাবে ইরান চুক্তি থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দেয়।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলা এবং আইএইএ-র নিন্দা প্রস্তাব ইরানের কৌশলগত সিদ্ধান্তকে প্রভাবিত করছে। মুখপাত্র বাঘাঈ বলেন, “যারা আইএইএ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন, তারাই এই হামলার পথ তৈরি করেছেন।”

রয়টার্স জানিয়েছে, ইসরায়েল কখনও এনপিটি চুক্তিতে সই করেনি, তবে ধারণা করা হয়, তাদের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে। ইরানি মুখপাত্র বাঘাঈ বলেন, “এই অঞ্চলে গণবিধ্বংসী অস্ত্রের একমাত্র ধারক হচ্ছে দখলদার ইহুদি শাসকগোষ্ঠী।”

back to top