আগামী সপ্তাহে রাশিয়ার সঙ্গে নতুন দফায় শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছে ইউক্রেন। গত মাসে দুদেশের মধ্যে আলোচনা স্থগিত হওয়ার পর নতুন করে মস্কোকে এই প্রস্তাব দিলো কিয়েভ। খবর আল জাজিরার। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার নিশ্চিত করেছেন যে, প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি রুস্তেম উমেরভ আগামী সপ্তাহে রাশিয়ার আলোচকদের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছেন।
শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, যুদ্ধবিরতি অর্জনের জন্য সবকিছু করা উচিত। রাশিয়ার সিদ্ধান্ত থেকে দূরে সরে থাকা উচিত নয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকের জন্য নিজের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন জেলেনস্কি। তিনি বলেন, স্থায়ী শান্তি নিশ্চিত করার জন্য নেতৃত্ব পর্যায়ে একটি বৈঠকের প্রয়োজন। তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী উমেরভকে গত সপ্তাহে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং আলোচনায় আরও গতি আনার দায়িত্ব দেওয়া হয়েছে। চলতি বছরের শুরুতে তুরস্কে অনুষ্ঠিত দুটি পূর্ববর্তী আলোচনায় তিনি তার দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন।
সেখানে বন্দী ও সৈন্যদের মরদেহ বিনিময়ের চুক্তি ছাড়া আর কিছুই হয়নি।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মস্কোকে ইউক্রেনে যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য ৫০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। অন্যথায় শতভাগ শুল্ক এবং রাশিয়ান তেল কিনবে এমন দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন।
রোববার, ২০ জুলাই ২০২৫
আগামী সপ্তাহে রাশিয়ার সঙ্গে নতুন দফায় শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছে ইউক্রেন। গত মাসে দুদেশের মধ্যে আলোচনা স্থগিত হওয়ার পর নতুন করে মস্কোকে এই প্রস্তাব দিলো কিয়েভ। খবর আল জাজিরার। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার নিশ্চিত করেছেন যে, প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি রুস্তেম উমেরভ আগামী সপ্তাহে রাশিয়ার আলোচকদের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছেন।
শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, যুদ্ধবিরতি অর্জনের জন্য সবকিছু করা উচিত। রাশিয়ার সিদ্ধান্ত থেকে দূরে সরে থাকা উচিত নয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকের জন্য নিজের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন জেলেনস্কি। তিনি বলেন, স্থায়ী শান্তি নিশ্চিত করার জন্য নেতৃত্ব পর্যায়ে একটি বৈঠকের প্রয়োজন। তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী উমেরভকে গত সপ্তাহে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং আলোচনায় আরও গতি আনার দায়িত্ব দেওয়া হয়েছে। চলতি বছরের শুরুতে তুরস্কে অনুষ্ঠিত দুটি পূর্ববর্তী আলোচনায় তিনি তার দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন।
সেখানে বন্দী ও সৈন্যদের মরদেহ বিনিময়ের চুক্তি ছাড়া আর কিছুই হয়নি।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মস্কোকে ইউক্রেনে যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য ৫০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। অন্যথায় শতভাগ শুল্ক এবং রাশিয়ান তেল কিনবে এমন দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন।