ভারতের মুম্বাইয়ে ভেঙে পড়েছে একটি চার তলা বাড়ি। এ ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার রাতে মুম্বাইয়ের কুরলার নায়েক নগর সোসাইটিতে এ ঘটনা ঘটে। ভাঙা বাড়ির স্তূপে আটকা পড়েন অন্তত ১০ জন। ঘটনার পর উদ্ধার অভিযান শুরু হয়।
মঙ্গলবার সকালেও উদ্ধার অভিযান চলছিল। এখনও বেশ কয়েকজনকে উদ্ধারের চেষ্টা চলছে বলে দমকল বাহিনী সূত্রে জানিয়েছে আনন্দবাজার।
সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে নায়েক নগর এলাকার একটি চার তলা বাড়ি ভেঙে পড়ে। ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় প্রশাসনকে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে আট জনকে ওই ভাঙা বাড়ি থেকে উদ্ধার করা হয়। পরে আরও দুই জনকে উদ্ধার করা হয়।
আরও কত জন ধ্বংসস্তূপের তলায় আটকে আছেন তার সঠিক সংখ্যা জানা যায়নি। তবে পৌরসভার একটি সূত্র জানিয়েছে, ২৫ জনেরও বেশি মানুষ আটকে রয়েছেন। উদ্ধার কাজে হাত লাগিয়েছে দমকল বাহিনী।
মঙ্গলবার, ২৮ জুন ২০২২
ভারতের মুম্বাইয়ে ভেঙে পড়েছে একটি চার তলা বাড়ি। এ ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার রাতে মুম্বাইয়ের কুরলার নায়েক নগর সোসাইটিতে এ ঘটনা ঘটে। ভাঙা বাড়ির স্তূপে আটকা পড়েন অন্তত ১০ জন। ঘটনার পর উদ্ধার অভিযান শুরু হয়।
মঙ্গলবার সকালেও উদ্ধার অভিযান চলছিল। এখনও বেশ কয়েকজনকে উদ্ধারের চেষ্টা চলছে বলে দমকল বাহিনী সূত্রে জানিয়েছে আনন্দবাজার।
সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে নায়েক নগর এলাকার একটি চার তলা বাড়ি ভেঙে পড়ে। ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় প্রশাসনকে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে আট জনকে ওই ভাঙা বাড়ি থেকে উদ্ধার করা হয়। পরে আরও দুই জনকে উদ্ধার করা হয়।
আরও কত জন ধ্বংসস্তূপের তলায় আটকে আছেন তার সঠিক সংখ্যা জানা যায়নি। তবে পৌরসভার একটি সূত্র জানিয়েছে, ২৫ জনেরও বেশি মানুষ আটকে রয়েছেন। উদ্ধার কাজে হাত লাগিয়েছে দমকল বাহিনী।