জামিনে মুক্তি পর কারাগার থেকে বের হয়েছেন প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান। আজ সোমবার দুপুরে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর তার জামিন আদেশ মঞ্জুর করেন। পরে সন্ধ্যায় কারাগার থেকে মুক্ত হন শামসুজ্জামান। গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ।
তিনি বলেন, জামিনের কাগজপত্র আসার পর আজ সোমবার সন্ধ্যা ৬টা ২২ মিনিটের দিকে জামিনে মুক্ত হন শামসুজ্জামান। এরপর তিনি কারাগার থেকে বের হয়ে যান।
গত ২৯ মার্চ ভোর রাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিচয়ে কিছু লোক সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে তার বাসা থেকে তুলে নেয়। পরে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া দুটি মামলার মধ্যে একটিতে তাকে গ্রেফতার দেখানো হয়। সোমবার (৩ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত ২০ হাজার টাকার মুচলেকায় শামসুজ্জামানকে জামিন দিয়েছেন আদালত।
সোমবার, ০৩ এপ্রিল ২০২৩
জামিনে মুক্তি পর কারাগার থেকে বের হয়েছেন প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান। আজ সোমবার দুপুরে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর তার জামিন আদেশ মঞ্জুর করেন। পরে সন্ধ্যায় কারাগার থেকে মুক্ত হন শামসুজ্জামান। গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ।
তিনি বলেন, জামিনের কাগজপত্র আসার পর আজ সোমবার সন্ধ্যা ৬টা ২২ মিনিটের দিকে জামিনে মুক্ত হন শামসুজ্জামান। এরপর তিনি কারাগার থেকে বের হয়ে যান।
গত ২৯ মার্চ ভোর রাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিচয়ে কিছু লোক সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে তার বাসা থেকে তুলে নেয়। পরে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া দুটি মামলার মধ্যে একটিতে তাকে গ্রেফতার দেখানো হয়। সোমবার (৩ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত ২০ হাজার টাকার মুচলেকায় শামসুজ্জামানকে জামিন দিয়েছেন আদালত।