alt

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে সংঘাত

পাল্টাপাল্টি হামলার সঙ্গে তৎপর কূটনীতিও

বিদেশী সংবাদ মাধ্যম : শুক্রবার, ২০ জুন ২০২৫

দক্ষিণ ইসরায়েলের বেয়ারসেবায় মাইক্রোসফটের কার্যালয়ের কাছে আগুন জ্বলতে দেখা গেছে -বিবিসি

ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের তীব্রতা বেড়েছে। সেই সঙ্গে চলছে নানামুখী কূটনীতি। ইসরায়েলের আহ্বানে সাড়া দেয়ার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, রাশিয়া সরাসরি লড়াইয়ে জড়ানো নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে। তারা ইরান ও ইসরায়েল উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রেখে মধ্যস্থতাকারীর ভূমিকায় যাওয়ার চেষ্টা করছে। এ চেষ্টার সমালোচনা করে তাদের ইউক্রেন নিয়ে ব্যস্ত থাকতে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

এ অবস্থায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ফোনালাপে তারা ইরানে ইসরায়েলের হামলার ‘তীব্র নিন্দা’ জানান। পরে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত নেয়ার আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য ট্রাম্প আরও দুই সপ্তাহ সময় দেয়ার কথা জানান।

গত শুক্রবার ইসরায়েল ব্যাপক হামলা চালালে পাল্টা আঘাত করে ইরানও। শুরুতে যুক্তরাষ্ট্র লড়াইয়ের বাইরে থাকলেও সম্প্রতি ট্রাম্পের নানা বক্তব্য ভিন্ন বার্তা দিচ্ছে। ট্রাম্প ইসরায়েলের হয়ে ইরানের হামলার বিষয়টি বিবেচনা করছেন এমন একটি খবরে ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ও চীন অবস্থান আরও স্পষ্ট করতে শুরু করে। এ পরিস্থিতিতে ইরানের এক আইনপ্রণেতা বলেছেন, তারা হরমুজ প্রণালি বন্ধ করে দিতে পারেন। এমনটা হলে বড় ধাক্কা খাবে বিশ্ব অর্থনীতি। এতে সারা বিশ্বে তেলের দাম বাড়াসহ জীবনযাত্রার খরচ বেড়ে যেতে পারে।

কার্যত এ সংঘাতকে কেন্দ্র করে বৈশ্বিক মেরুকরণ স্পষ্ট হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, পুতিনের সঙ্গে ফোনালাপে শি জিনপিং ইরান-ইসরায়েল সংঘাতের একটি কূটনৈতিক সমাধান ও যুদ্ধবিরতি চেয়েছেন। উভয় নেতা ইরানে হামলার তীব্র নিন্দা জানান। ক্রেমলিন এক বিবৃতিতে জানায়, রাশিয়া ও চীন উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। মস্কো ও বেইজিং মৌলিকভাবে বিশ্বাস করে, ইরানের পারমাণবিক স্থাপনার বিষয়ে চলমান পরিস্থিতিতে সামরিক হামলা-পাল্টা হামলা কোনো সমাধান নয়। কূটনীতি ও রাজনৈতিক চেষ্টার মাধ্যমে এর সমাধান বের করতে হবে।

চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ফোনালাপে প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে বলেছেন, মধ্যপ্রাচ্যে বিশেষ প্রভাব বিস্তারকারী বড় বড় দেশকে পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক চেষ্টাকে জোরালো করতে হবে। বিশেষ করে ইসরায়েলকে উস্কানির চক্র ভাঙতে এগিয়ে আসতে হবে। তিনি বেসামরিক লোকজনের জীবন রক্ষার ওপরও তাগিদ দেন।

এর আগে রাশিয়া সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলে, এ ধরনের পদক্ষেপ বিপর্যয় ডেকে আনবে। ক্রেমলিনের এক বিবৃতি উদ্ধৃতি দিয়ে ইন্টারফ্যাক্স জানায়, এ অবস্থায় ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন পুতিন। এ সময় তিনি কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন।

ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। আলজাজিরা জানায়, কাৎজ বলেছেন, যুদ্ধের অন্যতম লক্ষ্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করা।

