প্রযুক্তি প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশের বাজারে নিয়ে এলো ব্লিসবন্ড ব্র্যান্ডের লাইফস্টাইল পণ্য। পণ্যগুলোর মধ্যে রয়েছে স্মার্টওয়াচ ও এয়ারবাডস।
স্মার্টওয়াচ: ব্লিসবন্ডের অন্যতম জনপ্রিয় একটি ফ্যাশন ও ফিটনেস স্মার্টওয়াচ ব্লিসবন্ড ফিউশন। এতে আছে এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, ব্লুটুথ ৫.৩ কলিং, উন্নত সেন্সর, ফিটনেস ট্র্যাকারের জন্য ইসিজি, হার্টরেট, অক্সিজেন পরিমাপক ও রক্তচাপ মনিটরিং সহ বেশ কিছু হেলথ ফিচার। স্মার্টওয়াচটি আইপি৬৮ রেটিং সম্পন্ন, ফলে পানিতে ভিজে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। এর ব্যাটারি ক্যাপাসিটি ২৬০ এমএএইচ, যা একবার ফুল চার্জে ২-৩ দিন ব্যবহার এবং ১৫ দিন স্ট্যান্ডবাই সুবিধা দেয়। স্মার্টওয়াচটি পাওয়া যাচ্ছে কালো রঙে, দাম ১৭৫০টাকা।
অন্যদিকে ব্লিসবন্ড অ্যাক্টিভ ফিটনেস অ্যান্ড ফ্যাশন ব্লুটুথ কলিং স্মার্টওয়াচটিতে রয়েছে ২.১০ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে (২৮০ বাই ৩২০ রেজলিউশন), ব্লুটুথ ৫.৩ কলিং সুবিধা ও আইপি৬৮ ওয়াটার রেজিস্ট্যান্স। হার্টরেট, রক্তচাপ, রক্তে অক্সিজেন ও তাপমাত্রা মনিটর সহ ১০০টির বেশি এক্সারসাইজ মোড রয়েছে এতে। ৩০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি একবার চার্জে ৫-৭ দিন ব্যবহার এবং প্রায় ৩০ দিন স্ট্যান্ডবাই সুবিধা দেয়। জিংক অ্যালয় বডি ও টাফেন্ড গ্লাসে তৈরি ওয়াচটি পাওয়া যাচ্ছে ২৫৯০ টাকায়।
এয়ারবাডস: ব্লিসবন্ড এইচ এএনসি+ইএনসি টিডাব্লিউএস এয়ারবাডস হলো একটি আধুনিক ট্রু ওয়্যারলেস ইয়ারবাড, যেখানে রয়েছে ব্লুটুথ ৫.৩ সংযোগ, টাইটানিয়াম অ্যালয় ড্রাইভার এবং হাইব্রিড এএনসি ও ইএনসি প্রযুক্তি, যা বাইরের শব্দ কমিয়ে আরও পরিষ্কার সাউন্ডের অভিজ্ঞতা দেয়। রয়েছে আল্ট্রা লো লেটেন্সি মোড, যা গেমিংয়ের জন্য উপযোগী। প্রতিটি ইয়ারবাডে ৩৫ এমএএইচ ব্যাটারি এবং চার্জিংকেসে ৩০০ এমএএইচ ব্যাটারি থাকায় একটানা প্রায় ৬ ঘণ্টা ও মোট ২০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক পাওয়া যায়। ইউএসবি-সি চার্জিং সুবিধাযুক্ত এই ইয়ারবাডটি বর্তমানে গ্লোবাল ব্র্যান্ডে পাওয়া যাচ্ছে ২,৪৯০ টাকায়।
এছাড়া ব্লিসবন্ড এস১ আল্ট্রা-শট স্টিম ডিজাইনের এএনসি+ইএনসি টিডাব্লিউএস এয়ারবাডসও বাজারে পাওয়া যাচ্ছে। এটি ব্লুটুথ ৫.৩ মাধ্যমে সংযোগ স্থাপন করে, অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশনের মাধ্যমে বাইরের নয়েজ বাতিল করে। এই ফিচার বাইরের ২৫ ডেসিবল পর্যন্ত নয়েজ ক্যানসেল করার ক্ষমতা রাখে। এই ইয়ারবাডে ৪০ এমএএইচ ব্যাটারি ও চার্জিংকেসে ৩২০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা একবার চার্জে ইয়ারবাড প্রায় ৬ ঘণ্টা ও চার্জিংকেস সহ প্রায় ২০ ঘণ্টা ব্যবহার সম্ভব। চার্জিংয়ে রয়েছে ইউএসবি-সিপোর্ট। অফিসিয়াল ওয়ারেন্টিসহ এয়ারবাডসটির দাম ১৮৯০ টাকা।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
