বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা সতর্ক করে দিয়ে বলেছেন, কেউ যদি অভ্যুত্থানের চেষ্টা করে, তবে জনতার শক্তি দিয়ে তাদের প্রতিহত করা হবে। আজ বুধবার বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত একটি সমাবেশে তারা এ আহ্বান জানান। ‘একতার বাংলাদেশ’ ব্যানারে অনুষ্ঠিত এই সমাবেশে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা অংশ নেন।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেন, “ফ্যাসিবাদীরা পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করছে—এটি হাস্যকর। গণ–অভ্যুত্থান হলে তাদের স্থান বাংলাদেশে হবে না।” তিনি বলেন, “সকলকে রাজপথে থাকার জন্য প্রস্তুত থাকতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।”
আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জানান, “১৬ বছর ধরে অত্যাচার সহ্য করেছি। এখন কোনো ষড়যন্ত্র হলে তা প্রতিহত করতে সবাই প্রস্তুত থাকবেন।”
আবু বাকের মজুমদার বলেন, “ফ্যাসিস্টদের ষড়যন্ত্র সফল হতে দেব না। আগামীকাল কোনো ষড়যন্ত্র হলে তা প্রতিহত করতে আমরা প্রস্তুত।”
সমাবেশে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতারাও বক্তব্য দেন। ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে। এখন ষড়যন্ত্র বন্ধ করতে হবে।” ইসলামী ছাত্রশিবিরের সিবগাতুল্লাহ বলেন, “দেশে সাম্প্রদায়িক অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র হচ্ছে। আমরা তা মোকাবিলা করব।”
সমাবেশ শেষে একটি গণপদযাত্রা বের করা হয় যা ধানমন্ডিতে গিয়ে শেষ হয়। সেখানে মোমবাতি প্রজ্বালন ও দোয়া-প্রার্থনা করা হয়।
বুধবার, ১৪ আগস্ট ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা সতর্ক করে দিয়ে বলেছেন, কেউ যদি অভ্যুত্থানের চেষ্টা করে, তবে জনতার শক্তি দিয়ে তাদের প্রতিহত করা হবে। আজ বুধবার বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত একটি সমাবেশে তারা এ আহ্বান জানান। ‘একতার বাংলাদেশ’ ব্যানারে অনুষ্ঠিত এই সমাবেশে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা অংশ নেন।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেন, “ফ্যাসিবাদীরা পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করছে—এটি হাস্যকর। গণ–অভ্যুত্থান হলে তাদের স্থান বাংলাদেশে হবে না।” তিনি বলেন, “সকলকে রাজপথে থাকার জন্য প্রস্তুত থাকতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।”
আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জানান, “১৬ বছর ধরে অত্যাচার সহ্য করেছি। এখন কোনো ষড়যন্ত্র হলে তা প্রতিহত করতে সবাই প্রস্তুত থাকবেন।”
আবু বাকের মজুমদার বলেন, “ফ্যাসিস্টদের ষড়যন্ত্র সফল হতে দেব না। আগামীকাল কোনো ষড়যন্ত্র হলে তা প্রতিহত করতে আমরা প্রস্তুত।”
সমাবেশে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতারাও বক্তব্য দেন। ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে। এখন ষড়যন্ত্র বন্ধ করতে হবে।” ইসলামী ছাত্রশিবিরের সিবগাতুল্লাহ বলেন, “দেশে সাম্প্রদায়িক অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র হচ্ছে। আমরা তা মোকাবিলা করব।”
সমাবেশ শেষে একটি গণপদযাত্রা বের করা হয় যা ধানমন্ডিতে গিয়ে শেষ হয়। সেখানে মোমবাতি প্রজ্বালন ও দোয়া-প্রার্থনা করা হয়।