প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি স্মার্টফোনের ব্যাটারি সংক্রান্ত সমস্যার সমাধান করার লক্ষ্যে একটি ১০,০০০ মেগাহার্টজ ব্যাটারি সম্বলিত কনসেপ্ট ফোন উন্মোচন করেছে। ফোনটির পুরুত্ব ৮.৫ মিলিমিটারের কম এবং ওজন ২০০ গ্রামের সামান্য বেশি। ফোনটিতে আল্ট্রা-হাই সিলিকন-যুক্ত অ্যানোড ব্যাটারি থাকছে, যেখানে ১০ শতাংশ থাকছে সিলিকন। একই সঙ্গে ৮৮৭ ওয়াট আওয়ার্স পার লিটার এর শক্তি যা লিথিয়াম-আয়ন ব্যাটারির জন্য একটি নতুন মানদন্ড স্থাপন করেছে।
গঠনগত উদ্ভাবনের ক্ষেত্রে, রিয়েলমি ‘মিনি ডায়মন্ড আর্কিটেকচার’ চালু করেছে যা ব্যাটারির স্থান অপ্টিমাইজ করার জন্য অভ্যন্তরীণ নকশাকে নতুন করে তুলেছে। ২৩.৪ মিলিমিটারের বিশে^র সবচেয়ে সরু অ্যান্ড্রয়েড মেইনবোর্ড তৈরি করেছে রিয়েলমি এবং ৬০টিরও বেশি আন্তর্জাতিক পেটেন্ট অর্জন করেছে। প্রোটোটাইপের আধা-স্বচ্ছ ব্যাক কভারের মাধ্যমে বিশাল ব্যাটারি এবং ক্ষুদ্রায়িত মেইনবোর্ড দেখা যায়।
রিয়েলমি ধারাবাহিকভাবে ব্যাটারি লাইফ এবং দ্রুত চার্জিং উদ্ভাবনে গবেষনা করে যাচ্ছে। ব্যবহারকারীদের জন্য রিয়েলমি জিটি নিও৩-এর ১৫০ ওয়াট ফাস্ট-চার্জিং থেকে জিটি৩-এর ২৪০ ওয়াট এবং ৩২০ ওয়াট পর্যন্ত কার্যকর সমাধান সরবরাহ করে চলেছে। প্রযুক্তি সংশ্লিষ্টরা ধারণা করছে রিয়েলমি আসন্ন জিটি ৭ সিরিজ আরও বেশি চমক নিয়ে আসবে এবং ইন্ডাস্ট্রিতে রিয়েলমির অবস্থানকে আরও শক্তিশালী করবে।
শনিবার, ১০ মে ২০২৫
প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি স্মার্টফোনের ব্যাটারি সংক্রান্ত সমস্যার সমাধান করার লক্ষ্যে একটি ১০,০০০ মেগাহার্টজ ব্যাটারি সম্বলিত কনসেপ্ট ফোন উন্মোচন করেছে। ফোনটির পুরুত্ব ৮.৫ মিলিমিটারের কম এবং ওজন ২০০ গ্রামের সামান্য বেশি। ফোনটিতে আল্ট্রা-হাই সিলিকন-যুক্ত অ্যানোড ব্যাটারি থাকছে, যেখানে ১০ শতাংশ থাকছে সিলিকন। একই সঙ্গে ৮৮৭ ওয়াট আওয়ার্স পার লিটার এর শক্তি যা লিথিয়াম-আয়ন ব্যাটারির জন্য একটি নতুন মানদন্ড স্থাপন করেছে।
গঠনগত উদ্ভাবনের ক্ষেত্রে, রিয়েলমি ‘মিনি ডায়মন্ড আর্কিটেকচার’ চালু করেছে যা ব্যাটারির স্থান অপ্টিমাইজ করার জন্য অভ্যন্তরীণ নকশাকে নতুন করে তুলেছে। ২৩.৪ মিলিমিটারের বিশে^র সবচেয়ে সরু অ্যান্ড্রয়েড মেইনবোর্ড তৈরি করেছে রিয়েলমি এবং ৬০টিরও বেশি আন্তর্জাতিক পেটেন্ট অর্জন করেছে। প্রোটোটাইপের আধা-স্বচ্ছ ব্যাক কভারের মাধ্যমে বিশাল ব্যাটারি এবং ক্ষুদ্রায়িত মেইনবোর্ড দেখা যায়।
রিয়েলমি ধারাবাহিকভাবে ব্যাটারি লাইফ এবং দ্রুত চার্জিং উদ্ভাবনে গবেষনা করে যাচ্ছে। ব্যবহারকারীদের জন্য রিয়েলমি জিটি নিও৩-এর ১৫০ ওয়াট ফাস্ট-চার্জিং থেকে জিটি৩-এর ২৪০ ওয়াট এবং ৩২০ ওয়াট পর্যন্ত কার্যকর সমাধান সরবরাহ করে চলেছে। প্রযুক্তি সংশ্লিষ্টরা ধারণা করছে রিয়েলমি আসন্ন জিটি ৭ সিরিজ আরও বেশি চমক নিয়ে আসবে এবং ইন্ডাস্ট্রিতে রিয়েলমির অবস্থানকে আরও শক্তিশালী করবে।