প্রযুক্তি প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশের বাজারে নিয়ে এলো ব্লিসবন্ড ব্র্যান্ডের লাইফস্টাইল পণ্য। পণ্যগুলোর মধ্যে রয়েছে স্মার্টওয়াচ ও এয়ারবাডস।
স্মার্টওয়াচ: ব্লিসবন্ডের অন্যতম জনপ্রিয় একটি ফ্যাশন ও ফিটনেস স্মার্টওয়াচ ব্লিসবন্ড ফিউশন। এতে আছে এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, ব্লুটুথ ৫.৩ কলিং, উন্নত সেন্সর, ফিটনেস ট্র্যাকারের জন্য ইসিজি, হার্টরেট, অক্সিজেন পরিমাপক ও রক্তচাপ মনিটরিং সহ বেশ কিছু হেলথ ফিচার। স্মার্টওয়াচটি আইপি৬৮ রেটিং সম্পন্ন, ফলে পানিতে ভিজে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। এর ব্যাটারি ক্যাপাসিটি ২৬০ এমএএইচ, যা একবার ফুল চার্জে ২-৩ দিন ব্যবহার এবং ১৫ দিন স্ট্যান্ডবাই সুবিধা দেয়। স্মার্টওয়াচটি পাওয়া যাচ্ছে কালো রঙে, দাম ১৭৫০টাকা।
অন্যদিকে ব্লিসবন্ড অ্যাক্টিভ ফিটনেস অ্যান্ড ফ্যাশন ব্লুটুথ কলিং স্মার্টওয়াচটিতে রয়েছে ২.১০ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে (২৮০ বাই ৩২০ রেজলিউশন), ব্লুটুথ ৫.৩ কলিং সুবিধা ও আইপি৬৮ ওয়াটার রেজিস্ট্যান্স। হার্টরেট, রক্তচাপ, রক্তে অক্সিজেন ও তাপমাত্রা মনিটর সহ ১০০টির বেশি এক্সারসাইজ মোড রয়েছে এতে। ৩০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি একবার চার্জে ৫-৭ দিন ব্যবহার এবং প্রায় ৩০ দিন স্ট্যান্ডবাই সুবিধা দেয়। জিংক অ্যালয় বডি ও টাফেন্ড গ্লাসে তৈরি ওয়াচটি পাওয়া যাচ্ছে ২৫৯০ টাকায়।
এয়ারবাডস: ব্লিসবন্ড এইচ এএনসি+ইএনসি টিডাব্লিউএস এয়ারবাডস হলো একটি আধুনিক ট্রু ওয়্যারলেস ইয়ারবাড, যেখানে রয়েছে ব্লুটুথ ৫.৩ সংযোগ, টাইটানিয়াম অ্যালয় ড্রাইভার এবং হাইব্রিড এএনসি ও ইএনসি প্রযুক্তি, যা বাইরের শব্দ কমিয়ে আরও পরিষ্কার সাউন্ডের অভিজ্ঞতা দেয়। রয়েছে আল্ট্রা লো লেটেন্সি মোড, যা গেমিংয়ের জন্য উপযোগী। প্রতিটি ইয়ারবাডে ৩৫ এমএএইচ ব্যাটারি এবং চার্জিংকেসে ৩০০ এমএএইচ ব্যাটারি থাকায় একটানা প্রায় ৬ ঘণ্টা ও মোট ২০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক পাওয়া যায়। ইউএসবি-সি চার্জিং সুবিধাযুক্ত এই ইয়ারবাডটি বর্তমানে গ্লোবাল ব্র্যান্ডে পাওয়া যাচ্ছে ২,৪৯০ টাকায়।
এছাড়া ব্লিসবন্ড এস১ আল্ট্রা-শট স্টিম ডিজাইনের এএনসি+ইএনসি টিডাব্লিউএস এয়ারবাডসও বাজারে পাওয়া যাচ্ছে। এটি ব্লুটুথ ৫.৩ মাধ্যমে সংযোগ স্থাপন করে, অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশনের মাধ্যমে বাইরের নয়েজ বাতিল করে। এই ফিচার বাইরের ২৫ ডেসিবল পর্যন্ত নয়েজ ক্যানসেল করার ক্ষমতা রাখে। এই ইয়ারবাডে ৪০ এমএএইচ ব্যাটারি ও চার্জিংকেসে ৩২০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা একবার চার্জে ইয়ারবাড প্রায় ৬ ঘণ্টা ও চার্জিংকেস সহ প্রায় ২০ ঘণ্টা ব্যবহার সম্ভব। চার্জিংয়ে রয়েছে ইউএসবি-সিপোর্ট। অফিসিয়াল ওয়ারেন্টিসহ এয়ারবাডসটির দাম ১৮৯০ টাকা।