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত নেওয়ার আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও দুই সপ্তাহ সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন ল্যাভিট। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন, ইরানের সঙ্গে যে কোনো চুক্তির ক্ষেত্রে ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ না করার বিষয়টি’ অন্তর্ভুক্ত থাকতে হবে।

তিনি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আগের অবস্থান পুনরায় তুলে ধরে বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেয়া যাবে না।

এর আগে ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ, যা ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনাটি ধ্বংস করতে সক্ষম। তিনি এও বলেন, ‘তার মানে এই নয় যে, আমি সেটিই করতে যাচ্ছি। দেখা যাক কী হয়। সবাই আমাকে এ বিষয়ে জিজ্ঞেস করছে। আমি এখনও কোনো সিদ্ধান্ত নিইনি।’

ইসরায়েলকে ইরানের পারমাণবিক অবকাঠামোয় হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কো সতর্ক করেছে, এ হামলা ইরানে কর্মরত রুশ বিশেষজ্ঞদের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে। (শুক্রবার ২০-৬-২০২৫) সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ এবং বিশ্বকে একটি পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।’

জাখারোভা এ সময় বিশেষভাবে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কথা উল্লেখ করে বলেন, সেখানে রুশ বিশেষজ্ঞরা অবস্থান করছেন। তিনি বলেন, আমরা বুশেহর বিদ্যুৎকেন্দ্রে নিযুক্ত রুশ কর্মীদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেন, এখানে সংঘাত বৃদ্ধির বড় ঝুঁকি রয়েছে। তিনি সব পক্ষকে কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন।

রয়টার্স জানায়, চলমান সংঘাতের মধ্যে যুদ্ধকৌশল হিসেবে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিতে পারে বলে দেশটির এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা বলেছেন। আরেক আইনপ্রণেতা বলেন, যদি তেহরানের মৌলিক স্বার্থ ক্ষুণ্ণ হয়, তবেই তারা এমনটা করতে পারেন। ওমান ও ইরানের মধ্যকার হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশ বহন করা হয়।

১২ দিনের যুদ্ধে ৫০০ ইসরায়েলি নিহত: ইরান

ছবি

ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেছে ৮০০ ফিলিস্তিনির

মায়ানমারে বৌদ্ধ মঠে বিমান হামলায় নিহত ২৩

ছবি

হুথিদের সাহায্য করে কারা, কীভাবে তারা অস্ত্র পায়?

কুর্দি বিদ্রোহীদের অস্ত্র সমর্পণে তুরস্কের জয় হয়েছে : এরদোয়ান

ছবি

‘বিধ্বস্ত হওয়ার আগে জ্বালানি সুইচ বন্ধ হয় এয়ার ইন্ডিয়ার প্লেনের’

ছবি

‘আমি জ্বালানির সুইচ বন্ধ করিনি’: বিধ্বস্তের আগে পাইলট

ছবি

‘মিথ্যা অভিযোগে আটক ও মানহানি’, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে আদালতে গেলেন ফিলিস্তিনি ছাত্রনেতা

ছবি

জলবায়ু পরিবর্তনের মুখে বিশ্বজুড়ে স্বাস্থ্যঝুঁকিতে বয়স্করা

গাজায় যুদ্ধবিরতির বিষয়ে ‘আশাবাদী’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ছবি

যুক্তরাষ্ট্রের অস্ত্র ইউক্রেইনে যাবে, নেটো দেবে অর্থ: প্রেসিডেন্ট ট্রাম্প

ছবি

সৌদিতে বিদেশিদের জন্য সুখবর, কিনতে পারবেন সম্পত্তি

রাশিয়ার ওপর দ্রুত নিষেধাজ্ঞা চান জেলেনস্কি

ছবি

সিন্ধুর পানিপ্রবাহ বন্ধ নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে কি সংঘাত অনিবার্য

ইয়েমেনে খেয়ে না-খেয়ে থাকছেন পৌনে ২ কোটি মানুষ

ছবি

নেটোর মাধ্যমে ইউক্রেইনকে অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র, ব্যয় বহন করবে জোট: ট্রাম্প

