হাসপাতালসহ সব জায়গায় সেবা প্রদানের ক্ষেত্রে প্রবীণদের অগ্রাধিকার দেয়ার নির্দেশ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, হাসপাতালসহ সর্বত্র সেবা প্রদানের ক্ষেত্রে প্রবীণদের অগ্রাধিকার দিতে হবে, তারা যেন নিশ্চিতভাবেই এ সুবিধা পান। বাসে-ট্রেনে যেখানেই হোক, প্রবীণদের বসতে দিতে হবে। দেখামাত্র তাদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে।
রোববার (১ অক্টোবর) বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে অল বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি ও ডিমেনশিয়া কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের যৌথ আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রবীণদের উদ্দেশে তিনি বলেন, সুস্থ থাকতে সুশৃঙ্খল জীবনযাপনের পাশাপাশি সুষম খাবার গ্রহণের ওপর জোর দিতে হবে। স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিন একটি করে ডিম খেতে পারেন। এটি স্বাস্থ্যের জন্য ভালো, হার্টের জন্যও ঝুঁকির নয়। আগে বলা হতো, তেল খাওয়া যাবে না। তবে মাছের তেল কিন্তু হার্টের জন্য উপকারী। এসব বিষয়ে খেয়াল রাখতে হবে।
এর আগে, ধানমন্ডি ৩২ নম্বর সড়কের পূর্বপাশে এক শোভাযাত্রার (র্যালি) আয়োজন করা হয়। পরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন ভিসি শারফুদ্দিন আহমেদ। স্বাস্থ্যসেবা ক্যাম্প থেকে চক্ষু, মেমোরি ডিমেনশিয়া, ব্লাড সুগার, ব্লাড প্রেসার, পালস ও অক্সিজেনের মাত্রা পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
এসব কর্মসূচিতে সভাপতিত্ব করেন অল বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে ডিমেনশিয়া কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব রাশেদ সোহরাওয়ার্দী, অল বাংলাদেশ সিনিয়র সিটিজেনস অলফেয়ার সোসাইটির মহাসচিব ইঞ্জি. মো. ফজলুল হক, বিএসএমএমইউয়ের সহযোগী অধ্যাপক (সার্জিক্যাল অনকোলজি) ডা. মো. রাসেল উপস্থিত ছিলেন।
রোববার, ০১ অক্টোবর ২০২৩
হাসপাতালসহ সব জায়গায় সেবা প্রদানের ক্ষেত্রে প্রবীণদের অগ্রাধিকার দেয়ার নির্দেশ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, হাসপাতালসহ সর্বত্র সেবা প্রদানের ক্ষেত্রে প্রবীণদের অগ্রাধিকার দিতে হবে, তারা যেন নিশ্চিতভাবেই এ সুবিধা পান। বাসে-ট্রেনে যেখানেই হোক, প্রবীণদের বসতে দিতে হবে। দেখামাত্র তাদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে।
রোববার (১ অক্টোবর) বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে অল বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি ও ডিমেনশিয়া কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের যৌথ আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রবীণদের উদ্দেশে তিনি বলেন, সুস্থ থাকতে সুশৃঙ্খল জীবনযাপনের পাশাপাশি সুষম খাবার গ্রহণের ওপর জোর দিতে হবে। স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিন একটি করে ডিম খেতে পারেন। এটি স্বাস্থ্যের জন্য ভালো, হার্টের জন্যও ঝুঁকির নয়। আগে বলা হতো, তেল খাওয়া যাবে না। তবে মাছের তেল কিন্তু হার্টের জন্য উপকারী। এসব বিষয়ে খেয়াল রাখতে হবে।
এর আগে, ধানমন্ডি ৩২ নম্বর সড়কের পূর্বপাশে এক শোভাযাত্রার (র্যালি) আয়োজন করা হয়। পরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন ভিসি শারফুদ্দিন আহমেদ। স্বাস্থ্যসেবা ক্যাম্প থেকে চক্ষু, মেমোরি ডিমেনশিয়া, ব্লাড সুগার, ব্লাড প্রেসার, পালস ও অক্সিজেনের মাত্রা পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
এসব কর্মসূচিতে সভাপতিত্ব করেন অল বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে ডিমেনশিয়া কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব রাশেদ সোহরাওয়ার্দী, অল বাংলাদেশ সিনিয়র সিটিজেনস অলফেয়ার সোসাইটির মহাসচিব ইঞ্জি. মো. ফজলুল হক, বিএসএমএমইউয়ের সহযোগী অধ্যাপক (সার্জিক্যাল অনকোলজি) ডা. মো. রাসেল উপস্থিত ছিলেন।