ভারতের টেলিকম মন্ত্রণালয় নতুন একটি নির্দেশনা জারি করেছে। এর আওতায় সব নতুন স্মার্টফোনে সরকার পরিচালিত সাইবার সিকিউরিটি অ্যাপ প্রি-ইনস্টল করতে হবে। এই নির্দেশনা ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও ব্যবহারকারীর সম্মতি না নেওয়ার মতো বিষয়ে উদ্বেগ তৈরি করেছে। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ওই নির্দেশনা জারি হয়। ‘সঞ্চার সাথী’ নামের অ্যাপটি সব নতুন ডিভাইসে ৯০ দিনের মধ্যে ইনস্টল করতে হবে। ব্যবহারকারীর সেটি আনইনস্টল বা মুছে ফেলার সুযোগ থাকবে না। পুরোনো মডেলের ফোনগুলোতে সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই অ্যাপটি ইনস্টলের পুশ নোটিফিকেশন পাঠানো হবে। স্মার্টফোন ব্যবহারের দিক থেকে ভারত বিশ্বের অন্যতম বড় বাজার। টেলিকম মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১ দশমিক ২ বিলিয়ন। সাইবার প্রতারণার ক্ষেত্রে মোবাইল ফোনের অপব্যবহার রোধ ও সাইবার নিরাপত্তা নিশ্চিতে এই পদক্ষেপটি জরুরি।
তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই নির্দেশনা ব্যবহারকারীর তথ্যের সুরক্ষা ও সম্মতি নেওয়ার প্রয়োজনীয়তা কমাবে। ডিজিটাল নীতি বিশেষজ্ঞ ও টেক সাইট মিডিয়ানামার প্রতিষ্ঠাতা নিখিল পহওয়া বলছেন, ‘এটি শুরু মাত্র। সরকারের পরীক্ষামূলক পদক্ষেপ। যদি কোনো সরকারি অ্যাপ জোর করে ডিভাইসে প্রি-ইনস্টল করা হয়, তাহলে ভবিষ্যতে নজরদারির মতো অ্যাপ পুশ করা ঠেকাবে কে?’
সরকারি তথ্য অনুযায়ী, সঞ্চার সাথী অ্যাপটি চালু হয় গত জানুয়ারিতে। হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ফোন ব্লক ও ট্র্যাক করতে এই অ্যাপ কাজ করে। এ ছাড়া, জালিয়াতির আশ্রয় নেওয়া সংযোগ শনাক্ত ও বন্ধের সুবিধাও আছে। চালু হওয়ার পর থেকে এটি ৫০ লাখের বেশি ডাউনলোড হয়েছে। অ্যাপটির সাহায্যে উদ্ধার করা হয়েছে হারিয়ে যাওয়া ৭ লাখের বেশি মোবাইল ফোন।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
ভারতের টেলিকম মন্ত্রণালয় নতুন একটি নির্দেশনা জারি করেছে। এর আওতায় সব নতুন স্মার্টফোনে সরকার পরিচালিত সাইবার সিকিউরিটি অ্যাপ প্রি-ইনস্টল করতে হবে। এই নির্দেশনা ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও ব্যবহারকারীর সম্মতি না নেওয়ার মতো বিষয়ে উদ্বেগ তৈরি করেছে। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ওই নির্দেশনা জারি হয়। ‘সঞ্চার সাথী’ নামের অ্যাপটি সব নতুন ডিভাইসে ৯০ দিনের মধ্যে ইনস্টল করতে হবে। ব্যবহারকারীর সেটি আনইনস্টল বা মুছে ফেলার সুযোগ থাকবে না। পুরোনো মডেলের ফোনগুলোতে সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই অ্যাপটি ইনস্টলের পুশ নোটিফিকেশন পাঠানো হবে। স্মার্টফোন ব্যবহারের দিক থেকে ভারত বিশ্বের অন্যতম বড় বাজার। টেলিকম মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১ দশমিক ২ বিলিয়ন। সাইবার প্রতারণার ক্ষেত্রে মোবাইল ফোনের অপব্যবহার রোধ ও সাইবার নিরাপত্তা নিশ্চিতে এই পদক্ষেপটি জরুরি।
তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই নির্দেশনা ব্যবহারকারীর তথ্যের সুরক্ষা ও সম্মতি নেওয়ার প্রয়োজনীয়তা কমাবে। ডিজিটাল নীতি বিশেষজ্ঞ ও টেক সাইট মিডিয়ানামার প্রতিষ্ঠাতা নিখিল পহওয়া বলছেন, ‘এটি শুরু মাত্র। সরকারের পরীক্ষামূলক পদক্ষেপ। যদি কোনো সরকারি অ্যাপ জোর করে ডিভাইসে প্রি-ইনস্টল করা হয়, তাহলে ভবিষ্যতে নজরদারির মতো অ্যাপ পুশ করা ঠেকাবে কে?’
সরকারি তথ্য অনুযায়ী, সঞ্চার সাথী অ্যাপটি চালু হয় গত জানুয়ারিতে। হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ফোন ব্লক ও ট্র্যাক করতে এই অ্যাপ কাজ করে। এ ছাড়া, জালিয়াতির আশ্রয় নেওয়া সংযোগ শনাক্ত ও বন্ধের সুবিধাও আছে। চালু হওয়ার পর থেকে এটি ৫০ লাখের বেশি ডাউনলোড হয়েছে। অ্যাপটির সাহায্যে উদ্ধার করা হয়েছে হারিয়ে যাওয়া ৭ লাখের বেশি মোবাইল ফোন।