ছবি

অভিবাসী সংকট ও ইউক্রেইন ইস্যুতে একমত ফ্রান্স–যুক্তরাজ্য

ছবি

ট্রাম্পকে হত্যাচেষ্টা: ছয় সিক্রেট সার্ভিস এজেন্ট সাময়িক বরখাস্ত

ছবি

কিম জং উনের বিরুদ্ধে মামলা করছেন পক্ষত্যাগী উত্তর কোরীয় নারী

আরও ১০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হামাস, হামলায় নিহত ৭৪

ছবি

গাজায় ইসরায়েলি হামলায় ‘পুষ্টিকর সাপ্লিমেন্টের জন্য লাইনে দাঁড়ানো ৮ শিশু নিহত’

রিয়াদ ও জেদ্দায় সম্পত্তির মালিক হতে পারবেন বিদেশিরাও

ছবি

চলতি বছরে ভারতীয়দের তৃতীয় জাগুয়ার দুর্ঘটনায় প্রাণহানি

ভদোদরায় ৪৩ বছরের পুরোনো সেতু ভেঙে বিপর্যয়, কয়েকটি যান নদীতে

ছবি

মায়ানমারের বিরল খনিজ ঘিরে চীনের হুমকি

এক রাতে ৭ শতাধিক ড্রোন নিয়ে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার

ছবি

ইরান ও সৌদির মধ্যে ‘ফলপ্রসূ’ আলোচনা

তালেবান নেতাদের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা

ইরানে অস্ত্র সরবরাহ শুরু করল চীন

ছবি

কোন পথে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

ছবি

নারী নিপীড়নের অভিযোগে তালেবান নেতাদের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা

ছবি

চীনের সহায়তায় আকাশ প্রতিরক্ষা শক্তি পেল ইরান

ছবি

ব্রিকস সম্মেলনে ভারতের প্রাপ্তি-অপ্রাপ্তি

ইউক্রেনে আরও অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র

ছবি

সাইপ্রাসে গড়ে উঠছে ‘মিনি ইসরায়েল’

বিশ্বজুড়ে একের পর এক খনি কিনছে চীন

tab

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে সংঘাত

পাল্টাপাল্টি হামলার সঙ্গে তৎপর কূটনীতিও

বিদেশী সংবাদ মাধ্যম

দক্ষিণ ইসরায়েলের বেয়ারসেবায় মাইক্রোসফটের কার্যালয়ের কাছে আগুন জ্বলতে দেখা গেছে -বিবিসি

শুক্রবার, ২০ জুন ২০২৫

ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের তীব্রতা বেড়েছে। সেই সঙ্গে চলছে নানামুখী কূটনীতি। ইসরায়েলের আহ্বানে সাড়া দেয়ার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, রাশিয়া সরাসরি লড়াইয়ে জড়ানো নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে। তারা ইরান ও ইসরায়েল উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রেখে মধ্যস্থতাকারীর ভূমিকায় যাওয়ার চেষ্টা করছে। এ চেষ্টার সমালোচনা করে তাদের ইউক্রেন নিয়ে ব্যস্ত থাকতে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

এ অবস্থায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ফোনালাপে তারা ইরানে ইসরায়েলের হামলার ‘তীব্র নিন্দা’ জানান। পরে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত নেয়ার আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য ট্রাম্প আরও দুই সপ্তাহ সময় দেয়ার কথা জানান।

গত শুক্রবার ইসরায়েল ব্যাপক হামলা চালালে পাল্টা আঘাত করে ইরানও। শুরুতে যুক্তরাষ্ট্র লড়াইয়ের বাইরে থাকলেও সম্প্রতি ট্রাম্পের নানা বক্তব্য ভিন্ন বার্তা দিচ্ছে। ট্রাম্প ইসরায়েলের হয়ে ইরানের হামলার বিষয়টি বিবেচনা করছেন এমন একটি খবরে ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ও চীন অবস্থান আরও স্পষ্ট করতে শুরু করে। এ পরিস্থিতিতে ইরানের এক আইনপ্রণেতা বলেছেন, তারা হরমুজ প্রণালি বন্ধ করে দিতে পারেন। এমনটা হলে বড় ধাক্কা খাবে বিশ্ব অর্থনীতি। এতে সারা বিশ্বে তেলের দাম বাড়াসহ জীবনযাত্রার খরচ বেড়ে যেতে পারে।

কার্যত এ সংঘাতকে কেন্দ্র করে বৈশ্বিক মেরুকরণ স্পষ্ট হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, পুতিনের সঙ্গে ফোনালাপে শি জিনপিং ইরান-ইসরায়েল সংঘাতের একটি কূটনৈতিক সমাধান ও যুদ্ধবিরতি চেয়েছেন। উভয় নেতা ইরানে হামলার তীব্র নিন্দা জানান। ক্রেমলিন এক বিবৃতিতে জানায়, রাশিয়া ও চীন উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। মস্কো ও বেইজিং মৌলিকভাবে বিশ্বাস করে, ইরানের পারমাণবিক স্থাপনার বিষয়ে চলমান পরিস্থিতিতে সামরিক হামলা-পাল্টা হামলা কোনো সমাধান নয়। কূটনীতি ও রাজনৈতিক চেষ্টার মাধ্যমে এর সমাধান বের করতে হবে।

চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ফোনালাপে প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে বলেছেন, মধ্যপ্রাচ্যে বিশেষ প্রভাব বিস্তারকারী বড় বড় দেশকে পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক চেষ্টাকে জোরালো করতে হবে। বিশেষ করে ইসরায়েলকে উস্কানির চক্র ভাঙতে এগিয়ে আসতে হবে। তিনি বেসামরিক লোকজনের জীবন রক্ষার ওপরও তাগিদ দেন।

এর আগে রাশিয়া সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলে, এ ধরনের পদক্ষেপ বিপর্যয় ডেকে আনবে। ক্রেমলিনের এক বিবৃতি উদ্ধৃতি দিয়ে ইন্টারফ্যাক্স জানায়, এ অবস্থায় ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন পুতিন। এ সময় তিনি কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন।

ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। আলজাজিরা জানায়, কাৎজ বলেছেন, যুদ্ধের অন্যতম লক্ষ্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করা।

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত নেওয়ার আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও দুই সপ্তাহ সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন ল্যাভিট। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন, ইরানের সঙ্গে যে কোনো চুক্তির ক্ষেত্রে ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ না করার বিষয়টি’ অন্তর্ভুক্ত থাকতে হবে।

তিনি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আগের অবস্থান পুনরায় তুলে ধরে বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেয়া যাবে না।

এর আগে ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ, যা ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনাটি ধ্বংস করতে সক্ষম। তিনি এও বলেন, ‘তার মানে এই নয় যে, আমি সেটিই করতে যাচ্ছি। দেখা যাক কী হয়। সবাই আমাকে এ বিষয়ে জিজ্ঞেস করছে। আমি এখনও কোনো সিদ্ধান্ত নিইনি।’

ইসরায়েলকে ইরানের পারমাণবিক অবকাঠামোয় হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কো সতর্ক করেছে, এ হামলা ইরানে কর্মরত রুশ বিশেষজ্ঞদের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে। (শুক্রবার ২০-৬-২০২৫) সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ এবং বিশ্বকে একটি পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।’

জাখারোভা এ সময় বিশেষভাবে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কথা উল্লেখ করে বলেন, সেখানে রুশ বিশেষজ্ঞরা অবস্থান করছেন। তিনি বলেন, আমরা বুশেহর বিদ্যুৎকেন্দ্রে নিযুক্ত রুশ কর্মীদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেন, এখানে সংঘাত বৃদ্ধির বড় ঝুঁকি রয়েছে। তিনি সব পক্ষকে কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন।

রয়টার্স জানায়, চলমান সংঘাতের মধ্যে যুদ্ধকৌশল হিসেবে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিতে পারে বলে দেশটির এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা বলেছেন। আরেক আইনপ্রণেতা বলেন, যদি তেহরানের মৌলিক স্বার্থ ক্ষুণ্ণ হয়, তবেই তারা এমনটা করতে পারেন। ওমান ও ইরানের মধ্যকার হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশ বহন করা হয়।

back to top